নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় বলার মত কিছু এখনো করতে পারি নি। তাই ঘরটা ফাঁকাই। পরিচয় অর্জন করতে পারলে আমি যোগ করে দিব।

রক্তিম দিগন্ত

Life is all about a thrill.

রক্তিম দিগন্ত › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সর্ববৃহৎ ফটোগ্রাফি কন্টেস্ট \'উইকি লাভস মনুমেন্টস\'-এ এবার অংশ নিতে পারছে বাংলাদেশীরাও

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৯



গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তাদের ২০১১ সংস্করণে Wiki Loves Monuments কে বিশ্বের সর্ববৃহৎ ফটোগ্রাফি উৎসব বলে স্বীকৃত দিয়েছে।
প্রথমে একটা দেশ থেকে শুরু হলেও আস্তে আস্তে সেটি ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বেই। তারই ধারাবাহিকতায় এবার সুযোগ পাচ্ছে আমাদের দেশও।

এই প্রতিযোগিতাটা প্রতিবছর সেপ্টেম্বর মাসব্যাপি অনুষ্ঠিত হয়। উইকিমিডিয়ার সদস্য, বিভিন্ন গ্রুপ এবং উইকিপিডিয়ার স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই প্রতিযোগিতাটা চালনা করা হয়। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য পৃথিবীর প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি তুলে সেগুলোকে সবার সামনে তুলে ধরা।

প্রতিযোগিতার ইতিহাস

এই প্রতিযোগিতাটা প্রথমবার আয়োজিত হয় ২০১০ সালে। তবে, সেইবার প্রতিযোগিতাটা শুধু নেদারল্যান্ডেই হয়েছিল। উদ্দেশ্য ছিল ডাচদের জাতীয় প্রত্নতাত্ত্বিক স্থান গুলোর ছবি তোলার দিকে ফটোগ্রাফারদের আগ্রহী করা। নির্দিষ্ট কয়েকটি স্থান ভাগ করা দেয়া হয়েছিল ছবি তোলার জন্য। প্রথমবার প্রায় সাড়ে বারো হাজারের মত ফটোগ্রাফার অংশ নিয়েছিল।

প্রথমবারের সফলতা দেখে ইউরোপের অন্যান্য দেশগুলোও আগ্রহী হয়। ইউরোপের ১৮ টি দেশ অংশ নেয় সেই প্রতিযোগিতায়। ১৮টি দেশ থেকে প্রায় ১,৭১,০০০ এর মত ফটোগ্রাফার শরীক হয়েছিল ঐ আসরের। সেইবার প্রায় ১,৭০,০০০ এর মত ছবি জমা পড়েছিল। ২০১১ এর প্রতিযোগিতাই বিশ্বের সবচেয়ে বড় ফটোগ্রাফি প্রতিযোগিতা হিসেবে স্থান পায় গিনেসবুকে।

২০১২ তে প্রতিযোগিতার পরিসর আরো বড় হয়। ইউরোপের গন্ডি থেকে বেরিয়ে আসে। প্রায় ৩৫ টার মত দেশ অংশ নিয়েছিল সেই আসরে। ছবি জমা পড়েছিল ৩,৭০,০০০ এর মত।

এরপর থেকে আরো বাড়তে থেকে প্রতিযোগিতার পরিসর।

প্রতিযোগিতার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন - এই লিঙ্কে

এবার পরিধি বেড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।

প্রতিযোগিতায় যে সব প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি দেওয়া যাবে তার একটা তালিকা দিয়ে দিয়েছে উইকি কমনস কর্তৃপক্ষ। এই তালিকার বাইরের কোন স্থানের ছবি গ্রহণ যোগ্য হবে না।

তাদের নির্দিষ্ট করে দেওয়া স্থানগুলোর তালিকা -

ঢাকা বিভাগ - view this link
চট্টগ্রাম বিভাগ - view this link
রাজশাহী বিভাগ - view this link
খুলনা বিভাগ - view this link
বরিশাল বিভাগ - view this link
সিলেট বিভাগ - view this link
রংপুর বিভাগ - view this link
ময়মনসিংহ বিভাগ - view this link

লিঙ্কগুলোতে স্থানগুলোর অবস্থান সহ দেওয়া রয়েছে।

প্রতিযোগিতা শেষ হবে - ৩০ সেপ্টেম্বর।

অংশগ্রহণের নিয়মাবলীঃ (সংক্ষেপে বলছি শুধু)
১। তাদের নির্দিষ্ট করে দেওয়া স্থান সমূহের ছবিই তুলতে হবে।
২। উইকি কমনসে আইডি থাকা লাগবে। (অ্যাকাউন্ট তৈরির ঠিকানা)
৩। বিভাগের লিংকে ঢুকে নির্ধারিত স্থানে ছবি আপলোড করতে হবে।
৪। আপলোড করার পর সেটাকে সোশ্যাল মিডিয়ায়(ফেসবুক, টূইটার ইত্যাদি ইত্যাদি) #WLMBangladesh লিখে শেয়ার করতে হবে।
৫। অন্যের ছবি বা নেট থেকে ডাউনলোড করা ছবি গ্রহনযোগ্য না।
৬। অংশগ্রহণকারীর একটি সচল ইমেইল আইডি থাকা লাগবে।

বিস্তারিত পাবেন - view this link

আরো বিস্তারিত জানার জন্যঃ
Wiki Loves Monuments এর অফিসিয়াল সাইট
প্রতিযোগিতার পূর্ণাঙ্গ নিয়মাবলী


ফটোগ্রাফার তো আমাদের দেশে কম নাই। তারা চাইলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল প্রত্নতাত্ত্বিক স্থান সমূহকে আরো পরিচিত করে তোলা। সেই সাথে ফটোগ্রাফাদেরও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর ছবি তোলার দিকে আগ্রহী করে তোলা। প্রতিযোগিতার সময় আর বেশি বাকি নেই। আমি ভেবেছিলাম অন্য কেউ হয়তো পোস্ট করবে এই নিয়ে। কেউ না করলে পরে আমি করে দিব। পরে নিজেও ভুলে গিয়েছিলাম। :(
যাই হোক - যত দিন সময়ই আছে সেটাকে কাজে লাগান। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে বিশ্বের মানুষদের কাছে আরো পরিচিত করে তুলুন।
আর সাথে প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের পুরস্কার এবং আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার তো আছেই।

মন্তব্য ৫১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

হাসান মাহবুব বলেছেন: কিছুদিন আগে শামীম শরীফ সুষম বিমান থেকে ছবি তুলে আন্তর্জাতিক পরিচয় অর্জন করেছেন। আশা করি এখানেও তেমন কিছু হবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

রক্তিম দিগন্ত বলেছেন: আশা করি ফটোগ্রাফাররা ভাল ভাল কিছু ছবি পিক করে জায়গাগুলোর দৃশ্যায়ন তুলে ধরবে।
সমস্যা হল জানেই না অনেকে। অল্প কয়েকজনই শুনেছে।

আমি শিউর খবরটা ছড়ালে ফটোগ্রাফাররা ভাল ভাল ছবি তোলার দিকে মন দিতে পারবে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মিডিয়ায় বিষয়টা নিয়ে তেমন আলোচনা হচ্ছেনা কেন? দেশকে রিপ্রেজেন্ট করার ভালো সুযোগ...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন: মিডিয়া বলতে শুধু অনলাইন মিডিয়াতে প্রচার হলেই হত। আসলেই প্রচারটা অনেক কম।

মিডিয়ায় হয়তো কন্টেস্ট শেষ হওয়ার মাসখানেক পর ফলাফল দিলে বাংলাদেশ থেকে কতগুলো ছবি জমা হল তা নিয়ে প্রতিবেদন করবে। পারলে ফটোগ্রাফারদের আলস্যতা নিয়ে সমালোচনাও করবে। কিন্তু কাজের সময় ছড়াবে না।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

অগ্নি সারথি বলেছেন: ভাল খবর। ধন্যবাদ শেয়ার করবার জন্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন: আমি তো ভাবছিলাম অন্য কেউ শেয়ার করবে। আর কয়েকদিন আগে শেয়ার করলে হয়তো আরো বেশি সংখ্যক মানুষ অংশ নিতে পারতো।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: এটা বাংলাদেশের জন্য সুখবর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন: সাথে সাথে ফটোগ্রাফারদের জন্যও সুখবর।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

অপ্‌সরা বলেছেন: বাহ খুবই ভালো খবর ভাইয়া!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন: ছবি তোলা শুরু করে দাও আপু।
প্রথম পুরষ্কার ২০০০০ টাকা মনে হয়। তুমি জিতলে ব্লগের সবাই মিলে ভরপেট খাওয়া যাবে। :P :D

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

অপ্‌সরা বলেছেন: আরে তোমাকেই দিয়ে দেবো
তুমিই সবাইকে খাওয়াই দিও।

তবে রান্না বান্না বা গলাকাটা ছবি হলে আমি ফার্স্ট হতাম!:)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

রক্তিম দিগন্ত বলেছেন: আমার তো ক্যামেরাই নাই। :(

তোমার কল্লাকাটা ক্যামেরাটা দিয়ো তাইলে!!!

অবশ্য ঐটায় কি কল্লাকাটা ছাড়া আর কোন ছবি উঠবে??? :P

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

চন্দ্রনিবাস বলেছেন: আসলেই খুব কম সংখ্যক মানুষ জানে, উইকিপিডিয়ার সাথে জড়িতরাই জানে বিশেষ করে। আমি এবার ঈদের ছুটিতে কিছু ছবি তুলেছি এই কন্টেস্টের জন্য। যদিও আমি সম্প্রতি ফটোগ্রাফির কাজ শুরু করেছি। সবার সোয়া প্রার্থী।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

রক্তিম দিগন্ত বলেছেন: কন্টেস্টের জন্য শুভ কামনা রইলো।

তবে আগে থেকে জানার পরও অন্যদেরকে না জানায়া তো অপরাধ কইরা ফেলছেন।


অপরাধের শাস্তি পাবেন আপনি। দোয়া করি কন্টেস্টের পুরষ্কার বগলদাবা করবেন। তারপর আপনার পুরষ্কার ছিনতাই করা হবে। :D

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

অপ্‌সরা বলেছেন: না ঐটায় সবার মাথা কাটে যেমন ধরো বাড়ির ছবি তুললে বাড়ির মাথা নাই। গাছের ছবি তুললে গাছের পাতা নাই!!!!!!!!!!! :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭

রক্তিম দিগন্ত বলেছেন: তোমার এই বিখ্যাত ক্যামেরা দিয়ে ডিস্কোভারির ডকুমেন্ট করা দরকার। মাথা ছাড়া প্রাণীর বিরাট সমাহার!!!! হাহাহহা। :D

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

অপ্‌সরা বলেছেন: :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

রক্তিম দিগন্ত বলেছেন: :D

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

চন্দ্রনিবাস বলেছেন: বিষয়গুলো সাম্প্রতিক সময়ে আমার দৃষ্টিগোচর করেছে আমার জনৈক ছোটভাই। আমি বিষয়গুলো কম বুঝলেও ওর প্ররোচনায় কাজ করছি। @রক্তিম দিগন্ত

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

রক্তিম দিগন্ত বলেছেন: আরে ব্যাপার নাহ!! ভাল ভাল ছবি উঠায়া যান। শুভকামনা। :)

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

অপ্‌সরা বলেছেন:

এই নাও এত্তা ফটোগ্রাফি!

আফরোজা আপুকে অনেক জ্বালাইসি! এখন তোমাকে জ্বালালাম!!!!! :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

রক্তিম দিগন্ত বলেছেন: ফটো দেইখা তো পুরান কথা মনে পইড়া গেল।


আমারে না একটা দিবা বলছিলা???? সেই কবে বলছিলা।।।।

কই আমার টেরারিয়াম????
X((

সরকারি দলের মানুষ!! কথা দিয়া কথা রাখেনা। X((

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ।
আশাকরি যারা ফটোগ্রাফার আছেন তারা যথার্থতার সাথেই দেশটাকে রিপ্রেজেন্ট করবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

রক্তিম দিগন্ত বলেছেন: ফটোগ্রাফাররাই কেন শুধু??? আপনিও ফটোগ্রাফার হইয়া যান।

আমি তো ভাবতেছি আমার ভাঙ্গাচোরা মোবাইল ক্যামেরা নিয়া নাইমা পড়ুম। :D

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

অপ্‌সরা বলেছেন: কই আবার!!!!

সবই রেডি আছে!!!!!!!!!!!!!!
নিয়ে যাও নিয়ে যাও!!!!!!!!!!!!!!!!:)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: নিয়ে গেলে তো সরকারী দলের বিখ্যাত ডায়লগটা আর দিতে পারব না। :(

আমার পছন্দের ডায়লগটা এইভাবে কেড়ে নিবা তুমি???? X((

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৭

জেন রসি বলেছেন: এ দেশে অনেক সখের ফটোগ্রাফার আছে। তাদের জন্য এমন প্রতিযোগিতা বেশ ভালো একটা আয়োজন।







২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২২

রক্তিম দিগন্ত বলেছেন: হ্যাঁ, অবশ্যই। সাথে তারা ফটোগ্রাফির জন্য আলাদা দৃষ্টিভঙ্গিও খুঁজে পাবে। দেশের স্থানগুলোর ছবিও বিশ্বব্যাপি ছড়াতে পারবে। সব দিক দিয়েই উপকার।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
এতবার প্রতিযোগিতা বানানটি লিখলেন অথচ একটিবারও সঠিক করে লেখলেন না। পোষ্টের ডেকোরেশনের থেকে এই ভুল বানানটি চোখে বেশি বেজেছে! দুঃখিত!

প্রতিযোগীতার < প্রতিযোগিতার

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৯

রক্তিম দিগন্ত বলেছেন: প্রতিযোগী ও প্রতিযোগিতা!!

না ঠিকই আছে, ভুল হয়ে গেছে এটা। আমি আগেরটা ধরে লিখেছি। ই-কার, ঈ-কার কিছু কমন ভুল হয়ে থাকে।

বানান নিয়ে খুব একটা খুঁতখুঁতে না ঠিকই, তবে সতর্ক। যেগুলো শুদ্ধ বানান জানি - সেগুলো ঠিকই রাখি। যেগুলো জানি না - সেগুলোর যেটা জানি সেটাই লিখি। ভুল কেউ ধরে দিলে শুধরে নিই।

তবে, ইদানীং জানা বানানও ভুল হচ্ছে। আঙুল থেকে লেখা সরে যাচ্ছে দেখি।

যাই হোক, বানানটা আমি খেয়ালই করিনি। পরে একবার পড়লেও ধরা পড়তো।

ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ। :)

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৮

আমি মাধবীলতা বলেছেন: দারুণ উদ্যোগ !!! সত্যিই আমাদের আশেপাশে এখন ফটোগ্রাফার কম নেই...আর সামুর কেউ পুরষ্কারটা পেলে তো সবচেয়ে বেশি ভালো হতো !!! !:#P :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:১১

রক্তিম দিগন্ত বলেছেন: সামুর কেউ জিতুক, এটাই তো চাই। :)

আপনিও ছবি তুলে অংশ নিয়ে জিতে ফেলুন। সামুরই তো আপনি। B-))

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন:

পুরষ্কার < পুরস্কার

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৮

রক্তিম দিগন্ত বলেছেন:
ঠিক করে দেওয়া হবে।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: এটা ভাল খবর বাংলাদেশিদের জন্য । ধন্যবাদ আমাদেরকে অবহিত করার জন্য ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৭

রক্তিম দিগন্ত বলেছেন:
সময়টা বেশি বাকি নেই। যারা অংশ নিতে চাচ্ছে - তাদেরকে একটু দ্রুততার মাঝেই কাজ সারতে হবে।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:০৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
:)

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

হাসান মাহবুব বলেছেন: বর্ষপূর্তি উপলক্ষ্যে একটা ফাটাফাটি পোস্ট দেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

রক্তিম দিগন্ত বলেছেন:
ফাটাফাটি পোস্টের চিন্তা করতে গিয়ে নিজেরই ফাইটা যাইতেছে পারলে। :(

ভাই আইডিয়া দেন - গল্প লেইখা বর্ষপূর্তিতে দিমু নাকি অভিজ্ঞতা শেয়ার দিমু? একবছরের অর্ধেকটাই তো ফাঁকিবাজি কইরা কাটাইছি। কী অভিজ্ঞতাই আর হইছে!!! :(

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

জুন বলেছেন: ফটোগ্রাফারদের জন্য একটি সুসংবাদ রক্তিম দিগন্ত।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০২

রক্তিম দিগন্ত বলেছেন:
হ্যাঁ আপু। তারা এতে আরো ভাল ভাল ছবি তোলায় উৎসাহী হবে আশা করছি।

তবে এইবার যেহেতু অনেকেই জানেনাই - তাই অতটা আশা করতে পারছি না। ইনশাল্লাহ্‌ - পরের বার থেকে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট ধন্যবাদ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৫

রক্তিম দিগন্ত বলেছেন:
:)

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

নেক্সাস বলেছেন: এই বিষয় টি ব্যাপক প্রচার হোয়া দরকার ছিল.

পোষ্টের জন্য ধন্যবাদ রক্তিম

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৭

রক্তিম দিগন্ত বলেছেন:
এইবার তো প্রথমবার - তাই প্রচারটা অনেক কম। খুব বেশি সংখ্যক মানুষ জানেও নাই। অল্প কয়জন জেনে যে কয়জনকে জানিয়েছে - তাতেই প্রচার হয়েছে।

পরের বার থেকে প্রচারণাটা একদম শুরু থেকেই করা হবে, যেন - প্রফেশনাল, নন-প্রফেশনাল-ভ্রমণপিয়াসু - সবাই ই এতে অংশ নিতে পারে।

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার চমৎকার সুযোগ ।
ইনফরমেটিভ পোস্টের জন্য শুভ কামনা ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২০

রক্তিম দিগন্ত বলেছেন:
হ্যাঁ। এতে বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোকে বিশ্বের কাছে আরো পরিচিত করে তোলা যাবে।
আপনি এই প্রতিযোগিতার তালিকায় থাকা স্থান গুলোর উইকি পেজে ঢুকে দেখেন - একে তো ইনফরমেশন নাই, সেই সাথে ভিজুলাইজ করার মত ছবিও নাই।

এই ধরণের উদ্যোগে অপূর্ণতা গুলো পূরণ করা যাবে।

২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

যুদ্ধমন্ত্রী বলেছেন: ধন্যবাদ খবরটি শেয়ার করার জন্য। আমাদের সমস্যা হলো:
ফটোগ্রাফারগণ ছবি তোলেন ঠিকই কিন্তু সেগুলো বছরের পর বছর কম্পিউটারে পরে থাকে এবং এক সময় ফটোগ্রাফারের সাথে সাথে সেই ছবিরও মৃত্যু ঘটে। এরপূর্বে এরকম অনেক প্রচারণা হয়েছে যে, উইকিতে ছবি ও লেখা দিলে সেটা বাংলাদেশের জন্যই লাভ কারণ ভালোভাবে উইকিতে রিপ্রেজেন্ট করলে ইন্টারনেটে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। তারপরও জাতি জাস্ট ইগনোর করে যায় :( আরে ভাই, একটা স্থানের দশটা ছবি তুললে একটা ছবি উইকিপিডিয়াতে দিলে যদি বাংলাদেশের একটু ভাবমূর্তি ভালো হয় তাতে কি এমন সমস্যা :/
যাইহোক, এই প্রতিযোগিতার পুরস্কারগুলোও কিন্তু লোভনীয়। যারা আন্তর্জাতিক পুরস্কার পাবে তারা স্থানীয় পুরস্কারও পাবে। অন্য বিষয় হল, এখানে ছবি যদি কোনভাবে আন্তর্জাতি দশটা বিজয়ী ছবির মধ্যে বাংলাদেশের কোনটা থাকে তাহলে ফটোগ্রাফারের পাশাপাশি বাংলাদেশও বৈশ্বীয় কাভারেজ পাবে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়। এবার বাংলাদেশ প্রথম অংশ নিছে, স্থাপনা কম। আগামী বছর স্থাপনা আরও বাড়বে তখন দেখা যাক লোকজন কেমন ছবি দেয়। পুরস্কার সম্পর্কে বিস্তারিত: Click This Link

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৯

রক্তিম দিগন্ত বলেছেন:
ফেসবুকে না থাকায় ইভেন্ট সম্পর্কে জানতামই না। পুরস্কার গুলো সম্পর্কে নেটে দেখেছিলাম। বেশ লোভনীয় পুরস্কার গুলো।

আর, এই প্রতিযোগিতায় যে শুধু ফটোগ্রাফাররাই অংশ নিচ্ছে তা না - ছবি তোলার মত ডিভাইস থাকলেই অংশগ্রহণ করা যাবে। না থাকলে কারো থেকে ধার করেও করা যাবে। তবুও ইগনোর করে যাওয়ার মূল কারণ এটা নিয়ে প্রচারণা খুবই স্বল্প।

ফেসবুকে এটা নিয়ে প্রচার করছে মাত্র কয়েকজন। ব্লগে এই প্রসঙ্গে পোস্ট মাত্র চারটা। চারটার দুইটাই আবার শেষ দিনে। প্রচারের অভাবটাই অনেকটা পিছিয়ে রেখেছে। তবে, এইবার যেহেতু প্রথমবার - তাই আশা করছি পরেরবার থেকে এটার প্রতি মানুষের আগ্রহও বাড়বে। আসলে এই প্রসঙ্গে উচিৎ ছিল মানুষের চোখের সামনে প্রতিযোগিতার ব্যাপারটা ঝুলিয়ে রাখা - যাতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত সর্বসময়ই এটা চোখে পড়ে।
অতিরিক্ত চোখে পড়লে হুটহাট ঘুরতে গেলেও এই প্রতিযোগিতার জন্য কিছু না কিছু ছবি তুলে ফেলবে।

২৬| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ সুন্দর খবর শেয়ার করার জন্য, তবে মিডিয়ার উচিত ছিলো এই খবর টাকে আলোড়ন করা,অবশ্য মিডিয়ার কথা বলে কি লাভ!!!

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন:
নোটিফিকেশন না আসায় আগে দেখিনি কমেন্টটা। তাই জবাব দিতে দেরী হল। :(

মিডিয়া বলতে শুধু অনলাইন মিডিয়া সোচ্চা থাকলেই হত। এবার তো শেষই। পরের বার থেকে এটার প্রচারণা বাড়বে আশা করছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.