নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

hh

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

hh

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আঞ্চলিক ভাষায় গল্প ধরে রাখাটাই অসামান্য ব্যাপার। সেখানে আপনার বর্ণণা দূর্দান্ত ।

বইটি কোন প্রকাশণী থেকে ছিলো? এখনো পাওয়া যায়?

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪০

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ আশরাফুল।
বইটি ব্লগারস ফোরা্ম প্রকাশণী থেকে ছিল।
পাওয়া যায় কিনা জানিনা।
রকমারীতে পাওয়া যাওয়ার কথা।
আর না পেলে জানাবেন। পাঠিয়ে দিব।

২| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪০

বিষের বাঁশী বলেছেন: বাহ ! অসাধারণ , অনেকদিন পর পড়ে তৃপ্ত হলাম , আঞ্চলিক ভাষা গল্পকে অন্য মাত্রা দিয়েছে :)

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪১

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৬

সকাল হাসান বলেছেন: গল্পটার প্রশংসা পরে করছি তার আগে একটা অভিযোগ!

ভাইয়া, গল্পের স্পেসিং ঠিক রাখেন নি কেন? এতে কিন্তু গল্পটা পড়তে অনেক অসুবিধা হয়েছে! স্পেস না রাখায় মাঝামাঝি এসে হিবিজিবি লেগে যায় সব!

প্রশংসা, প্রথমেই বলব আঞ্চলিক ভাষাটার কথা! পুরো গল্পটাতেই আঞ্চলিক ভাষাটা চমৎকার লেগেছে!
কাহিনীটা একদম আনকোড়া! নতুনত্ব পাছি! বেশ ভাল লাগছে তাতে!

আর অনেকদিন পর এমন সাধারন মানুষদের জীবন-যাপন নিয়ে লেখা কোন গল্প পড়লাম!
ভাল লাগল!

আরো গল্প আশা করছি! শুভকামনা রইলো! :)

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫

রাবেয়া রব্বানি বলেছেন: পোষ্ট করার সময় অদ্ভুত অস্থিরতা কাজ করে। এইদিকে খেয়াল করিনি। ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য। স্পেস দিচ্ছি।

আশা পূরন করার চেষ্টা করব।

তবে আপনার প্রো পিক দেখে ভয় খাইছি।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: আপনি যে গল্প লিখেছেন তা লিখতে পারে খুব কম লেখক । প্রতিটি অক্ষর
মনযোগ দিয়ে পড়েছি , অনেক উঁচু মানের লেখা ।অনেক ধন্যবাদ আপনাকে। আপনার বই কোথায় পাব জানাবেন । শুভ কামনা রইল ।

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৬

রাবেয়া রব্বানি বলেছেন: বইটি ব্লগারস ফোরা্ম প্রকাশণী থেকে ছিল।
পাওয়া যায় কিনা জানিনা।
রকমারীতে পাওয়া যাওয়ার কথা।
আর না পেলে জানাবেন। পাঠিয়ে দিব।

ধন্যবাদ সীমানা।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার গল্প , , দুর্দান্ত পর্যবেক্ষণ ও বর্ণনা +

শুভেচ্ছা অনেক :)

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৭

রাবেয়া রব্বানি বলেছেন: ৃতজ্ঞতা পড়ার জন্য রায়হান।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

কলমের কালি শেষ বলেছেন: কষ্টের গল্প । অনেক ভাল লাগলো । +++

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৮

রাবেয়া রব্বানি বলেছেন: হুম । চরিত্রের সমান কষ্ট অনুভব করেই এটা লেখা । সবাই পড়ল বলে আমার ও খুব ভালো লাগল

৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০২

মামুন রশিদ বলেছেন: অসাধারন! চমৎকার লেগেছে ।

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৯

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

♥কবি♥ বলেছেন: দারুন লাগল পুরোটা পড়ে শেষ করতে হল। যে কোন লেখায়ই পাঠককে ধরে রাখতে পারা দূর্দান্ত একটা ব্যপার। ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫০

রাবেয়া রব্বানি বলেছেন: পুরোটা পড়েছেন আমার সৌভাগ্য কবি।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: অনেক বড় গল্প। ধৈর্য্য ধরে পড়লাম।

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫০

রাবেয়া রব্বানি বলেছেন: কষ্টের জন্য দুঃখিত হাসান ভাই।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

সপ্নডানা বলেছেন: ধন্যবাদ, ভাল লাগল (Y)



http://tech-tips99.blogspot.com/

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫১

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ স্বপ্নডানা

১১| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: সৌভাগ্য আমার ....ঘুমোতে যাবার আগে অসাধারন একটা লেখা পড়লাম

০৯ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৫২

রাবেয়া রব্বানি বলেছেন: ৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এত বড় গল্পটা পড়লেন। অন্তরের শুভ কামনা গ্রহণ করুন।

১২| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০

জাফরুল মবীন বলেছেন: গল্পের বিষয়বস্তু,গল্পের গাঁথুনি,ঘটনাপ্রবাহ সর্বোপরি আঞ্চলিকতার পরশ সব মিলিয়ে খুবই ভাল লাগল গল্পটি।

অনেক অনেক শুভকামনা জানবেন।

১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০০

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ মবীন ভাই

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

নীল-দর্পণ বলেছেন: এক কথায় চমৎকার !

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ইবার বিশাল কমেন্ট ছাপার অক্ষরে।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

রাবেয়া রব্বানি বলেছেন: রিলি সারপ্রাইজড । সূচিপত্র দেখে অবাক হইছি।

ভয়ে ও আছি । মৌলিক সমালোচনা হবার কথা যেহেতু আপনি করছেন।

বইনের দাবীতে ধন্যবাদ নাই। B-) B-)

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক টুকরো ছেড়ু খুড়া জীবনকে যেন গল্পে...যেন চিত্রকল্পের চে' বেশি ভিজুয়ালাইজড করেছেন দারুন দক্ষতায়!!!!!!!!!


++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

রাবেয়া রব্বানি বলেছেন: প্রচন্ড আনন্দ হয় যখন কেউ ্পুরো গল্প পড়ে। আমি সৌভাগ্যবতী অনুভব করছি

১৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ডিটেলস্ অনেক ভাল ছিল ৷ অনেকটা চিত্রনাট্যের মতন ৷

প্রকাশিত গল্প পাঠ দানে ধন্যবাদ জানবেন ৷
সামনে আরো প্রকাশনী আসুক, সেই প্রত্যাশায় ৷

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ আলম । ভালো থাকুন সব সময় ।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আঞ্চলিক ভাষার ব্যবহারে আমি মুগ্ধ। সুন্দর প্লটবিন্যাস।


সুন্দর লেখাটি কীভাবে দৃষ্টির আড়ালে চলে গেলো :(


শুভেচ্ছা জানবেন......... :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৪

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল। ভালো থাকুন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.