নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদিন লেখার ক্ষমতা থাকবে ততদিনই লিখব, একটুও বেশি না

বঙ্গতনয়

ভালবাসি ভালবাসি ভালবাসি।

বঙ্গতনয় › বিস্তারিত পোস্টঃ

সত্যি তুমি আসবে কি?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩২



আমার মতে সংসারে মানুষ উৎসাহ পেলে এমন কিছু নাই যা তার দ্বারা অসম্ভব, উৎসাহের অভাবে বহু মেধা, সৃজনশীলতা হারিয়ে যায় কালের অতল গহবরে। মায়ের উৎসাহে এতদুর এসেছি, এখন আরেকজনের উৎসাহ পাওয়ার জন্য বুকের একপাশ ঠিক মত কাজ করেনা। কে সেই জনা? জবাবটা আমারো অজানা। তাই খুজে ফিরছি পথে পথে দেখি তার দেখা পাই কিনা!

বলো

কুহেলিকার ছুটলে পিছু ক্ষতি কি?

রহস্যতে সুখ যে খুজে পেয়েছি

যেদিন

আলেয়ারই আলো হয়ে, রঙ বেরঙের ফানুস দিয়ে, ভুলিয়েছিলে শিশুর মত আমায় পাগল করে

সদাই-আপণ সব গুটিয়ে, আকাশ মাঝে রথ হাকিয়ে হারিয়েছিলে ঊর্ধ্বলোকে চিরদিনের তরে।

তাই

একার মাঝে রাখিনি আজ পূণ্য-প্রেমের ডালি

দুহাত ভরে বিলিয়ে দিয়ে করেছি সব খালি

না দেখেও দেখেছি আজ না পেয়েও পেয়েছি

তোমায় ভেবে শক্তি নিয়ে হৃদয় ভরা ভক্তি দিয়ে বিশ্বটাকে ভালবেসে ধন্য হয়েছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.