নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার সর্বসত্ত্ব লেখক দ্বারা সংরক্ষিত।

রাবেয়া রব্বানি

মানুষের ভীড়ে মানুষ হয়ে গেছি বারবার।

রাবেয়া রব্বানি › বিস্তারিত পোস্টঃ

ভালো নেই বহুদিন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

অজগরের বিবশ শরীরের মতো
কী একটা রোগ,
এখনো আমাকে ছাড়েনি।
বোবা কোলাহলে ভেঙ্গে যায় স্বপ্ন,
ভেতর বাড়িটা ফোঁপায়
“আমি ভালো নেই”।
“আমি ভালো নেই”!

আমি ভালো নেই।
আমার বরফ-জমাট,
ভীষণ অবশ মন! বহুক্ষণ গুম হয়ে থাকে।
এমন ওমহীন-শীতল অসুখে
আমি তোমাদের ডাকিনি বহুদিন।

দেখে যাই সুখী মুখ,
দু:খগুলো সমবায় করে যাই।
অথচ কী ভীষণ ক্লান্তি মনে!
আমি যেন শ্রান্ত কেমন!
কেন বোঝনি বন্ধুরা?
আমার রোদ হারানোর কষ্ট!!
আর ভীষণ বিবশ মন!
তোমাদের এই উদ্বেগহীনতায়
আমি ভালো নেই বহুদিন।


অভিমানী আমি নিষ্ঠুর হতে থাকি
দিন-দিন আমি পর হতে থাকি
দিন-দিন আমি পর হয়ে যাই।


......
..
.....


একেবারে প্রথম দিকের লেখা একটা কবিতা। ডারউইন বিবর্তনের থিউরী অনুযায়ী অল্প অল্প করে বিবর্তিত হচ্ছে।
আই মিন স্লিম হচ্ছে। একটা বিবর্তিত শেয়ার করে ফেললাম।




মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

নুরএমডিচৌধূরী বলেছেন:
অভিমানী আমি নিষ্ঠুর হতে থাকি
দিন-দিন আমি পর হতে থাকি
দিন-দিন আমি পর হয়ে যাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

যুগল শব্দ বলেছেন:

কেন বোঝনি বন্ধুরা?
আমার রোদ হারানোর কষ্ট!!
আর ভীষণ বিবশ মন!
তোমাদের এই উদ্বেগহীনতায়
আমি ভালো নেই বহুদিন।


অভিমানী আমি নিষ্ঠুর হতে থাকি
দিন-দিন আমি পর হতে থাকি
দিন-দিন আমি পর হয়ে যাই।


দারুণ লাগলো কবিতা ++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ যুগল

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

এম.এ.জি তালুকদার বলেছেন: সুভাশিষ নিবেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

রাবেয়া রব্বানি বলেছেন: অবশ্যই।ভালো থাকুন।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

ভেতর বাড়িটা ফুপায়- ফোঁপায় হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

রাবেয়া রব্বানি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

আহমেদ জী এস বলেছেন: রাবেয়া রব্বানি ,



আমি ভালো নেই বহুদিন .................... কেন বোঝনি বন্ধুরা ?
ব্লগবন্ধু হিসেবে বলি , মনে মনে বলুন -" অল ইজ ওয়েল.."

স্লিম একটি কবিতা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

রাবেয়া রব্বানি বলেছেন: আল ইজ ওয়েল!!!!

;-)

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

ডার্ক ম্যান বলেছেন: ভালো থাকা সহজ না আজকাল। কবিতাটা ভাল লাগল

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:০৩

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ।ডার্ক ম্যান

৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:০০

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে।তবে বন্ধু হয়ে বন্ধুত্বই জীবন।এমন অবশ্য এখন খুবই দুর্লভ।দিনশেষে কেন যে আমরা একা!

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:১১

রাবেয়া রব্বানি বলেছেন: হ্যা। ঠিক বলেছেন।

৮| ২২ শে জুন, ২০১৬ রাত ১২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: "অভিমানী আমি নিষ্ঠুর হতে থাকি
দিন-দিন আমি পর হতে থাকি
দিন-দিন আমি পর হয়ে যাই।"'

কবিতার উপরের লাইন কটি
ছন্দ ও মাত্রার অপুর্ব মিল
পর্ব সাথে পংতি গঠন
কাব্য শৈলীতে নান্দনিক
কারোকার্যময় কবিতাটি
বেশ ভাল লেগেছে পাঠে ।

ধন্যবাদ একটি সুন্দর কবিতা
উপহার দেয়ার জন্য ।

২৫ শে জুন, ২০১৬ রাত ১০:২৪

রাবেয়া রব্বানি বলেছেন: ধন্যবাদ জানবেন এম এ আলী

৯| ২৫ শে জুন, ২০১৬ রাত ১০:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধ্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.