নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদিন লেখার ক্ষমতা থাকবে ততদিনই লিখব, একটুও বেশি না

বঙ্গতনয়

ভালবাসি ভালবাসি ভালবাসি।

বঙ্গতনয় › বিস্তারিত পোস্টঃ

একটি সুন্দর নাম চাই

০৩ রা মে, ২০১৫ রাত ২:২৮


আমার বাল্যকালের বন্ধু, যার সাথে গলায় গলায় কেটেছে কৈশোরের কয়েক বছর। নাহ! সে এখন আর আগের মানুষটি নেই,তার ঘরের মধ্যে জনশক্তি আগমন হয়েছে ইতোমধ্যে দুজনের। একজন দুনিয়া থেকে আরেকজন আসমান হতে। একজন দ্বায়িত্বশীল অর্ধাঙ্গ, একজন গর্বিত কন্যার পিতা। চাচচু হিসাবে দ্বায়িত্ব পড়েছে একটা সুন্দর নাম রাখতে হবে। মায়ের মুখে শোনা "নজরুলের কবিতা" মনে পড়ে গেল-
পার হয়ে কত নদী কত সে সাগর,
এই পারে এলি তুই শিশু জাদুকর
কোন রুপলোকে ছিলি রুপকথা তুই
রুপ ধরে এলি তুই মমতায় ভূঁই।
......স্বর্গের সব-কিছু চুরি করে চোর,
পলাইয়া এলি এই পৃথিবীর ক্রোড়!
একটি সুন্দর নামের জন্য আপনাদের শরণাপন্ন আমি-

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ ভোর ৪:৪০

আলম 1 বলেছেন: নাম রাখতে পারেন "যারিন সুবাহ" যার অর্থ সোনালী সকাল।

২| ০৩ রা মে, ২০১৫ সকাল ৭:০২

রাফা বলেছেন: নামটা চেয়েছে আপনার কাছে ,আপনি আবার স্বরণাপন্ন হলেন অন্যের।তাহোলেতো আর নামটা আপনার দেওয়া হলোনা।

৩| ০৩ রা মে, ২০১৫ সকাল ১০:৫০

মো: তাছলিমূল হক বলেছেন: সোনালী সুরভি।

০৫ ই মে, ২০১৫ রাত ১২:৪৯

বঙ্গতনয় বলেছেন: আপনারাই তো আমার সব, তাই আপনাদের কাছ থেকে পরামর্শ নিতেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.