নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

"রোজা" যেভাবে ক্রিয়া না হয়ে বিশেষ্য

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১২

আমি গফুর সাহেবের বাসায় লেখক ক্যামারা নিয়ে অদৃশ্যরকম আছি। তিনি আসরের নামাজে দাঁড়িয়েছেন। মেজবানি গোশত ,হালিমের ঘ্রাণে বাতাসে উৎসবের মেজাজ। পাশের ঘরে তার মায়ের মিহি সুরের তিলাওয়াত ! তার মুখের রেখা দেখে ধারণা করা যাচ্ছে এ তার চিরচেনা নস্টালজিক আবহ যা তিনি তাড়িয়ে উপভোগ করেন । নামাজ শেষ করতে করতেই স্ত্রী শাহানার কর্কশ স্বর,

-“জিলাপি নেই ঘরে আর শসা”।

“-আগে তো বললে না? এলিবেন্থ আওয়ারে এসে মামার বাড়ির গপ্প !”

-“আগে কিভাবে বলব? অফিস থেকে এলেইতো এখন। আমাকে পেয়েছ কি ?না বললে বলবে বলিনি কেন আর বললে বলবে আর এক কথা ।”

-“ধুর!”

গফুর সাহেবের খুশিটা বুঝি মিইয়ে গেল। রোজা রেখে এখন নিশ্চয়ই তাকে মোড় পর্যন্ত হেঁটে যেতে হবে! এসময় রিকশা পাওয়ারও তো কথা না। কিন্তু আড়াই প্যাঁচ দেয়া জিলাপির রসালো স্বাদের কথা মনে হতেই কি তিনি পাঞ্জাবিটা গায়ে গলিয়ে ছুটলেন? সেটা কোন কথা না কথা হচ্ছে জিলাপি কেনা। এখন বাজার থেকে কিছু কেনা মানে বিয়ের পাত্র পাত্রী ঠিক করার মত। জাত মিললে সামর্থ্যে কুলাবে না আর সাধ্যের মধ্যে হলে বেজাত নিয়েই বাড়ি ফিরতে হবে। তবে মুরুব্বিদের মুখে আমরা সবাই শুনে এসেছি রমজানে খাবারের হিসেব করতে নেই । তাই বোধ করি তিনি ভিড়ের মধ্যে শরীর গলিয়ে আধ কেজি রেশমি জিলাপির জন্যে খণ্ডযুদ্ধে নেমে গেলেন। ছাদ থেকে জুম আউট করে এক্সট্রিম ওয়াইড শটে দেখলে মনে হবে গফুর সাহেব একদল সম্মোহিত অপ্রকৃতস্থ মানুষের সাথে হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছেন। কিংবা এ হয়তো কোন আকাল -দুর্ভিক্ষের দেশ। সকল ইন্দ্রিয়েরইতো যেহেতু ভোগ আছে। এমন ভরপুর সুঘ্রাণের নদী সাঁতরে গফুর সাহেবের রোজা কতটা টিকে আছে আমি জানি না তা ধর্ম বিশেষজ্ঞরা বলতে পারবেন ।



আর শাহানা? ছুটলাম রান্না ঘরে। সে এখনো রান্না শেষ করতে পারেনি। এই ফাঁকেই টুপ করে আসর আদায় করে নিতে হচ্ছে তাকে। নামাজে বসলেই সংসারী মহিলাদের মস্তিষ্কের চিন্তার গতি দ্বিগুণ হয়। মিড শটে এ দেখা যাচ্ছে তিনি ঘন ঘন চোখ বুজছেন আর খুলছেন। তার চোখের মনি অনবরত নড়ছে। হয়তো তিনি ভাবছেন ইফতারের আগে আগে সব সারতে পারবেন তো? হয়তো ঈদের কেনাকাটা নিয়ে কিছু বাড়তি দুশ্চিন্তা, কিংবা খুব ছোট খাট জিনিস যেমন ফ্রিজে বরফ রাখা হয়েছে কিনা কিংবা ডিম আলুর চপ করবেন না শুধু আলুর ।



আম্মা আম্মা করে বিকট স্বরে চিৎকার করে উঠল মেয়ে ঝুনু। নামাজের মধ্যেই সালাম ফিরিয়ে শাহানা ছুটে যান । মনে হচ্ছে এ রোজকার বিচার। ঝুনু দেখবে ঈদ কেনাকাটা নিয়ে অনুষ্ঠান বা লাইফ স্টাইল আর বাবু দেখবে গত রাতের খেলার ফ্ল্যাশ ব্যাক। রিমোটকন্ট্রোল কেড়ে নিয়ে দুজনের গালে দুটো চড় দিয়ে ফের এসে বসেন নামাজে। এর মধ্যে উনার শাশুড়ি ডাক ছাড়ল।

“-শাহানা চুলায় কি যেন লেগে গেল ।”

এমন ধুপধাপ নামাজের তাজিম ,খুশু ও খুজু কিছুই রক্ষা হয় না সে বোঝে নিশ্চয়ই। কিন্তু ইফতার আপ্যায়নে ভুলচুক হলেতো তা এই বেচারি মেয়েছেলের ঘাড়েই পড়বে। যতটা জানি রোজা রেখে চেঁচামেচি করলে রোজা মাকরুহ হয়ে যায় কিন্তু শাহানা কাজের মেয়ের সাথেও মুহুর্মুহু: চিৎকার করে উঠছেন। দেখতে পাচ্ছি তার শশুরপক্ষের রোজদার বেরোজদার দুই ধরণের মেহমান এসেছে। পাঁচবেলা রান্নায় দায়িত্বে থাকতে থাকতে অভুক্ত শরীরে মেজাজ তেতে উঠা স্বাভাবিক বৈকি। আহারের গলাও তো শুকিয়ে আসার কথা। একা মনে বকতে থাকা প্রলাপ শুনে মনে হচ্ছে গফুর সাহেবের খাবার নিয়ে খুঁতখুঁতানি তো আছেই রোজা এলে তা আরো বেড়ে যায়। তার উপর ছেলে মেয়ের খাবারের বেলায় বাড়তি মর্ডানিজম, সেফ স্টাইল পদ চাই , আর শাশুড়ি আম্মার এসব পেটে সয় না। তার জন্য ভাত-তরকারি করতে হয়। সারাক্ষণ এসব ভেবে অস্থির হয়ে থাকেন বলে তার নাকি মনে হচ্ছে এবার কুরআন খতমটাও দেয়া হবে না। কলিংবেলের শব্দে আমি দৌড়ে যাই দরজায়। গফুর সাহেবের মুখে যুদ্ধ জয়ের হাসি।

“ -আজ রেশমি জিলাপি এনেছি ।”

আধ ঘণ্টার মধ্যে যুদ্ধ জয় করলেন শাহানাও। আজান পর্যন্ত চলেছে তার দৌড়ঝাঁপ । মেহমানসহ পুরো পরিবারের লং শটে সবার আকাঙ্ক্ষিত ক্ষণের জন্য অপেক্ষা। সাথে সাথেই ঘন ঘন বেজে উঠল কলিং বেল।

-শালারা এখন নিচ থেকে কলিং বেল দিয়ে ভিক্ষা চায় । ইফতার করার ও জো নেই।

“-কিছু দিয়ে আপদ বিদেয় করি নয়তো বাজাতেই থাকবে। ” শাহানা বলল।

“-বহতো বৌমা। ইফতার শেষ অইলে এত্তা কিছু থাকে। হেইগুলা দিয়ে দিও ।” শাশুড়ির কথায় উঠি উঠি করেও বসে পরে শাহানা।



আম্মা কয়টা ভিক্ষা দেন” লাইনটি এ দেয়াল ও দেয়ালে বাধা পেয়ে জনশূন্য রাস্তাটায় গমগমে প্রতিধ্বনিত হতে থাকে। আমি বারান্দা থেকে নিচে তাদের দিকে লং শট নিলাম। ভিক্ষাও যেন একটা ফুর্তি। পলিথিন করে বিভিন্ন বাড়ির উপর থেকে ইফতার ফেলা হচ্ছে আর ছেলে বুড়ো ভিখিরিরা ক্যাচ ক্যাচ খেলছে। ক্যাচ না করতে পারা প্যাকেটগুলো ছিঁড়ে ছড়িয়ে পড়ছে রাস্তায়। তা কুড়িয়ে নিচ্ছে শিশুগুলো। মনে হচ্ছে ক্ষুধা এখানে বিষয় না মজাটা দখলে। কারো হারে হয়তো কিছুই নেই কারো হাতে দু তিনটা । শূন্য হাতের ভিখিরিগুলো জয়ীদের গালাগাল করছে। জয়ীদের হাসিমুখের টাইট ক্লোজ আপ শটে অনেকেরই দাঁত দেখা যাচ্ছে।



এবার গফুর সাহেবের শোবার রুম। খাওয়া দাওয়া আর মাগরেব নামাজের পর তিনি বিছানায় লম্বা হয়ে গেছেন, ভুঁড়ি ভোজ ও তাৎক্ষণিক উৎপন্ন বায়ুতে তার পেট এখন তিনগুণ। তাকে শুয়ে থাকতে দেখে শাহানা মুখ বাঁকা করেন।“ -অসময়ে শুলে যে;একটু পরইতো তরাবি”।

“-আজ শরীরটা ভারি লাগছে ভাবছি তরাবিটা বাড়িতেই পড়ে নেই আজ ।”

“ -এ... আর নতুন কি ।” স্বামীর আলসেমিতে মনে হচ্ছে শাহানার ধাত আছে। তাই সে আর কথা বাড়ায় না। কখনো ফ্রিজ খুলে কখনো মিরশেলফ খুলে হয়তো খাবারের হিসেব কষতে থাকেন। গফুর সাহেবের লম্ববান শরীরকে আবার একটা একটা ফুল শট দিয়ে আমি বাড়িটা থেকে বেড়িয়ে আসি। কি কি হাইলাইট কি করা যায়, ক্যাপশান কি হতে পারে ভাবতে গিয়ে আফসোস লাগল। আসলে এর জন্য এতদূর গফুর সাহেবের বাড়িতে অদৃশ্যরকম থাকার প্রয়োজন ছিল না। দু বেলা না খেয়ে ভোর রাত পর্যন্ত তার উসুল উঠানো, শুধু ভোগের ব্যস্ততা, এ দৃশ্য আমার আমাদের বেশিরভাগ ঘরেই পাওয়া যাবে। সংযম ,সহমর্মীতার আগে একটা অ উপসর্গ যোগ করে দিলেই পাওয়া যাবে যার উপযুক্ত ক্যাপশন ।

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

সংযম ,সহমর্মীতার আগে একটা অ উপসর্গ যোগ করে দিলেই পাওয়া যাবে যার উপযুক্ত ক্যাপশন ।

+++++++++

আমার একটা ছোট্ট আমন্ত্রন

সিয়াম ব্যাংক! আমার রমজানের উদ্যোগ-তাদের জন্য যারা অসহায়, প্রার্থী, কারো কাছে চাইতে পারেনা!

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪১

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬

কলমের কালি শেষ বলেছেন: কি আর করা যাবে... :( :( ...ভালো লিখেছেন ।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫১

রাবেয়া রব্বানি বলেছেন: কলমের কালি শেষ ! পেন্সিল দিয়ে লেখেন। হাহা।

চাইলে কত কিছুই তো করা যায় ভাই, ধন্যবাদ।

৩| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০০

হাসান মাহবুব বলেছেন: খুব পরিচিত দৃশ্যগুলো আপনার লেখনীর প্রাঞ্জলতায় জীবন্ত হয়ে উঠলো।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৭

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই

৪| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লাগল লেখাটা।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৮

রাবেয়া রব্বানি বলেছেন: পড়ার জন্য ৃতজ্ঞতা জানাই কাল্পনিক

৫| ২৬ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: বইঞ্জান, এইটা পইড়া মনে হইল আপনে নাটকের স্ক্রিপ্ট ভালো লিখতে পারবেন। চেষ্টা করবেন নাকি একবার?

২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৯

রাবেয়া রব্বানি বলেছেন: হা হা। কন কি?
তবে লেইক্ষা লাভ কি ? সব তো লবিং । বলছেন যখন একবার দেখা যেতে পারে।

৬| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

মামুন রশিদ বলেছেন: রিয়েল লাইফের একখন্ড ছবি তুলে নিয়ে এসেছেন, ক্যামেরায় !


ক্যাপশন ছাড়াই ভালো লেগেছে ।

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

রাবেয়া রব্বানি বলেছেন: হা হা।
অনেক ধন্যবাদ মামুন ভাই।

৭| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

বৃশ্চিক রাজ বলেছেন: ব্যকরন ভাল বুঝিনা। /:) /:) /:)

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

রাবেয়া রব্বানি বলেছেন: বেটার লেট দেন নেভার। ট্রাই টু লার্ণ ব্রো. ;) ;)

৮| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭

সাফরিনলিপি বলেছেন: রোজার মাসে আমরা রোযা রাখার মূল অর্থটা কেই পরিবর্তন করে ফেলি। লাইক দিলাম।

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ লিপি।

৯| ২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

ইমতিয়াজ ১৩ বলেছেন:


সাফরিনলিপি বলেছেন: রোজার মাসে আমরা রোযা রাখার মূল অর্থটা কেই পরিবর্তন করে ফেলি। লাইক দিলাম।




সামহোয়্যার ইন ব্লগটাকে যেমন দেখতে চাই... ... ... ... পোষ্টে আপনার মন্তব্য আশা করিছি আর ছদ্ম নামে নয় যারা পোষ্টে আপনার নাম ব্যবহার করা হয়েছে। যদি আপত্তি থাকে তবে নাম সরিয়ে নিবো। জানাবেন প্লিজ।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

রাবেয়া রব্বানি বলেছেন: আপত্তি থাকবে কেন??
ভালো পোষ্ট ওটা।

সাফরিনলিপি বলেছেন: রোজার মাসে আমরা রোযা রাখার মূল অর্থটা কেই পরিবর্তন করে ফেলি। লাইক দিলাম।
এটা কি বুঝলাম না। এটা লিপির মন্তব্য ভাই।

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: এই মন্তব্যটা এভাবে না পড়ে


সাফরিনলিপি বলেছেন: রোজার মাসে আমরা রোযা রাখার মূল অর্থটা কেই পরিবর্তন করে ফেলি। লাইক দিলাম।
এটা কি বুঝলাম না। এটা লিপির মন্তব্য ভাই।



এভাবে পড়ে দেখুন তো।


সাফরিনলিপি বলেছেন: রোজার মাসে আমরা রোযা রাখার মূল অর্থটা কেই পরিবর্তন করে ফেলি।


আপনার পোষ্টে লাইক দিলাম।



তাহলে কি হয়?



আরো সহজ ভাবে


এখানে থুথু ফেলবনা, না ফেললে ৫০টাকা জরিমান
এখানে থুথু ফেলবনা না, ফেললে ৫০টাকা জরিমান





ধন্যবাদ, ভাল থাকবেন।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪২

রাবেয়া রব্বানি বলেছেন: আরো টাশকি খাইলাম। কিছুই বুঝলাম না।

১১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: সাফরিনলিপি আপনার পোষ্টটা পছন্দ করেছেন আর তিনি বলতে চেয়েছেন আমরা রোজার মাসে রোযা রাখার মূল অর্থটা কেই পরিবর্তন করে ফেলি।




এখন কি টাশকি কিছুটা কমেছে।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৩

রাবেয়া রব্বানি বলেছেন: না বর ং বেড়েছে। থাকুক । মাঝে মাঝে আমি কম বুঝি সহজ জিনিসটা বুঝি না। সময় করে বুঝে নিব। আপনি টেনশন নিয়েন না।

১২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৪

আবু শাকিল বলেছেন: আমার পোষ্টের কমেন্টসের সূত্র ধরে আস্লাম।এখন মনে হচ্ছে পোস্ট গুলা মিছ করে গেছি যা ঠিক হয় নি।
দারুন লেখনি।লেখার চিত্র গুলা খুব কাছ থেকে দেখেছি। পরিচিত ।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৯

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ শাকিল। ভালো থাকুন নিরন্তর।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কিছু খাঁটি কথা বলেছেন +

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ তনিমা।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

ইসলামী চিন্তা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.