নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদিন লেখার ক্ষমতা থাকবে ততদিনই লিখব, একটুও বেশি না

বঙ্গতনয়

ভালবাসি ভালবাসি ভালবাসি।

বঙ্গতনয় › বিস্তারিত পোস্টঃ

অভিমানী

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৮



লিখতে চেয়েছিলাম কিছু তোমায় নিয়ে,কলম নিলে কেড়ে তুমি চোখ রাঙ্গিয়ে

বলতে গেলাম যেই না কথা মুখ উচিয়ে, ইশারাতে দিলে তুমি চুপ করিয়ে

বুঝতে গেলাম ভাষা তব একটু হেসে, হাতটি ধরে ইশারাতে ভালবেসে

এমন কেন করছ তুমি কি হয়েছে,

তোমার বোবা চোখের ভাষা, বুঝতে গিয়ে হারিয়ে গেল আশা

তক্তপোষে বসে

বালিশেতে মুখ লাগিয়ে কাঁদলে তুমি শেষে।

কাগজ কলম দিলাম এনে, দাওনা লিখে মনের কোণে

কোন মেঘে তোর দু’চোখ থেকে বৃষ্টি ঝরিয়েছে।

হাতে পায়ে ধরে, হার মানিয়ে তোরে

শুনিয়ে একটি গান, অবশেষে ভেঙ্গে দিলাম তোমার অভিমান

অবশেষে ইশারাতে দেখিয়ে দিলে আকাশেতে, আজকে দেখো পূর্ণিমারই চাঁদ যে ঊঠেছে

আজ সারাটি রাত থাকব দু’জন কুসুম বাগে বসে

গান শুনাবে তুমি,

বাতাসেতে বাজবে সে সুর লাগবে তখন আরো মধুর

যুগ যুগ হতে যুগ কেটে যাবে তোমায় ভালবেসে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.