নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় বলার মত কিছু এখনো করতে পারি নি। তাই ঘরটা ফাঁকাই। পরিচয় অর্জন করতে পারলে আমি যোগ করে দিব।

রক্তিম দিগন্ত

Life is all about a thrill.

রক্তিম দিগন্ত › বিস্তারিত পোস্টঃ

একটি গৃহপালিত কুমির (ট্র্যাজেডিক ঘটনা)

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩



মাইকে বাজচ্ছে, 'একটি হারানো সংবাদ! একটি হারানো সংবাদ! আজ দুপুর ১২টার সময় একটি কুমির হারানো গিয়াছে। হারানোর সময় কুমিরটির পরনে ছিল একটি খাঁজকাঁটা লেঙ্গুর ও কাঁটা কাঁটা মোটা চামড়া। যদিও কেউ এই কুমিরের সন্ধ্যান পেয়ে থাকেন - তবে অবশ্যই তাকে আগে খাবার দিবেন। সকালে না খেয়েই হারিয়ে গিয়েছে। তারপর আমাদেরকে জানাবেন।' 'একটি হারানো সং....'

চা খাইতেছিলাম। কুমির হারানোর খবর শুইনা পানের পিচকিড়ির মত মুখের চা ফালায়া দিলাম। কী ধরনের ফাইজলামি এইটা!!! কুমির হারায় ক্যামনে? হারানো তো পরের কথা কুমির পালেই বা ক্যাডা বাসায়?

ঐদিকে মাইকে চলতেই আছে কুমিরের নিখোঁজের কথা। তাড়াতাড়ি কইরা মাইকের দিকে ছুটলাম। আগে এরে দুইটা চটকনা তারপরে জিজ্ঞাস করুম কাহিনী কী আসলে? এই দিন-দুপুরে পাগলামী করার মানেটা কী?

মাইকওয়ালা রিকশার কাছে গিয়ে তো আরেক টাশকী খাইলাম। মাইকে তো কথা কইতেছে আমার ছোট ভাই। আমাদের বাসায় তো কোন কুমির নাই। তাইলে মাইকে কুমির কুমির চিল্লায় ক্যা? পাগল হইয়া গেছে নাকী পুরাপুরিই? নাকি কারো উপকার করতেছে মাইক মাইরা? তাইলে হারাইছেডা কার? এলাকা তো দূরে থাক - পুরা শহরে কারো বাড়িতে কুমির আছে বইলাই আমি জন্মের পরে শুনি নাই।

'অই! তর হইছে কী? কুমির হারাইছে কুমির হারাইছে চিল্লাইতাছস ক্যারে?'
'ভাইয়া! তাড়াতাড়ি বাসায় যাও। অবস্থা সবার খারাপ হয়া গেছেগা।' প্রায় কানতে কানতেই কইলো।
'অবস্থা খারাপ ক্যান?'
'কুমিরটা হারায়া গেছে দেইখা।'
'হায়রে মরার! আবার কুমির! আরে কার কুমির হারাইছে?'
'আমগরটা।'
'আমগর কুমির? আমগর কুমির কবে আছিলো?'
'সকালেও আছিলো, এখন নাই।' আবার কান্দা কান্দা ভাব শুরু। 'তুমিই তো আনছিলা। বাথরুমের সামনে থাকতো।'

মাথার উপরের আকাশটা খান খান বত্রিশ খান হইয়া মাথায় পড়া শুরু করলো। আমি কুমির আনছিলাম? কোন দুঃখে? আমি কি আসলেই চা খাইছিলাম নাকি চায়ের বদলে অন্য কিছু খাওয়ায়া দিছে?
'বাসাত যাও তাড়াতাড়ি। অবস্থা বেশি খারাপ।' বইলা আবার কুমির হারানোর মাইক মারা শুরু করলো।

বাসার দিকে হাঁটা দিলাম। রাস্তায় যার সাথেই দেখা হয় সে ই দেখি কুমির হারানো নিয়া দুঃখ প্রকাশ করতেছে। 'কুমিরটা অনেক ভালা আছিলরে ভাই।' 'ভাই! চিন্তা কইরো না, আমরা কুমিরটারে খুইজ্জা বাইর করমুই। ঠান্ডা থাহো ভাই।'

আর আমার মাথায় এখনো ঢুকতেই আছে না - কুমির বইলা প্রাণীটা আমার বাসায় আসলোই বা কেমন কইরা? ঠান্ডা গরম তো পরে হমু - আগে তো আমার বুঝতে হইবো আসলে কী হইছে।

আরো অনেকের কাছেই কুমিরের দুঃখপ্রকাশ দেখতে দেখতে বাসায় গেলাম।

বাসায় দেখি মরা কান্না চলতেছে। মানুষের ভীড়ে আমি নিজের হাতও দেখতে পারতেছি না। খালি কুমিরের মালিক দেইখা মনে হয় ভীড় আগাইয়া সামনে যাইতে পারছি। নাইলে, আর ঐ ভীড় কাইটা সামনে যাওয়া সম্ভবই আছিলো না।

যাইতেই নানী দেইখা কয়, 'ভাইরে! এইডা কী হইলো রে ভাই!' কানতেছে সমানে।
'কী হইছে?'
'হুনছস না তুই? কুমিরটারে ক্যাডা উঠায়া লইয়া গেছেগা'
'আরে ধুরু! কিয়ের কুমিরটা? কুমির আইলো কইত্তে?'
'তুই আনছিলি মনে নাই তর?'

বুড়ির সাথে কথা কওয়া আরেক সময় নষ্ট। আম্মার সাথে দেখা। দেখি কাঁদতে কাঁদতে চোখ ফুলায়া ঢোল বানায়া ফালছে।
'বাবারে এইডা কী সর্বনাশটা হইলো? ক্যাডা করলো এই কামডা?'
'কুমিররে ক্যাডা উঠায়া লইয়া যাইবো মরার লাইগা? আর কুমির আইলো কইত্তে?'
'তুই ই তো আনছিলিরে বাবা। কত ভালা আছিল কুমিরটা। এই জায়গাডাত থাকতো।' বাথরুমের সামনের দিকটা দেখাইলো। ঐখানেই থাকতো কুমির।

সবচেয়ে আজব কথা হইলো, কুমিরটা নাকি আমি আনছি আর আমারই মনে নাই।

ছোট বোনগুলা অজ্ঞান হওয়ার প্রতিযোগীতায় লাগছে। কে কত বেশিবার অজ্ঞান হইতে পারে - ঐডাই দেখতেছে। কুমির হারানোর পর থেইকা নাকি একটা কইরা চিৎকার দিয়াই পইড়া অজ্ঞান। আবার উইঠা চিক্কুর-অজ্ঞান। কুমিরের দুঃখ সইতেই পারতেছে না তারা।

পাঁচ বছরের ছোট বোনটা আমারে দেইখা দৌড়ায়া আসলো। যাক এতক্ষণে জ্ঞানবুদ্ধিওয়ালা কাউরে পাইছি। আসল ঘটনা কইলে সে ই কইতে পারবো। আমার কাছে আইসাই ফুঁপায়া ফুঁপায়া কান্না শুরু করলো।
'কী হইছে? কাঁদো কেন?'
'কু... কু... কুমির...'
'কুমির কী? কামড় দিছে?'
'না হারায়া গেছে।' বইলা এইবার আর ফুঁপায়া না, হাউমাউ কইরা কান্না শুরু করলো।

কোন রকমে বুকে টাইনা আইনা আদর কইরা ঠান্ডা করছি। কথাও দিছি কুমির আমি খুঁইজ্জা নিয়াই আসমু।

কিন্তু আমি এখনও জানিনা কুমির আসলো কিভাবে আর কবে? আর থাকলে হারাইবৈ বা ক্যামনে?

বাথরুমের সামনে ফ্লোরে নাকি কুমির থাকতো। পানি ছাড়া কুমির। কুমিরের কি সর্দি লাগছিল নাকি?

জায়গাটার সামনে তাকাইলাম। খালি খালি লাগতেছে। কিছু একটা ছিল এখন নাই। হুট কইরা মনে পড়লো। দাঁড়ানো থেইক্কা পইড়া গেলাম। আম্মা আর নানী দৌড়ায়া আইসা ধরলো।
হতিবিহবল ভাবে একবার আম্মা আর নানীর দিকে চাইলাম। কইলাম, 'আ...আম... আমার কুমিরটা কই?'
.
.
.
.
.
.
.
.
.
এরপর। মোবাইলের তীক্ষ্ণ চিৎকারে ঘুম ভাঙলো। কিসের কুমির? কিসের হারানো?
এতক্ষণ স্বপ্ন দেখছি।
.
.
.
.
.

কয়েকদিন আগে ঠিক এই স্বপ্নটাই দেখছি। দুনিয়াতে এত কিছু থাকতে আমি কেন কুমির হারানোর স্বপ্ন দেখছি জানিনা। এরপরে মিনিমাম বিশটা মানুষরে জিজ্ঞাস করছি, 'ভাইরে! আমি তো রাইতে স্বপ্ন দেখছি। আমার গৃহপালিত কুমিরটা হারায়া গেছে। এইডার মানে কী?'
কোন জবাব পাই নাই। সবাইরেই দেখছি হাসতে হাসতে শ্বাসকষ্ট উঠাইতে।

কেউ কি জবাবটা দিতে পারবেন? খুবই টেনশিত আমি। /:) B:-/

মন্তব্য ৮৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: আপনার কুমির হারানোর স্বপ্ন শুইনা আমিও তো টাসকি খাইছি, জবাব দিমু কি খুঁইজাই পাইতেছি না।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

রক্তিম দিগন্ত বলেছেন: ভাই যাই কন না ক্যা - আমার এই স্বপ্নের ব্যাখ্যা লাগবই। এক্কেরে পাগল হইয়া যাইতেছি এইডার যন্ত্রণায়।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

কিরমানী লিটন বলেছেন: এই নেন-পাওয়া গেছে,তবে সে এখন আর কুমির নেই-বানর হইয়া গেছে... এই নেন-পাওয়া গেছে,তবে সে এখন আর কুমির নেই-বানর হইয়া গেছে...

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে লিটনভাই!!!
এইডা কী কুমির খুঁইজ্জা বাইর করলাইন? B:-/

এইডা কুমির হইলে তো আমি আত্নহত্যা করুম। খালি আমি না পুরা কুমির সমাজই করব। এই লোক কুমির হইতেই পারে না। আগে বোয়াল আছিল - এখন হইছে কিছু একটা - কেউ ই জানে না আসলে ঐটা কী!!! =p~

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

***মহারাজ*** বলেছেন: :-/

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

রক্তিম দিগন্ত বলেছেন: :)

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

অভ্রনীল হৃদয় বলেছেন: চিন্তার বিষয়। B:-/ আপনার উপর কুমির বাবার আছড় পড়ছিলো। তাই সে কুমিরের বেশে স্বপ্নে আসছিলো। :P তবে এখন আর কোনো ভয় নেই। কারণ স্বপ্নের সাথে সাথে কুমির বাবা ও ভ্যানিশ হয়ে গেছে। :) সো নো ফুর্তি ডু চিন্তা। থুক্কু! নো চিন্তা ডু ফুর্তি। =p~

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

রক্তিম দিগন্ত বলেছেন: নো ফূর্তি ডূ চিন্তা?

ভালাই কইছেন!

মাগার এই কুমির বাবা নামক পাপী বান্দাটা ক্যাডা? আমার উপ্রে ভর করলো ক্যারে?
আর বাবায় আমার উপ্রে ভর করবো ক্যান, তার তো আমার উপ্রের ভর খেদানোর কথা। B:-/

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫২

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা আমি তো মনে করেছিলাম ঘটনা সত্য।
এখন দেখি স্বপ্ন। স্বপ্ন তো স্বপ্নই এর কোন ব্যাখ্যা নাই।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

রক্তিম দিগন্ত বলেছেন: স্বপ্নের ব্যাখ্যা তো আছেই আপু। সব স্বপ্নেরই ব্যাখ্যা আছে।

কিন্তু এইটার ব্যাখ্যা নাই। কোন ভাবেই কোন কিছু মিলতেছেনা। :(

আপনি এইটাকে সত্যি ভাবছিলেন? খাইছে, আপনি তো দেখি আমারে কুমিড়ের পেটে নেওয়ার ব্যবস্থা কইরা ফেলছিলেন।

৬| ২১ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৪

শাহাদাত হোসেন বলেছেন: কোনো অর্টিকেল পড়ে কুমিরের উপর মায়া জন্মায়ছিলো নাকি ।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: মায়া জন্মা তো পরের কথা, কুমির নিয়ে কোন আর্টিকেল তো দূরের কথা - টিভিতে ডিসকভারিতেও কুমির দেখি নাই। পুরাই আসমানতে আইসা উইড়া বসছে।

৭| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

সুমন কর বলেছেন: ধুর মিয়া, আপনে খুব খারাপ....দিলেন তো স্বপ্নটা ভেঙে.... :P

সকাল সকাল মাইকে এতো চিল্লান লাগে... B-)


বেশ মজা পাইলাম। + লন।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

রক্তিম দিগন্ত বলেছেন: B-)) B-))
বেশি বেশি ঘুমায়া মাইকের চিল্লানি শোনা ভালা না ভাই! কানের ও চোক্ষের ক্ষতি হয় তাইলে।

ধইন্যভাই পিলাসের লাইগা।

৮| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

সাাজ্জাাদ বলেছেন: পরতেছিলাম আর বুঝার চেষ্টা করতেছিলাম ঘটনা কি?
ভাল হইচে।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

রক্তিম দিগন্ত বলেছেন: ধন্যবাদ ভাই!

৯| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

আরজু পনি বলেছেন:
হাহাহাহা

পুরাই সাসপেন্স !

শেষ করার আগে ধরতেই পারিনি কী ঘটতে চলেছে :P

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

রক্তিম দিগন্ত বলেছেন: হেহেহে! রহস্য জনিত স্বপ্নই দেখেছি। আমিও দেখতে দেখতে ভাবছিলাম, এইটা কী ঘটতেছে।

১০| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

আরজু পনি বলেছেন:

আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতে পারি...
আপনার কাছে খুব কঠিন মনে হয় এমন কোন কাজ সম্ভবত বশে আনতে পারবেন শিগগীরই বা এর মধ্যে এনেও ফেলেছেন যেখানে পরিবারের সবার সাপোর্ট পাবেন ।
অবচেতন মন তাই থেকেই হয়তো এই স্বপ্ন দেখিয়েছ ।

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

রক্তিম দিগন্ত বলেছেন: ব্যাখ্যাটা ভালোই দিয়েছেন।

এমন কোন ঘটনা বলতে মাথায় একটা ঘটনার কথাই আসছে। কিন্তু ঐটার আলামত কুমির দিয়ে আসবে? বড়ই চিন্তায় ফালায়া দিলেন আপু।

১১| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

ডার্ক ম্যান বলেছেন: আপনি সম্ভবত ভালো কিছু অর্জন করবেন

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল কিছুর প্রতিরূপ কুমির?

তাহলে তো ভাই সবাই কুমিরের স্বপ্নই দেখার জন্যই পাগল হয়ে থাকবে।

ধন্যবাদ। :)

১২| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

ডার্ক ম্যান বলেছেন: স্বপ্নের ব্যাখ্যা গুলো সাধারণত উল্টো হয়।

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: ব্যাখ্যা যেটাই হোক। অনেক দিন হাসার জন্য কোন টপিক পাওয়া গেছে। এইটাই বেশি।

এছাড়া এটা ঠিক যে, বেশ কিছু কাজে মাঝে গিয়ে আঁটকে আছি। ওগুলো হয়তো শেষ হতে পারে এইবার।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:

হাহা ছোটবেলায় মুরুব্বীদের কাছে "গু" দেখার স্বপ্নের কথা শুনতাম আর সাথে এও শুনতাম টাকা হাতে আসার স্বপ্ন নাকি "গু" :P =p~

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: খাইছে! 'গু'য়ের সাথে টাকার সম্পর্ক কী?

আপনি সব কিছু বাদ দিয়া অই স্বপ্ন দেখতেন ক্যান? :O

১৪| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

আরজু পনি বলেছেন:

আমি ওইসব স্বপ্ন দেখি তাই কি আমি বলছি ? X(
ওতো ছোটবেলায় মুরুব্বীদের মুখে শুনেছি X((

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: মুরুব্বিরা তো কত কিছুই কয়!

আপনি এইদাই মনে রাখলেন ক্যান?
নিশ্চয়ই অভিগ্গতা আছে।

এহন কথা ঘুরান ক্যারে?

:p

১৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

শতদ্রু একটি নদী... বলেছেন: কুমীর একটি সরীসৃপ জাতীয় প্রানী, আর দুইটা হাত, দুইয়া পা, হলুদ দুইখানা চোখ, এত গুলা দাত, লম্বা একটা ল্যাঞ্জা আর সারা শরীর কাটা কাটা কাটা...

কুমীর একটি সরীসৃপ জাতীয় প্রানী, আর দুইটা হাত, দুইয়া পা, হলুদ দুইখানা চোখ, এত গুলা দাত, লম্বা একটা ল্যাঞ্জা আর সারা শরীর কাটা কাটা কাটা...

কুমীর একটি সরীসৃপ জাতীয় প্রানী, আর দুইটা হাত, দুইয়া পা, হলুদ দুইখানা চোখ, এত গুলা দাত, লম্বা একটা ল্যাঞ্জা আর সারা শরীর কাটা কাটা কাটা...

কুমীর একটি সরীসৃপ জাতীয় প্রানী, আর দুইটা হাত, দুইয়া পা, হলুদ দুইখানা চোখ, এত গুলা দাত, লম্বা একটা ল্যাঞ্জা আর সারা শরীর কাটা কাটা কাটা...

কুমীর একটি সরীসৃপ জাতীয় প্রানী, আর দুইটা হাত, দুইয়া পা, হলুদ দুইখানা চোখ, এত গুলা দাত, লম্বা একটা ল্যাঞ্জা আর সারা শরীর কাটা কাটা কাটা...




কুমীর একটি সরীসৃপ জাতীয় প্রানী, আর দুইটা হাত, দুইয়া পা, হলুদ দুইখানা চোখ, এত গুলা দাত, লম্বা একটা ল্যাঞ্জা আর সারা শরীর কাটা কাটা কাটা... ;) ;) ;)

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: নদী ভাই, আপনারও কি হারাইছে নাকি কুমির?

মাইক মারেন ভাই। পাইয়া যাইবেন। :D

১৬| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

হাসান মাহবুব বলেছেন: আমি দেখসি আপনার কুমিরটা। চিড়িয়াখানায় আছে। দেইখা মনে হৈলো খুব আপসেট। আপনি শিঘ্রই যায়া খোঁজ নেন।

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: কোন চিড়িয়াখানাত আছে ভাই? ঠিকানা কন।

নাইলে আরেক কাম করেন, বস্তাত ভইরা নিয়া আইসা পড়েন।

১৭| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: আমি শুনেছি স্বপ্নে কুমীর দেখলে যে দেখে তার সাথে শিয়াল পন্ডিতের দেখা হয়। আর শিয়াল পন্ডিৎ তাকে বলে তার ছানাদেরকে তার পাঠাশালায় দিতে। আর যদি সেই ব্যাক্তির ছানা পোনা না থাকে তো তাকে বলা হয় তাড়াতাড়ি বিয়ে করতে। বিয়ের পরে তার ছানাপোনাদেরকে সেই পাঠশালে ভর্তির প্রতিজ্ঞা করতে হয়।:)

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: এইটা কী শুনাইলেন আপু? B:-/

স্বাধীন অবস্থা থেকে শীঘ্রই পরাধীন হওয়ার স্বপ্ন দেখলাম। এইটা কিছু হইলো?

ভয় লাগায়া দিলেন তো আপু। :(

১৮| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: রক্তিম দিগন্ত ,





কেউ কী জবাবটা দিতে পারবেন?
পোষ্টের শেষে এইরকম একটা প্রশ্ন দেখে আপনার কুমিরের মতো আমার বোধবুদ্ধিও আচানক হারাইয়া গেল ।
আপনার ভাইরে কন , আমার বুদ্ধিটারেও যেন পাবলিকে খুইজ্জা আনতে পরে হেউডা মাইকিং করতে । মাইকিং করতে করতে চিল্লাইয়া হের গলা ব্যথা করলে কোন ঔষধে কাম অইবো হেইডা বুদ্ধি খুইজ্জা পাইলে কমুনে ... :D

বেশ মজার ট্রাজিক গপ্প ফেঁদেছেন । প্লাস ।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: ধন্যবাদ ভাই! আপনি শেষ লাইনটা মন্তব্যে না দিলে বানান ভুলটা টেরই পাইতাম না। বাঁচাইছেন।

বোধবুদ্ধি আচানক হারাইয়া গেলে ভাই, আপনার আবিষ্কৃত শরবতে ছাহী খায়া ফালান দুই গ্যালন। এক্কেরে পাইয়া লাইবাইন। আমার ভাই তো এখনও কুমির লইয়াই আছে। :-B

পিলাসের লাইগা ধইন্যা পাতা ভাই।

অফটপিকঃ শরবতে ধইন্যার রেসিপি কবে পামু ভাই?

১৯| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

আমিই মিসির আলী বলেছেন: +


=p~

২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: :D

২০| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

জুন বলেছেন: দাড়ান আমি খোয়াবনামাটা দেখে বলছি কুমির হারানোর অর্থ।
মজার লেখা রক্তিম দিগন্ত।
+

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: থাংকু আপু!!!! :D

তবে আগে দেখেন, খোয়াবনামায় কুমির হারানোর অর্থ এন্ট্রি করা আছে কিনা। আমার মনে হয়, আমার আগে কেউ ই এই স্বপ্ন দেখে নাই - এমনকী কুমির পালা মালিকেরাও না। :(

২১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

বনমহুয়া বলেছেন: গতরাতে স্বপ্ন দেখেন নাই রক্তিমভাই? কুমির ছুট হয়ে টিকটিকি হয়ে যায় নাই তো?

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: আরে আফা! আপনি বন থেকে কবে দেশে আসলেন?
আমি তো মনে করছিলাম, বনমহুয়া আপু তার আদি নিবাস বনেই ফিরে গেছে। :-B :D B-)

বনে টিকটিকি বেশি ছিল নাকি? সব বাদ রাইখা টিকটিকির কথা জিজ্ঞেস করেন ক্যান?

২২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

বনমহুয়া বলেছেন: বনেই গেছিলাম। মনের দুঃখে। কিসের দুঃখ জিগাইয়েন না।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: কইলেনই তো মনের দূঃখে গেছিলেন। আর কী জিগামু? B:-)

২৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

বনমহুয়া বলেছেন: কিছু জিগাবার নাই।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: দিবস উদযাপন করতে গিয়ে নির্যাতনের প্ল্যান করে নিজেই নির্যাতনে পড়েছেন নাকি?
হেহেহে। /:)

২৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

বনমহুয়া বলেছেন: হে হে পুরুষ নির্যাতন ১৯শে নভেম্বর? কিছুটা তাই। একজন বিনা অপরাধে আমার প্রতি নির্দয় আচরণ করেছেন । তার শাস্তি চাই আমি।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: কুইট্টালাইন, কাইট্যালাইন, মাইরালাইন, ফাঁসি দিয়া লাইন - অনেকগুলা শাস্তি দেওয়া হইছে। B-)

বত্ব, গল্প-কবিতার আকারে এসব ব্যাপারে বিস্তারিত জানা যাবে কি?

২৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

বনমহুয়া বলেছেন: সেই ফালতু বিষয় নিয়ে লিখবো গল্প/কবিতা? খাইয়া কি কাম কম পড়ছে?

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

রক্তিম দিগন্ত বলেছেন: আফা আপ্নে কিন্তু বিশেষণ দিতে দিতে আগ্রহ বাড়াইতেছেন। /:)

খাইয়া আপনের কাম বেশি থাকলেও কিন্তু পরে লেখা লাগব। ক্ষেপা ষাড়রে আর খেপাইয়েন না। :-0 :-B

২৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

প্রণব দেবনাথ বলেছেন: :) :) :)কয় কি!!!!!! =p~

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

রক্তিম দিগন্ত বলেছেন: :) সত্যি কথারে ভাই। একটা ফোঁটাও মিছা কই নাই। এই স্বপ্নই দেখছি।

২৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

আরণ্যক রাখাল বলেছেন: লে হালুয়া! কুমিররে নিয়া কেউ স্বপন দেখে? আমিতো খালি নারীকুলরে দেখি!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন: নারীকুলের খোয়াব দেখা তো ভালা ভাই। আমি যে ক্যান এইরাম স্বপ্ন দেখছি হেইডা নিজেও জানিনা।

বত্ব, আমি ভাবতেছি - কুমির লে হালুয়া বললে ঐটা শুনতে কেমন লাগবে? :-B

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৭

গেম চেঞ্জার বলেছেন: কয়েকগাল হাইসতে হাইসতে ঘুমাইমু আইজকা......। :-P

২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: হেহেহেহে! সাবধানে ঘুমাইয়েন ভাই! নাইলে কুমির-টুমির হাজিরা দিতে আইতে পারে। =p~

২৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
কুমিরের চাম​ড়া দিয়ে স্যুয়েটার বানায়ে প​ড়ে আসি || /:)

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

রক্তিম দিগন্ত বলেছেন: আপনারগর মত কুমির সন্ত্রাসীগর লাইগাই তো আমাগর মত আমজনতাদের স্বপ্নে কুমির আক্রমণ করে। :(

=p~

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২১

গেম চেঞ্জার বলেছেন: আজিব!! রে ভাই। আজিব।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: আপ্নেও কুমিরের খোয়াব দেখছেন নাকি? B:-/

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

গেম চেঞ্জার বলেছেন: না.... আপনার প্রোপিক দেইখ্যা... !!!!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন: B-) B-) জনি ডেপ থাকতে আমার প্রোপিকের কোন অভাব নাই!!!

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২

গেম চেঞ্জার বলেছেন: আসলে এই পিকটা দেখে আমি ভাবছিলাম কোন মুনী ঋষীর ছবি। আপনার কথায় মনে হলো ক্যাপ্টেন জ্যাকের কথা। এই ছবিটা অনেককেই আপনার প্রকৃত ভাবগম্ভীরতা দেবে মনে হয় না। জনি ডেপের আরো ছবি আছে। ইভেন ক্যা. জ্যাকেরও। জাক্কাস একটা ছবি দিয়ালান না।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: আমি কিন্তু মোটেই ভাবগম্ভীর নই।
তবে কেম্নে কেম্নে কম কথা কওয়ার রোগে পাইছে। পুরাও সময়ের অভাবে আছ তো - এইটাও কারণ হইতে পারে।

ফেবুতে অবশ্য আমি আবার পুরাই আলদা। পাগলা টাইটেলই পাইয়া গেছি।

৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

গেম চেঞ্জার বলেছেন: Click This Link

অথবা-

https://s-media-cache-ak0.pinimg.com/236x/0b/f0/ae/0bf0ae5548bc25771a294e359c41ca65.jpg

৩৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

গেম চেঞ্জার বলেছেন: আরে মিয়া এই ছবিটা জোকার জোকার টাইপ লাগে....... :-P

এই কারণে কইছি আপনার ভাবগাম্ভীর্যটা খুন করছে, প্রোপিকে।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: হেহেহে। খাড়ান। জোকারের ছবিই দিমু অহন।

হিথ লেজার থাকতে তো ভাব গাম্ভীর্য পূর্ণ কিছুর কোন সমস্যা নাই। :-B)

তয় আমার আইডি কিন্তু ফাইজলামির লাইগাই খুলছিলাম। এর লিগাই অইডা প্রোপিক মারছি। সিরিয়াসস হমু ঐডা ভাবনার বাইরে ছিলো।

৩৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

গেম চেঞ্জার বলেছেন: ঐটাই দেন। আরো বেটার......

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

গেম চেঞ্জার বলেছেন: আমি অবশ্য জোকার বলতে ঐ জোকার (হিথ) এর কথা বলি নাই। আমি ভাঁড় বোঝাতে বলছি। :-/

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: ঐটা বুঝছি। শুইনা অভ্যস্ত আছি।

আমার প্রোপিক বলতে জোকার, জ্যাক, আন্ডারটেকার - এই তিনটাই।

তয় ভাই সমস্যা হইলো এখন চেঞ্জ হইতাছেনা।
:|

৩৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৬

গেম চেঞ্জার বলেছেন: হাউ পসিবল?? আমি তো ১ তারিখে চেঞ্জ করলাম..... :| :|

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: হইতাছে না। ঝাম্লা মনেহয়। সকালে আরেকটা ট্রাই মারুম।

৩৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

গেম চেঞ্জার বলেছেন: কিরমানী লিটন বলেছেন: এই নেন-পাওয়া গেছে,তবে সে এখন আর কুমির নেই-বানর হইয়া গেছে... এই নেন-পাওয়া গেছে,তবে সে এখন আর কুমির নেই-বানর হইয়া গেছে..

এই কথাডায় হাসতে হাসতে অবস্থা শ্যাষ............ :-P =p~ =p~ :-B

এইতো এখন হইসে.... তয় লাল সবুজের কিছু একটা হইলে আরো বেটার হইতো....... :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

রক্তিম দিগন্ত বলেছেন: লিটন ভাইয়ের মন্তব্যের সাথের ছবিডা দেখেন ভাউ!!!ঐডা আরো অস্থির! কয়েকদিন ঐডারে মোবাইলের ওয়ালপেপার বানায়া থুইছিলাম!!! =p~ =p~

হ - এখন পাল্টাইতে পারছি। লাল সবুজ তো সবাই দিতেছে জোয়ারে পইড়া - এখন ভালভাবে দিলেও সবাই ঐটারে জোয়ারে পড়ার কাতারে ফেলবে। এরচেয়ে লাল-সবুজ তো মস্তিষ্কে আছেই - ঐটা সবাই সরাইলে পরে সামনে আনুম। আপাতত - এইটাই চলুক।!!!
;)

৩৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

গেম চেঞ্জার বলেছেন: ব্লগে ধুঁয়া উডতাসে.... দেখছেন??

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: টের পাইতাছি একখান ধুঁয়া - মাগার এইডা উঠতাছে কই? লিঙ্কু ফিঙ্কু দেইন... আসল কাহিনীডা কী? :||

৪০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

গেম চেঞ্জার বলেছেন: সেকি? :|| কোবতে....... বনমহুয়া আপুনীর ঐ যে... (ডিলিট কইরা দেন কমেন্ট...)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

রক্তিম দিগন্ত বলেছেন: ডিলিট করুম ক্যারে?

আমি অইসব ডরাই না... যা হয় হউকজ্ঞা... হেহেহে... হোয়াই সো সিরিয়াস???
তবে আমার মনে হয় - ঐখানের ঝামেলা আপনি-আমি দুইজনেই বুঝতে পারছি...

যাই হোক - আমি কিন্তু এনজয় করতেছি... শায়মা আপুর মন্তব্য দেখলাম - আশা করি থাইমা যাবে এখন...

৪১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

গেম চেঞ্জার বলেছেন: ক্যাচারে এড়িয়ে চলাই শ্রেয়। সাধারণত অনভিজ্ঞরাই ক্যাচালে নামে। সিরিয়াস হলাম যাতে কাঁদার ছিঁটেফোটাও না লাগে। আমি ক্লিন ইমেজ নিয়েই থাকতে চাই।
জানেন, আমার এখনো কাউকে ব্যান করা হয়নি। আমাকেও কেউ করেনি। আমার কোন কমেন্ট মুছাও হয়নি। ব্যান তো আরো দুরের ব্যাপার। :)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: ক্যাচাল আমি এতটা এড়াই না... সাথেই থাকি - তবে আগ্রহ দেখাই না ততটা... আগে ক্ষেপে যাইতাম এইসবে - এখন এমনিতেই ক্যাচালে মাথা ঠান্ডা থাকার অভ্যাস হয়ে গেছে।

আমাকেও কেউ ব্যান করে নাই - এমন কী আমিও না। কমেন্টের ক্ষেত্রেও সেইম!!! :D

ভাই পুরা বায়োডাটা মিল্লা গেছে এক্কেরে - ভাই ভাই হইয়া গেলাম দেখি আমরা...

৪২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯

শায়মা বলেছেন: ঐ খানের ঝামেলা কি ? আমি কিন্তু সব দেখছি। হুম!!!!!!!!

গেমুভাইয়া ক্যাচার কি? আচার টাইপ কিছু নাকি!!!!!!! B:-) নাকি আছাড়!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: আরে নাহ!!! আপু কিচ্ছু দেখে নাইক্কা!!! আমরা তো এমনেই দেশের রাজনীতি নিয়া দুই-একখান বক্তব্য দিতেছিলাম... অন্য কিছু কিন্তু করি নাই আমরা...

গুজব ছড়ানো সরকারি লোকের কাজ... শায়মা আপু তো সরকারি দলের - ভয়ে ভয়ে আছি কখন না জানি কী ঘইটা যায়!!! :|

৪৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮

শায়মা বলেছেন: গুজব না আমার তো গজব ফেলার ইচ্ছা হচ্ছে! X((


এখানে না অন্য কোথাও!:(

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: ইন্নালিল্লাহ!!! :`>

আপু ক্ষেপলা ক্যান??? গজব ফালানোর প্ল্যান করতাছো হঠাৎ?

৪৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

গেম চেঞ্জার বলেছেন: ক্যাচার = ক্যাচালের ডিম্বরুপ.... B-))

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.