নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় বলার মত কিছু এখনো করতে পারি নি। তাই ঘরটা ফাঁকাই। পরিচয় অর্জন করতে পারলে আমি যোগ করে দিব।

রক্তিম দিগন্ত

Life is all about a thrill.

রক্তিম দিগন্ত › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউঃ ভাঙা জোছনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩

বইঃ ভাঙা জোছনা
লেখকঃ তানিয়া সুলতানা
প্রকাশণীঃ লেখচিত্র প্রকাশন
পৃষ্ঠা সংখ্যাঃ ১১১
মূল্যঃ ২০০ (গায়ে লেখা)
প্রকাশকালঃ বইমেলা ২০১৬
Genre: সামজিক,গ্রামীণ, আবহমান বাংলা



ভাঙা জোছনা!

পূর্ণতার মাঝে অপূর্ণতাই ভাঙা জোছনা!


বইটা পড়ে তাই মনে হল।

অনূভূতি আর কী প্রকাশ করব! আমি অবাক! হতভম্ব! মুগ্ধ!
এমন লেখা আমি আসলে কয়টা পড়েছি - নিজেও জানিনা।

শুরুর দিকের গ্রামীণ চিত্রটা স্মরণ করিয়ে দিচ্ছিল 'হাজার বছর ধরে' উপন্যাসটাকে।
এরপর ধীরে ধীরে 'ভাঙা জোছনা'র আলো আলোকিত করে গেছে বইটাকে। স্বরূপটা ফুটিয়ে তুলেছে।

শুরুটা যেমন - শেষটা পুরোটাই অন্যরকম। এমনকী শেষ পৃষ্ঠার শেষ দৃশ্যায়ণটার আগের মুহুর্ত পর্যন্ত সেটা আঁচ করা যায়নি। হঠাৎই কেমন করে যেন এসে গেল।

প্রতিটা চরিত্রই স্বরূপে ফুঁটে উঠেছে। প্রতিটা চরিত্রের সাথে ঘটনা তাদের ঘটনাগুলোও।

সত্যি বলতে - বইয়ের প্রতিটা পাতা মন কেড়ে নিয়েছে। প্রতিটা ঘটনাও।

তবে সবচেয়ে বেশি মনটা কেড়েছে 'মনা পাগলা' আর 'রাবেয়া'র আড়ালে থাকা ভালবাসাটা। হয়তো, এটা আশাই করিনি। তাই বেশি ভাল লেগেছে।

গল্পের ফাঁকে ফাঁকে থাকা গীতগুলো উপন্যাসটাকে কাব্যিক মাত্রা দিয়েছে। পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত শান্তিও নেই।

খুবই সরল-সহজ লেখনী! এইটা এখন বলতে গেলে বিরলই। এতটা সহজভাবে কেউই লিখে না। বলা যায়, লিখতে পারে না। লেখিকা এই কাজটা খুব সুনিপুণভাবেই করে দেখিয়েছেন।
প্রতিটা বাক্যেই কাব্যিক ধারাটা ছিল। যেইটা একটা আলাদা অনুভূতি দিয়ে গেছে - শুরু থেকে শেষ পর্যন্ত।

বাক্যগুলো যে খুব ব্যতিক্রম কিছু তা নয়। খুবই সাধারণ বাক্য। কিন্তু এগুলোই অন্যরকম ভাবে ধরা দিয়েছে।

যেমন - 'একসময় দিনকে কথা দেয়া সন্ধ্যা ধীর পায়ে নেমে এল পৃথিবীর গায়ে' (পৃঃ ২২)
খুব সাধারণ বাক্য। কিন্তু কাব্যিক রূপকতার সাথে ভাবলে কিছুটা মুগ্ধতা এসেই যায়!

সুজন মতি চরিত্রটা খুব বেশিই ভাল ছিল। হয়ত উপন্যাসে তার বিস্তৃতি এতটা না। কিন্তু পুরোটাতেই অলক্ষ্যে সে রয়ে গিয়েছিল। বিশেষ করে তার কথাগুলোর আবেশটা।

লিলি - চরিত্রটা নামের মতই পদ্মফুলের সদৃশ! কিন্তু কিছুটা চাপা স্বভাবের। যেন বাঙালী ঐতিহ্যবাহী মেয়েদেরই প্রতীক।

রানু - সাহসী কন্যা। সমাজ মেয়েদেরকে কিছুটা চেপে দূরেই রাখতো আগের সময়ে। কিন্তু এসবের মাঝেও কিছু কিছু মেয়ে সাহস নিয়েই এগুতো। ভাল থাকার জন্য, ভাল রাখার জন্য। রানু চরিত্রটা তাদেরকেই তুলে ধরেছে।

আরো অনেক চরিত্রই আছে। যাদের প্রত্যেককে নিয়েই অনুভূতি প্রকাশ করা যায়। সেইটা করব না। স্পয়লার হয়ে যেতে পারে।

উপন্যাসটায় সবই ছিল। একটা বাচ্চার দুনিয়াতে আসার মুহুর্তে মায়ের কষ্টের বর্ণনাটাও।

কীরে এতটা পরিপূর্ণতা একটা উপন্যাসে থাকতে পারে - তা ভেবেই অবাক। যেইখানে লেখিকার এইটাই প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস!

উপন্যাসের সবচেয়ে সেরা দৃশ্যকল্পটা, আমার মনে হয় এটাকে অনেকেরই সেরা মনে হবে...
রানু তার মাকে উদ্দেশ্য করে বলেছিল, 'এত্ত কষ্ট করছ তুমি, মা। কত্ত কষ্ট দিছি তোমারে, মাফ কইরা দিও...'

লেখিকা যেভাবে ঐতিহ্যের সেই গ্রামীণ বাঙলাকে ফুঁটিয়ে তুলেছেন - সেইটা এখনকার যুগে সম্ভব না। এখন সবই বদলে গেছে বাঙলার। তাই লেখক-লেখিকাদের লেখা থেকেও বাঙলার সেই রূপটা হারিয়ে যাচ্ছে।
এই সময়ে এমন একটা লেখা সত্যিই দরকার ছিল।

লেখিকা দেশে না থাকাতেই হয়ত - কল্পনায় বাঙলাটাকে সেই আগের মত করে ধরে রেখেছেন। ভাগ্যিস! নাহলে এত সুন্দর লেখাটা পেতাম না আমরা।

রেটিং - ১০/১০! (হয়ত কিছু সমস্যা আছে - কিন্তু কোনভাবেই উপন্যাসটার ভাল লাগার রেশটা কোন নম্বর কাঁটতে সাহস করলো না)

প্রাপ্তিস্থলঃ বুকস্ট্রিট (পেজের ইনবক্সে বইয়ের নাম আর লেখকের নাম লিখে মেসেজ দিলেই ওরাই সব কিছু জানিয়ে দিবে)

মন্তব্য ৬৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নামটা সুন্দর।

ভাঙা জোছনা।

একসময় দিনকে কথা দেয়া সন্ধ্যা ধীর পায়ে নেমে এল পৃথিবীর গায়ে
দারুণ লিখেছেন। আর আমি এটাকে সাধারণ বাক্যের গোত্রে ফেলবো না প্রিয় দিগন্ত।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

রক্তিম দিগন্ত বলেছেন: আসলেই - এই বাক্যটা সাধারণের আড়ালে অসাধারণ। :)

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

বিজন রয় বলেছেন: অভিনন্দন তানিয়া সুলতানা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: অভিনন্দনটা সরাসরি লেখককেই জানিয়ে দিয়েন ভাইয়া! :)

অবশ্য আমিও পৌছে দিব। :)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

অগ্নি সারথি বলেছেন: রিভিউ ভাল লেগেছে। আপনাকে ধন্যবাদ। পড়ে দেখার ইচ্ছাটা চাগাড় দিল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: পড়ে ফেলেন ভাই এইটা। আমি থ্রিলার কুপাকুপির লোক হয়েও এইটাতে মুগ্ধ। যে কেউই হবে।

ভাল লেখার রিভিউ ভালই হয় ভাই! অটোমেটিক্যালি! :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: বইটা পড়ার অপেক্ষায় আছি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: পড়বেন এটা আশা করি! :)

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর রিভিউ।

বইমেলার নতুন বই নিয়ে আরো রিভিউ দেয়ার অনুরোধ রইল। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

রক্তিম দিগন্ত বলেছেন: বই ই এখনো হাতে পাইনি। পেলে অবশ্যই দিব - বই পড়া সাপেক্ষে। :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

কল্লোল পথিক বলেছেন: নামটা সুন্দর ভাঙা জোছনা।চমৎকার রিভিউ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন: নামের মত উপাখ্যানটাও। :)

রিভিউটা আসলে চমৎকার ঐ উপাখ্যানটার জন্যই চমৎকার হয়েছে। অন্যথায় হত না। :)

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

রিকি বলেছেন: তানিয়া আপুর শুধুই গল্প ৩ কিনেছি--- গল্প সংকলন। ভ্রাতা, রিভিউ দারুণ লেগেছে---বুক স্ট্রিট থেকে নিয়ে নিবো ভাবছি।

ভাঙা জোছনা!

পূর্ণতার মাঝে অপূর্ণতাই ভাঙা জোছনা!


এই লাইন..... জাস্ট ওয়াও :) :) :) :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: শুধুই গল্প ৩, ভাঙা জোছনা, এই নগরের পথে - তিনটা একসাথে পেলাম। এইটা বেশি জোস। তাড়াতাড়ি পড়ে ফেলুন।
আমার কিছুই করার নেই। আর আপু নিজেই বইয়ে এইটা লিখে দিয়েছে। এতে আমার কৃতিত্বও নাই। কপি মারছি। :-B


শুধুই গল্প ৩ একটা ঘুম দিয়ে উঠে ফ্রেশ মাথায় কুপিয়ে যাব। :-B

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

রিকি বলেছেন: শুধুই গল্প ৩ একটা ঘুম দিয়ে উঠে ফ্রেশ মাথায় কুপিয়ে যাব।

এখানেও ভাইয়ের থ্রিলার ভাব গেলো না রে !!!! :|| :||

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: থ্রিলার ভাবটাই তো সব আমার জন্য!
মাঝখানে তিন-চারদিন এই ভাবটা কই যেন হারায়া গেছিল। পুরা সুইসাইডই করতে চাইছিলাম দুঃখে। :(

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

জেন রসি বলেছেন: রিভিউ পড়ে বই পড়ার আগ্রহ হচ্ছে।

পূর্ণতার মাঝে অপূর্ণতাই ভাঙা জোছনা!

এক লাইনেই অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

রক্তিম দিগন্ত বলেছেন: আগ্রহ জাগলে বইটা পড়ে ফেলুন। এইটা বলতে গেলে বহুদিন পর অন্যরকম স্বাদ আনা এক উপন্যাস!

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

সুমন কর বলেছেন: রিভিউ ভালো হয়েছে। বইটির সফলতার কামনা করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

রক্তিম দিগন্ত বলেছেন: আমিও ভাই। বইটা সফল হউক!

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

আরণ্যক রাখাল বলেছেন: বইপোকাদের আড্ডাখানায় রিভিউটা পড়েছি।
খুব সুন্দর রিভিউ। আগ্রহ জাগাতে পেরেছে, আমার।
সংগ্রহ করার চেষ্টা করব, অবশ্যই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: বুক লাভারস পোলাপাইন আর book lovers polapain গ্রুপ দুইটায় অ্যাড করেই না আমারে ভাই। ছয় সাত মাস ধরে ঝুলায়া রাখছে।

:(

এই বইটা পড়েন ভাই। আপনি অনেক বই পড়েন।। আপন তৃপ্ত হবেন এটা পড়ে।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর রিভিউ । ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: ধন্যবাদ! :)

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: হ্যান্ডস আপ! যা আছে সব দিয়ে দেন। বই কিনুম।

লিস্ট খালি বড় হচ্ছে। পকেট ক্রমশ শূন্য হচ্ছে। কী করি! :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন: ভাই শুধু হাত কেন, সবই উপরে উঠাইলাম।

এমনকী আমারে উলটা কইরা ঝাকিও দেন। তবুও একটা ফুঁটা কড়ি পাইবেন না।

বই কিনতে গিয়ে সব শেষ!

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link
লিংকটা দেখো

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

রক্তিম দিগন্ত বলেছেন: লিঙ্কটিতে কিছু দেখাচ্ছে না। :)

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: Click This Link

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

পুলহ বলেছেন: রিভিউ যে ভালো হয়েছে তার প্রমাণ- বইটা পড়তে ইচ্ছা করতেছে :)
অফ টপিকঃ আপু কি এখানে ব্লগিং করতেন/ করেন?
রিভিউর জন্য ধন্যবাদ রক্তিম দিগন্ত :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

রক্তিম দিগন্ত বলেছেন: রিভিউ ভাল লাগলে আমি ধন্য। পড়তে ইচ্ছে করলে - তাড়াতাড়িই পড়ে ফেলুন।

অঃটঃউঃ আপু এখানে ব্লগিং করে না খুব সম্ভবত। আমি পাইনি। আপনি আপুকে ফেসবুকেই পাবেন। :)

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার রিভিউ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: :)

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার রিভউ। ধন্যবাদ রক্তিম দিগন্ত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৬

রক্তিম দিগন্ত বলেছেন: ধন্যবাদ ভাই! :)

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

পার্থিব লালসা বলেছেন: ভাল
বইটির সফলতার কামনা করছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

রক্তিম দিগন্ত বলেছেন: বইয়ের সফলতা পাঠকের পড়াতেই। পড়ে ফেলুন। তাহলেই বইটি আরো সফল হবে। :)

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

নুরএমডিচৌধূরী বলেছেন: ওভিনন্দন তানিয়া সুলতানা।

ওভিনন্দন আপনাকে
++++++্

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন: :)

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

শায়মা বলেছেন: ভাইয়া তোমার বইটা আমাকে পাঠায় দাও!!!!!!!!!!:)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

রক্তিম দিগন্ত বলেছেন: কই পাঠায়া দিব!!!

ঠিকানা নাই - নাম নাই - কিচ্ছু নাই.। পাঠাব কিভাবে? : B:-/

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

শায়মা বলেছেন: নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
আমার কাছে বইগুলা কেমনে পৌছাইবা!!!!!!:(

:P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

রক্তিম দিগন্ত বলেছেন: টেলিগ্রাম করে বই পাঠাব?!!!
B:-)

আচ্ছা! বই যদি তাতে তোমার কাছে না পৌছে তাহলে কিন্তু আমার দোষ নাই কোন। :P

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

শায়মা বলেছেন: :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: :-B

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সংগ্রহে রাখতে হবে দেখছি।

২৭ শে মে, ২০১৬ রাত ১২:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: রাইখা ফেলেন :)

আছেন কিরাম যদিও?

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন লেখা কই?

২৭ শে মে, ২০১৬ রাত ১২:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: এই তো ভাই আছি - মন্দের ভাল। আপনি কেমন আছেন? :)

লেখা তো ভাই ছাইড়া দিছি। নতুন লেখা পাওয়ার আশা কইরা লাভ নাই ভাই। :(

২৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

বনমহুয়া বলেছেন: রক্তিমভাই আপনি কি হারায় গেছেন?

২৭ শে মে, ২০১৬ রাত ১২:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন: হ গো আফা - হারায়াই গেছি কইতে পারেন। পুরাই হারায়া গেছি। :(

২৭| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:০৪

কালনী নদী বলেছেন: সুন্দর রিভিউ! বইটা সংগ্রহ করে পড়তে হবে।
ধন্যবাদ আপনাকে।

০৯ ই জুন, ২০১৬ সকাল ৮:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: অবশ্যই সংগ্রহে রাখার মত একটা বই!!!

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩

খায়রুল আহসান বলেছেন: ভাঙা জোছনা - নামটা বড্ডো কাব্যিক, বড্ডো ভাল লেগেছে। রিভিউ পড়ে মূল বইটা পড়ার আগ্রহ জন্মেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০

রক্তিম দিগন্ত বলেছেন: বইটা আসলেই ভাল।

২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

আমি মাধবীলতা বলেছেন: চমৎকার রিভিউ...পড়তে ইচ্ছে হচ্ছে খুব...এবং পড়বোই... :)

কেমন আছেন ??

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: বইটা পড়লে একধরণের নির্মল, নিষ্পাপ ভাব পাবেন। মনকে আনন্দ দিতে বাধ্য।

এই তো আছি আল্লাহ্‌র রহমতে ভাল। আপনি কেমন আছেন?

৩০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

আমি মাধবীলতা বলেছেন: আমিও ভালো...অনেকদিন পর আজ লগ ইন করলাম..বলা উচিত লগ ইন করতে পারলাম তাই আজ একটু বেশিই ভালো...

কি মনে হচ্ছে জানেন ?? অনেকদিন পর নিজের ঘরে ফিরে এসেছি !!! :) :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: আমিও লম্বা সময় পরে কয়েকদিন আগে থেকে ভাল ভাবে ফিরে এসেছি। এর মাঝে অল্প অল্প করে ফিরলেও ঠিক স্বস্তি পাইনি।
এখন আবার আগের পুরোনো রূপে। B-)

লগ ইন করতে গিয়ে মনে হয় ধাক্কা খেয়েছেন পাসওয়ার্ড জটিলতায়!!! B-))

ঘরে ফিরে আসায় স্বাগতম আপনাকে। আশা করি - এখন থেকে নিয়মিত থাকবেন আমাদের সাথে। :)

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

আমি মাধবীলতা বলেছেন: না পাসওয়ার্ড জটিলতা না...ব্যক্তিগত কিছু কারনে...কতদিন জানেন ? প্রায় এ-এ-ক বছর !!! ইস !! :(

আপনার একটা থ্রিলারে আমাকে ভিকটিম করার কথা ছিল :``>> কবে আসছে সেটা ?? :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০২

রক্তিম দিগন্ত বলেছেন: আমিও প্রায় একবছর ধরে কোন কিছুই লিখিনা। :(

ভিক্টিম করার কথা মনে আছে - দুইটার মত থ্রিলার শুরুও করেছিলাম। পরে লিখিইনি কিছু। :(

পাবেন ইনশাল্লাহ্‌ আরো কয়েক বছরের মধ্যেই। কথা দিলাম। B-))

৩২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৯

আমি মাধবীলতা বলেছেন: কয়েক বছর !!!!! :|| বুড়ো হয়ে গেলে কি থ্রিলার ভালো লাগবে ?!! টেনশন হচ্ছে /:)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১১

রক্তিম দিগন্ত বলেছেন: আরে কী বলেন! থ্রিলার ভালই লাগবে সব বয়সে।

আসলে ব্যস্ততা আর আলসেমিতে লেখাই হয় না। সময় করে একদিন বসে যাব দেখি। ঐদিনই এসে যাবে গল্পটা। :D

৩৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:২১

ফাহমিদা বারী বলেছেন: রিভিউটা সাধারণ মনে হয়েছে। লেখিকার স্তুতি নাকি বুক রিভিউ সেটি ঠিক পরিষ্কার হয়ে ওঠেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.