নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় বলার মত কিছু এখনো করতে পারি নি। তাই ঘরটা ফাঁকাই। পরিচয় অর্জন করতে পারলে আমি যোগ করে দিব।

রক্তিম দিগন্ত

Life is all about a thrill.

রক্তিম দিগন্ত › বিস্তারিত পোস্টঃ

আপকামিং কয়েকটা অ্যানিমেশন মুভি (আমি আবার কার্টুন পাগলা =p~ )

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০

অ্যানিমেশন আমার সবসময়ই প্রিয়। বয়স প্রায় ২৪ হতে চলল - তবুও অ্যানিমেশন না দেখলে আমার পেট ভরে না। আইমিন অ্যানিমেশন দেখতে দেখতে না খাইলে তৃপ্তি পাই না। এখনও বাচ্চাই রয়ে গেলাম।

তবে, কয়েকটা অ্যানিমেশন রিলিজের অপেক্ষায় আছি অনেকদিন ধরেই। ভাবলাম একটু শেয়ার করিই।




০১ ==>>
Kung Fu Panda 3



DreamWorks Animation আর 20th Century Fox এর যৌথ প্রযোজনার এই অ্যানিমেশন মুভির আগের দুইটা যারা দেখছেন - তাদেরকে তো আর নতুন করে এইটার কথা বলতে হবে না। পো কে না পছন্দ করে। এত কিউট একটা পান্ডা! আবার ফাইটিংও পারে।
আমি আর পো প্রায় একই রকমের।
পার্থক্য বলতে, আমি কুংফু পারি না - আর শরীর-স্বাস্থ্যের দিক দিয়ে পো-এর তিন ভাগের একভাগ।

ট্রেইলারঃ



রিলিজ ডেটঃ ২৯ জানুয়ারী, ২০১৬।





০২ ==>>
Ice Age: Collision Course



এই সিরিজ নিয়েও নতুন করে কিছু বলার নাই। ICE AGE সিরিজের পাঁচ নং অ্যানিমেটেড মুভি।
এইখানে এক উদ্ভট বান্দা আছে। Scrat. দুনিয়া-গ্রহ-নক্ষত্র-তাবৎ বিশ্বমন্ডল গুড়াইয়া যাক - সে আছে তার ওক ফলটা নিয়াই।

এই ভিডিওটা দেখলেই বুঝবেন।


রিলিজ ডেটঃ ২২ জুলাই, ২০১৬।







০৩ ==>>
The Angry Birds Movie



Angry Bird গেমটা যারা খেলছেন তারা তো জানেনই - Angry Bird দের সাথে শূকরের শত্রুতা বেশ পুরোনো। প্রথম গেমটায় তো এই সাত পাখি দিয়েই শূকর খতম করতে হয়েছিল। মুভিটা ঐটার উপর বেজ করেই। খালি সাথে আলাদা মাপের কমেডি যোগ করছে।

কেমন কমেডি - ট্রেইলার দেখলেই টের পাবেন।

মাইকেল জ্যাকসনের 'BAD' হইলো RED মানে লাল পাখিটার থিম। তাইলে, বুঝেন! আগে মেগামাইন্ডের থিমও BAD ছিলো। মেগামাইন্ড যারা দেখছেন - তারা তো বুঝতেই পারছেন - এইটা কীরকম জোস হইতে পারে!!

রিলিজ ডেটঃ ২০ মে, ২০১৬।








০৪ ==>>
The Secret Life of Pets



নামেই বুঝা যায় যে, এইটা আমাদের শখ করে পোষা প্রাণীদের গোপন জীবন কাহিনী দিয়ে সাজানো।
এইটা আবার তৈরি করেছে - ডেসপিকেবল মি এর নির্মাতারাই। ট্রেইলারটা দেইখা অনেকক্ষণ হাসছি! জিনিস বানাইছে একখান Illumination Entertainment.

ট্রেইলারঃ



রিলিজ ডেটঃ ২৪ জুন, ২০১৬। (UK); ৮ জুলাই, ২০১৬। (US)







০৫ ==>>
Zootopia



এইটার সম্পর্কে আসলে তেমন কোন জানাশোনা নাই আমার। কেমন হইতে পারে কে জানে?
Walt Disney এর যেহেতু তাহলে তো খারাপ হবে না। আর, ডিরেক্টরদ্বয়ের একজন আগে Bolt আর Tangled এর কো-ডিরেক্টর ছিল। আরেকজন Wreck It-Ralph এর। সো, প্রোফাইল তো অস্থির। আল্লাহ জানে কেমন হয়!

তবে ট্রেইলারটা ভাল্লাগছে।



রিলিজ ডেটঃ ৪ মার্চ, ২০১৬।








০৬ ==>>
Finding Dory



Pixar আর Walt Disney এর যৌথ প্রযোজনায় নির্মিত। Finding Nemo এর সিক্যুয়েল।
ফাইন্ডিং নিমো ইতিহাসের সেরা অ্যানিমেশন গুলোর একটা।

এইটা নিয়ে আশাটা আসলেই অনেক বেশি। পানির নিচের ভিন্ন স্বাদের অ্যানিমেশন।










০৭ ==>>

যদিও এইটার রিলিজ পাইতে অনেক দেরী আছে। তবুও এইটার আশায় তো গত ৫ বছর ধরেই আছি। আরো বছর দুইয়েক করলাম না হয়।

Toy Story 4ঃ Last Play



এইটা নিয়ে বর্ণনা দেওয়ার মত কিছুই নাই। মুভি যারা দেখে - তারা অবশ্যই Toy Story সিরিজটা দেখছে। নাইলে, মুভি দেখার ক্যারিয়ারই বৃথা!

ট্রেইলারটায় এইটাকে মনে হইলো অন্যরকম হবে। Tom Hanks এর ভয়েস!!! এইটাই তো অস্থির। সাথে আর কী লাগে!!!
কাহিনীও অন্যরকম। সারভাইভাল। Andy বড় হয়ে গেছে - তাদের নিয়ে খেলার মত মেয়েটাও নাই। ঝামেলাই একটা।



রিলিজ ডেটঃ ২০১৭ বা ২০১৮ এর জুনে।









শেষে একটা ফ্রি!!! ==>>
এইটা অ্যানিমেশন না। অ্যাডভেঞ্চার ফ্যান্টাসী। অনেকটা Wizard Of Oz টাইপের।
Alice Through the Looking Glass



Walt Disney এর। যদিও মুভিটা ফালতু হবে। তবে, আকর্ষণ একটাই। Jhonny Depp.
এই মুভিতে জনিকে যেমন দেখা যাবে -

একমাত্র জনি ডেপই আকর্ষণ করলো।

ট্রেইলারঃ

রিলিজ ডেটঃ ২৭ মে, ২০১৬।


------

পিচ্চি বাচ্চারা ব্লগিং শুরু করলে ভাল হইতো!!! তাদেরকে কার্টুন ধরায়া দিয়া কত কী করতে পারতাম!!! :( দুক্ষ! পিচ্চিরা ব্লগিং করে না!!! :||

মন্তব্য ৭৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

নিমগ্ন বলেছেন: অনেক ভালো রিভিউ। আইস এজ আর অ্যাংরি বার্ডস সো ফেভারিট।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: স্ক্র্যাটের কীর্তকলাপ গুলান খালি দেখেন!!! আমি হাসতে হাসতে শেষ দেইখা!!!! =p~

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

নিমগ্ন বলেছেন: ওও ;)

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

রক্তিম দিগন্ত বলেছেন: হাসি দিলাইন ক্যারে? B:-/

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

প্রবাসী পাঠক বলেছেন: এনিমেশন মুভি দেখি না। আমি অন্য কিছু মুভির অপেক্ষায় আছি

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

রক্তিম দিগন্ত বলেছেন: অ্যানিমেশনের একটা আলাদা সরলতা আছে - যেইটা অন্যান্য মুভিতে থাকে না।

তবে অন্যান্য মুভিও আমি দেখি। আমি ডিসি কমিকসের মুভিগুলোর অপেক্ষায় আছি।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪

পুলহ বলেছেন: হোটেল ট্রান্সিলভানিয়া ২ টা দেখার জন্যেও আমি অপেক্ষা কইরা আছি :) আপনার পোস্ট ভালো লেগেছে। সাধারণত কার্টুন/ এনিম্যাশন যারা পছন্দ করে- তারা ব্যাক্তিগত জীবনেও জটিলতাবিহীন টাইপের হয়; ঠিক কার্টুন জগতের মতই :)
ভালো থাকবেন!
"এইখানে এক উদ্ভট বান্দা আছে। Scrat. দুনিয়া-গ্রহ-নক্ষত্র-তাবৎ বিশ্বমন্ডল গুড়াইয়া যাক - সে আছে তার ওক ফলটা নিয়াই। " - হা হা হা !

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: সাধারণত কার্টুন/ এনিম্যাশন যারা পছন্দ করে- তারা ব্যাক্তিগত জীবনেও জটিলতাবিহীন টাইপের হয়; ঠিক কার্টুন জগতের মতই :)
--- কথাটা কিন্তু একদম উলটা ভাই। ব্যক্তিগত জীবনের জটিলতা থেকে মুক্তির জন্য অ্যানিমেশন দেখা হয়। অনেকটা কার্টুনের মত করে ভেবে হাসিখুশি থাকতে চায়। :(

হোটেল ট্রান্সিলভ্যানিয়া যেইরকম মাপের ছিল, পরেরটা তার চেয়েও ফালতু। দৃশ্যগুলো জোর করে হাসানোর মত ছিল। কাহিনী অত্যন্ত বাজে। হোটেল ট্রান্সিলভ্যানিয়া ২-এর কথা বললে, আমি বলব - না দেখাই উত্তম। শুধু শুধু সময় নষ্ট হবে এতে। তবুও ইচ্ছা থাকলে দেখেন।

স্ক্র্যাট আসলেই একখান উদ্ভট বান্দা। স্ক্র্যাটের ভিডিওটা দেখেন - তাইলেই বুঝবেন। :-B

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

নিমগ্ন বলেছেন: এইডা আবার কইতে অয় মিয়া...........

হাজার বছর পরেও সে বুকে নিয়ে ওক ফলডা নিয়া থাহে। এইডা তো জানাই আছে। আর আইস এজ অন্যতম ফেভারিট মুভি। ইন মাই কার্টুন দেখা লাইফ। ;) ;)

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: আইস এজ আমারও প্রিয় মুভিগুলোর একটা। তিন বন্ধুকে নিয়ে একটা পাশে ঘটনা চলে - আর আরেকদিকে স্ক্র্যাট তার ওক ফল নিয়াই থাকে। এমনকী গার্লফ্রেন্ড পাইয়াও এইডার দিকেই তার মনোযোগ বেশি। :-B

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: ওহ মাঝে মাঝে মন খারাপ থাকলে এগুলো দেখলে মন ভাল করে দেয়, যখন দেখি মনে হয়ে ছোট হয়ে গিয়েছি :P বয়স ভুলে

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

রক্তিম দিগন্ত বলেছেন: আসলেই কিছুটা নেশাদায়ক তো অবশ্যই।

কিছু সময়ের জন্য অ্যানিমেশন দেখলে ভালই লাগে। :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি কিন্তু টম এন্ড জেরীর ভক্ত,এই বয়সেও =p~ ।।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন: টম অ্যান্ড জেরি এখনও দেখি। পুরা সিরিজ দেখা শেষ। ছোট-খাট মাঝে এক্সেপশনাল কিছু কার্টুন বানায় - ঐগুলাও দেখা শেষ! B-)

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

ধমনী বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: আমি কিন্তু টম এন্ড জেরীর ভক্ত,এই বয়সেও =p~ ।।
কুংফু পান্ডা ১মটা দেখেছি।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: কুংফু পান্ডা ২ তো মুভিই আছে।
এছাড়াও সিরিয়াল আছে। তিনটা সিজন বোধহয় শেষ। দেখতে পারেন। :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

জাহিদ হাসান মিঠু বলেছেন: প্রিয়তে রাখলাম।

ধইন্না।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: ;)

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

গেম চেঞ্জার বলেছেন: স্ক্র্যাটের কাজকারবার বড়ই মজার। আর মাস্টার উগুয়ে আমার সিরাম ফেভারিট। রিভু পোস্টে +++++++

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

রক্তিম দিগন্ত বলেছেন: স্ক্র্যাট তো স্ক্র্যাটই। এইটা যার মস্তিষ্ক থেইকা বের হইছে - ঐ লোক নিশ্চিত কোন পাগল। পাগল ছাড়া এমন পাগলা ক্যারেক্টার বানানো অসম্ভব।

ওগওয়ে তো প্রথমটাতেই অল্প সময়ের জন্য ছিল। এরপর তো সে নাই, কিন্তু তার ছায়া ঠিকই রয়ে গেছে। ওগওয়ের বলা, 'Yesterday is a history, Tomorrow is a mystery but today is a gift. ' এইটা সর্বকালের সেরা কুয়োটগুলার একটা।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

গেম চেঞ্জার বলেছেন: হুমম। ভাল বলেছেন। এইটা অণুপ্রেরণার একটি উৎস।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: ওগওয়ের আরো কিছু উক্তি আছে। লিজেন্ড অফ অসামনেসের এপিসোডগুলোর ফাঁকে ফাঁকে দেখানো হইছে।
ঐগ্লা দেখছেন ভাউ?

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

গেম চেঞ্জার বলেছেন: দেখছি মানে। সারটেইনলি। .......।

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: আমার সিজন ৩ দেখা হয় নাই এখনো। :(

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

সাহসী সন্তান বলেছেন: দয়া কইরা মাসের শেষের দিকে মুভি রিভিউ পোস্ট দিবেন না! আমি আবার সেই রকম মুভি খোর......!! মুভি দেখার নেশায় চাকরি হারাইলে আপনি দ্বায়ী.....??


মুভি পোস্টের ব্যাপারে আমি একটু বেশি উদাসীন! মানে হইলো গিয়া, শুধু মুভির নাম গুলা পইড়াই ফুড়ুৎ! আপনার ক্ষেত্রেও যে তার ব্যাতিক্রম হবে এইটা ভাইব্বেন না!


পোস্ট ভাল লাগছে! চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ জানবেন!

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

রক্তিম দিগন্ত বলেছেন: কার্টুন দেখে চাকরী হারালেন সাহসী সন্তান

এই শিরোনামের সংবাদটা কিন্তু কইলাম ভাই খারাপ হইবো না। বেশ উপভোগ্য হবে। :P

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: তবে, ভাউ - এইগুলান রিলিজ পায় নাই। আপ্নের আপাতত চাকরী হারানোর কোন শংকা নাই। :D

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: আমার স্মৃতি শক্তি খারাপ হয়ে গেছে মনে হয়। আমি কিছু এনিমেটেড মুভির কথা মনে করতে চেষ্টা করলাম যেগুলো দেখছি, কিছুই মনে পড়তেছে না :( । মাঝে মাঝে সিনেপ্লেক্সে আমার বাবুইকে নিয়ে যাই দেখতে। খুব ভালো লাগে দেখতে। এখান থেকে নেমোটা দেখছি। অন্যগুলো সিনেপ্লেক্সে না হলেও ছেলের বদৌলতে পান্ডা সিরিজের টুকটাক ঝলক দেখছি টিভিতে।
ওয়াল্ট ডিজনীর কাজ গুলো ভালো লাগে

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: অ্যানিমেশনের রাজা পিক্সার!!! ওয়াল্ট ডিজনীর সাথে পিক্সার মিলে ইদানিং ভালো ভালো অ্যানিমেশন বের করছে। নামে কার্টুন হইলেও কাহিনীগুলো কিন্তু বাচ্চাদের জন্যই না। বড়রাও এইখান থেকে অনেক কিছুর শিক্ষা নিতে পারে।

এইখানের মুভিগুলোর সবগুলোই সিনেপ্লেক্সে দেখানোর কথা। এইগুলা সাথে নিয়ে দেখতে পারেন। :)

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

সাহসী সন্তান বলেছেন: রিলিজ হয় নাই হেইডা তো বুজবার পারছি, তয় মনের মইধ্যে যে খুত খুত করবার লাগে...... কবে হবে, কবে হবে!




আর সেই জন্যই হয়তো মাইরালা চ্যানেল থেকে ঐ রকম কোন শিরোনাম পাইয়াও যাইতারেন!

২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রক্তিম দিগন্ত বলেছেন: হেহেহে!!!

এইরাম মুভি পাগল হইলে তো বিপদ!!!
আমিও এককালে এইরাম আছিলাম। এখন একটু কমছে!!!!

মাইরালা চ্যানেলের ঐ নিউজটার অপেক্ষায় আছি!!!! :-B

১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

বনমহুয়া বলেছেন: কুংফু পান্ডা আমার প্রিয়।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪

রক্তিম দিগন্ত বলেছেন: আপ্নের কার্টুন ক্যারেক্টার প্রিয়? B:-/

১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

সুলতানা রহমান বলেছেন: এনিমেশন মুভি দেখতে ভাল্লাগেনা। গতকাল রাতেই বাচ্চাদের সাথে Home Alone four দেখছি। বাচ্চারা ও মজা পাইছে, আমিও। কিন্তু এনিমেশন মুভি না …

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

রক্তিম দিগন্ত বলেছেন: হোম অ্যালোন সিরিজের বেস্ট মনে হয় ৩ নম্বরটা।

তবে, অ্যানিমেশন বাচ্চাদের মনে হলেও সত্যিকার অর্থে বাচ্চাদের জন্য না। বাচ্চাদের কার্যকলাপের আড়ালে মেসেজ থাকে বড়দের জন্য। আপনি আইস এজ সিরিজটা দেখতে পারেন, ফাইন্ডিং নিমোটাও। এইগুলো বাচ্চাদের জন্য না।

১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪

বনমহুয়া বলেছেন: না কুংফু ক্যারাটে জিনিসটা প্রিয়।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: কুংফু পান্ডায় কিন্তু কুংফুর চেয়ে পাগলামী বেশি অনেক!!!!

কুংফু-কারাতে এত পছন্দের ক্যান? ড্রাগন ওয়ারিয়ার হওয়ার ইচ্ছা আছে নাকি? :P

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

সুমন কর বলেছেন: এদের মধ্যে বেশ কিছুর পূর্বের পর্ব দেখেছি.....সুতরাং পরের পর্বগুলোও দেখবো। ;)

পোস্ট দেয়াতে ভালোই হয়েছে। নামগুলো জেনে গেলাম।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২

রক্তিম দিগন্ত বলেছেন: কুংফু পান্ডা, আইস এজ, টয় স্টোরি - এগুলো তো অনেকেই আগে দেখেছে। তাই, ভাবলাম দেই একটু স্মরণ করিয়ে।

আসলে আমার নিজের জন্যেই পোষ্ট দেওয়া। আমিই ভুলে যাব কয়েকদিন পরে নাহলে।

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: মুভ্যিগুলো দেখার ইচ্ছা আছে। ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: রিলিজের পর দেইখা ফেলাইয়েন ভাউ! :D

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

জুন বলেছেন: কার্টুন ভালোবাসি এখনো রক্তিম দিগন্ত। তবে সেই আগেরগুলো ওই টম এন্ড জেরি, রোড রানার এই ধরনে।। :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: টম অ্যাণ্ড জেরীর প্রতি এখনও আগের মতই আগ্রহ রয়ে গেছে।
তবে, রোড রানারে এখন আর মজা পাই না। বয়স বেড়ে গেছে। :(

এই পোষ্টে পাপাইয়ের কথা লিখতেই মনে নাই। এইটাও কিন্তু আছে আপু। ;)

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: উত্তেজক অপেক্ষা।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন: কঠিন অপেক্ষার মাঝে সময় কাটানো লাগবে ২০১৬ তে।

২০১৫ এর অ্যানিমেশন বেশির ভাগই হতাশ করেছে। আশা করছি ২০১৬ টা ব্যতিক্রম হবে।

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওকে রিলিজ হোক !

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: কুংফু পান্ডা ৩ ছাড়া সবগুলাই ভাল ভাবে। রিলিজের আগেই তো সুপারহিট সব।

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

রিকি বলেছেন: আংরি বার্ড দেখবো মাস্ট---কো কক কক ;) থ্রিলার ছেড়ে অ্যানিমেশনে পদার্পণ-- উল্টো না !!! :P

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন: অ্যানিমেশন দেখলে থ্রিলার সাজাইতে সুবিধা হয়। ঘটনা বেশি প্যাচ খাওয়ানোর জন্য আমার মূল ঔষধ টম অ্যান্ড জেরী। এতে করে সহজ ভাবে যেমনে খুশি সাজানো যায়।

আর, থ্রিলার মুভি দেখলে - কেজিবি, সিজিবি, এম আই ৬,৪,৫,৭ - বন্ড হোমস..... এইসবই মাথায় ঘুরে। :(

উল্টোই ভাল আমার জন্য। :P

অ্যাংরি বার্ডের ট্রেইলারে মজা পাইছি বেশ। এইটা আশা করতেছি - ফাটায়া দিবে সব। ;)

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

অগ্নি সারথি বলেছেন: দেখনের খায়েশটা আরো তীব্র হইল। রিভিউ জানানোর লাইজ্ঞা ধইন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: ধইন্যযোগ ভাউ!!! খায়েশ তীব্র হইলেই তো ভালা - কার্টুনের সমকক্ষে আরো কয়েকজনরে পামু আমি!!! B-)

ব্যস্ততার লাইগা আসা কম হয় - আপনে আছেন কিরাম ভাউ!!!!

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

অগ্নি সারথি বলেছেন: আর বালা থাকন! চইলতাসে আর কি! ফেসবুকে একখান একাউন্ট তো খুইল্লা ফালাইলাম! সাতপঞ্চাশ খানা বান্ধব ও জুইটেছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

রক্তিম দিগন্ত বলেছেন: ফেসবুকে অ্যাকাউন্ট কি ইদানিং খুলিয়াছেন নাকি?

লিঙ্কুটা দিয়া রাখেন - আইডি অ্যাক্টিভ মারলে, বান্ধব আরেকখানা বাড়ামু আপনের।। :D

২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

অগ্নি সারথি বলেছেন: মুরুককু মানুষ এদ্দিন বুজি নাইক্কা ফেসবুক কি বস্তু। অহন বেশ মজা পাইতে আছি। হারাডা দিন চ্যাট করতে আছি।
https://web.facebook.com/sarothiagni

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

রক্তিম দিগন্ত বলেছেন: তাইলে তো ভাইয়ের রমরমা দশা বুগা যাইতাছে!!!

চালাইয়া যাইন!!!! আমিও চ্যাটে নকাইয়া দিয়ামনে!!!! :D

২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার পোস্ট ভাল লাগছে! চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ জানবেন প্রিয় রক্তিম দিগন্ত , অনেক শুভকামনা রইলো ...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

রক্তিম দিগন্ত বলেছেন: থাংকু ভাই আপ্নারেও! :)

২৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪

চৌধুরী ইপ্তি বলেছেন: অ্যাংরি বার্ডস সবচেয়ে ফেভারিট।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: অনেকেরই ফেভারিট ঐটা!!! :)

৩০| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!


লেখালিখি কেমন চলছে???

প্রকাশকের খবর কি???

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন: প্রকাশক ভাব ধরছে! তার সেকেন্ড ইন কমান্ডেও ভাবের চোটে লেখা পড়ে না। তাদের যন্ত্রণায় লেখালেখির মাইন্ডই নষ্ট হয়ে গেছে। :(

তোমার কী অবস্থা?

৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

শায়মা বলেছেন: প্রকাশকের নাম্বারটা দাও তো

দেখি তার সাহসটা
কতখানি বেড়েছে!
কানে তার তালি নাকি
চোখে ছানি পড়েছে!

কত বড় কথা উনি
পড়েনা সে লেখা
হাড্ডি গুড়িয়ে দেবো
পাই যদি দেখা। X((

আমার ভায়ার সাথে
এই তেড়িবেড়ি? X( X((
তারে আমি আনবোই
গলে দিয়ে বেড়ি। X((

চোখে এরে চশমাটা
কানে এনে কুলুপি
ঘাড়ে ধরে বন্দুক
বলবো
এক্ষুনি পড়বি। B-))


হে হে শুধু নহে বাবা
পড়ি আর পড়িমড়ি
এখুনি ছাপায় দে
নইলে গলার পরাবো দড়ি। B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: ছাপানোর আগে তো পড়বে - ঐটুকও সময় নাই নাকি উনার!!!

আরেকজন পড়ছে ঠিকই - পইড়া বলে, অনেক নাকি ভুল। কিন্তু কোথায় ভুল তা বলে না। :(

তোমার কবিতাকে গান হিসেবে গেয়ে তাকে ডেডিকেট করলে... হেহেহে বাকিটা তো বুঝাই যায়!!!! :)

৩২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

শায়মা বলেছেন: যে পড়ছে তাকেই প্রকাশকের ব্যাবসাটা দিয়ে দাও।


তো আমার কবিতাটা গান হিসেবে কাকে দেবে সোনামনি??

প্রকাশককে নাকি তোমার উনিকে??? :) :) :)


যাইহোক গানটা কি গেয়ে দেবো??? :)

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

রক্তিম দিগন্ত বলেছেন: তাহারা যা খুশি করুক!!! আমার কোন সমস্যা নাই! সামনে পরীক্ষা তাই লেখা নিয়ে অতটা ভাবছিও না এখন! ভাবলে লেখা হত টুকটাক।

আমার উনি আসবে কোত্থেকে? থাকলেও সবকিছুর মত এইটাও তো ওয়েটিং-এই। :( আমার কি আর ঠিকঠাক কিছু থাকতে পারে?

তুমি গানটা গেয়ে দিয়ে দাও!!! অন্য কাউকে না, আমাকে দিলেই হবে।

সারাদিনে বিয়ে খেয়ে আসলাম। এখন বাসায় ঢুকতে রীতিমত যুদ্ধই করা লাগলো। তালার চাবি ছিল না কারো কাছেই - কাঁইটা ঢুকা লাগলো। :( সবকিছুতেই ভেজাল!

৩৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

'ফাইন্ডিং নিমো' দেখেছিলেন? 'ফাইন্ডিং ডরি' দেখে মনে পড়লো।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১

রক্তিম দিগন্ত বলেছেন: অবশ্যই! এইটা তো ওয়ান অফ দ্য বেস্ট অফ অল টাইম। না দেখাটা তো অন্যায় হয়ে যায়!

৩৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... তা ঠিক :)

২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: finding nemo এর সিকুয়েলই এইটা।

এইটাও আলাদা মাপের ভাল কিছু হবে মনে হচ্ছে।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৭

রুদ্র জাহেদ বলেছেন:

লিস্টের অনেকগুলোর আগের পর্ব দেখা হইছে।এগুলোও দেখব।পান্ডাতো কয়েকবার দেখা হয়ে গেল কুংফু পান্ডা ১,২. অসাম মুভি।রিভিউ পোস্ট দারুণই বলতে হবে।অদেখাগুলা দেখতে হবে।পোস্টে
++++++

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: কুংফু পান্ডা অনেকবার দেখা।

আমি অ্যানিমেশনের পোকা। মোটামুটি সবই দেখি আমি। এই বছর আরো কিছু অ্যানিমেশন রিলিজ পাবে। আমি শুধু হেভিওয়েটগুলোর কথাই তুলে ধরলাম।

আশা করি, সবগুলোই অস্থির মাপের হবে।

৩৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

আমি যাযাবর বলিছ বলেছেন: মুভি ডাউনলোডের লিংক দেন প্লিজ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১১

রক্তিম দিগন্ত বলেছেন: যেগুলো রিলিজ হয়েছে সেগুলোর টোরেন্ট গুগোলে সার্চ করলেই পাবেন।

৩৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

রানার ব্লগ বলেছেন: এনিমেটেড মুভির বেসম্ভব ফ্যান আমি আর এর জন্য বকা কম খাই নি। :D

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১১

রক্তিম দিগন্ত বলেছেন: আমি বকা খাই না তবে আমার এই অভ্যাসের জন্য প্রচুর হাসাহাসি হয় বাসায়। :-B

৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৯

ভ্রমরের ডানা বলেছেন: মেগামাইন্ড, আনডেস্পিকেবল, আর শ্রেক বাহির হইলে আরো ভাল হইত!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১২

রক্তিম দিগন্ত বলেছেন: শ্রেক, মেগামাইন্ডের সিক্যুয়েল মনে হয় না আর বের হবে। মুভি তো শেষই ওগুলোর।

৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৭

ভ্রমরের ডানা বলেছেন: শেষ বলে কিছু নাইক্কা, পরিচালকের ইচ্ছা আরকি!


যাউক গা, আই কিন্নতু কুলবিল পিউর কার্টুনখোর! সব কাট্টুন খাইফেলবাম!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২১

রক্তিম দিগন্ত বলেছেন: শ্রেক তো লাস্ট যেইটা বের হল - সেইটাও খুব একটা প্রশংসিত হয়নি। অনর্থক লম্বা করা কাহিনী মনে হয়েছে।

মেগামাইন্ড মনে হয় না সিক্যুয়েল করলেও প্রথমটার চেয়ে ভাল হবে। মেগামাইন্ডের কিছু ছোট পর্ব আছে। খুব একটা ভালো লাগেনি সেগুলো।

অ্যানিমেশনখোর দেখি সংখ্যায় এখন বেশ বেড়েছে। এইবছর জুটোপিয়া বেশি ভাল লেগেছে। আইস এজ এখনো দেখা হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.