নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

নাটকীয়তায় আমি এবং ঈশ্বর

১২ ই জুন, ২০১৬ রাত ২:১৪

নাটকীয়তায় আমি এবং ঈশ্বর

তাসফিক হোসাইন রেইযা

কাঁদতে পারিনা কান্না আটকে যায়
সিগারেট এর ধোয়ার মত কান্না গুলো বাষ্প হয়ে মিলে যায়
অক্সিজেন আর কার্বন-ডাই-অক্সাইড এর মাঝে
অনুভূতি গুলো বাঁধন হারিয়ে দিক বিদিক ছুটতে থাকে
জমে থাকে আবেগ গুলো শঙ্খচিল কারাগারে তালাবন্ধ ভাবে
আমি নাটক বানাই, মুখে মিথ্যে হাঁসি সাজাই

সবাই দেখে সব থেকে সুখী আমি
আমি বলি আমি সুখী মানুষের দলে
অভিনয় এর মুগ্ধ হয়ে পাই প্রকৃতির কাছে অস্কার

আবার যখন একাকীত্বের বন্ধু হয়ে যাই
কান্নায় ভেজাই বালিশ, শরীর, মুখমণ্ডল
চোখ গুলোকে পরিষ্কার করে ফেলি শরীরের উৎপন্ন
পবিত্র পানিতে , ঈশ্বর কোথায় ? আমার লজ্জা দেখে নিশ্চয়ই
আর হাসে, বলে পাগল পৃথিবী নামক নাট্য মঞ্চে
নাটক করার জন্যই তোর জন্ম , আমাকে আর বিনোদন দে

আমি আর চিৎকার করে কাঁদি , বলি এত হিংস্র কেন তুমি
আবার হটাত শার্ট এর কাপড় দিয়ে চোখ মুছে ফেলি
আবার হাসি সাজাই , পেশ করি নিজেকে জগতের কাছে
আবার বলি আমি সব সময় সুখীর দলে

ঈশ্বর আবার আমায় দেখে , আমার নাটক দেখে জগত ভোলানো হাঁসি দেয়
গর্ব করে নিজের প্রতি , তার সৃষ্টি কত নাটক পারে
আবার আমাকে লোভ দেখায় , সহ্য করে চল, স্বর্গ অবধারিত
এটা পরীক্ষার নাট্যমঞ্চ, এবার আমি হাসি , চিৎকার করে বলি

স্বর্গ কোথায়? নরক বাজি, তোমার ইচ্ছায় সব কিছু রাজি
তাহলে কেন এই কারসাজি, অনেক খেলেছ এবার শেষ টা খুঁজি
বাকির আশায়, নগদ পুঁজি, আর চাইনা করতে নাটক এবার অনুমতি দেও
শেষ বারের মত চোখ টা একটু বুজি ,

তার পর একটি শব্দ শুনি , সে হাসে , বলে
মরণ হল সহজ সাজা, বেচে থেকে নাটক সাঁজা
দুখের বাদ্য বাঁজা ।

( ১১ জুন ২০১৬ )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.