নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদিন লেখার ক্ষমতা থাকবে ততদিনই লিখব, একটুও বেশি না

বঙ্গতনয়

ভালবাসি ভালবাসি ভালবাসি।

বঙ্গতনয় › বিস্তারিত পোস্টঃ

মা! তোমার বুকেই পরম নির্ভরতা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

ভেবে অবাক হই,

কিভাবে একজন জীবন্ত মানুষের মধ্যে আরেকটি আলাদা জীবন তিলে তিলে তারই রক্ত পান করে বড় হচ্ছে,

কি সুক্ষ্ণ সৃষ্টি! কি অসাধারণ !

আমাদের পকেটের ১০০ গ্রাম ওজনের মোবাইল দু’টিকেও খুব বড় বোঝা মনে হয়।

আর তিনি ৩/৪ কেজি ওজনের ওই আলাদা সত্তাটি/দুটি কে বয়ে বেড়ান মাসের পর মাস

তার যে কি বেদনা সে কি তুলনা করে বোঝানো যাবে?

প্রতিটি নতুন অতিথিকে পৃথিবীতে আসার পথ করে দিতে গিয়ে প্রতিবারই তিনিন মৃত্যুর দার থেকে ঘুরে আসেন

কখনো আর ফেরা হয়না।

এর পরে নিজের শরীরের রক্ত পানি করে তোমাকে বড় করেছেন,

ওই রক্তই তোমার জন্য শ্রেষ্ঠ খাবার যা না পেলে তুমি হয়তো শারীরিক বিকলাঙ্গ হয়ে যেতে

তোমাকে বাচিয়ে রাখার জন্য তার কত চেষ্টা, ইচ্ছেমত যা-তা খেতে পারেন না,

পাছে তোমার শরীরে সমস্যা হয় এই ভয়ে।

তোমার অসুধ খাওয়ার শক্তি হয়নি তাই তোমার অসুধ খেতেন তিনি,

পরিশোধনাগার থেকে তোমার মুখে পৌছে যেত।

কত রাতের পর রাত নির্ঘুম কাটিয়েছেন, তোমাকে বাচিয়ে রাখার জন্য

তুমি আজ খুব ভাল বন্ধু পেয়েছ মনে করে তাকে ভুলে গেছ, কিন্তু

তিনি আজো প্রতিটি গ্লাস পানি খাওয়ার সময়ও তিনি তোমাকে ভাবেন।

প্রতিটি নারীই একেকজন মা’ তাই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি, তোমরা নোংরামী করতে পারোনা

আমি বিশ্বাস করিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.