নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

আপনাদের বিদায়

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২

খুব কষ্ট হয় যখন দেখি আমার লেখাগুলো ব্লগ এ পোষ্ট দেওয়ার কিছুদিন পড়েই কিছু কিছু মানুষ লেখাগুলো কপি করে নিজেদের নাম দিয়ে ফেসবুকে পোষ্ট কড়ছে। যদিও আমি ভালো লিখিনা তারপরেও ওই লেখা টা যখন দেখি অন্য জনের নামে পোষ্ট করা হয়েছে তখন কষ্ট টা খুব বেশী হয়। তাই আজকের থেকে আমার পুড়ানো পোষ্ট মুছে দিচ্ছি এবং ভবিষ্যতেও আর লিখা হবেনা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০২

কানিজ রিনা বলেছেন: লেখা চোর দেখি গাছের ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়ায়।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১২

ভবঘুরে যাত্রি বলেছেন: মাঝে মাঝে চোরদের ভক্ত বৃন্দ এসে আমার লেখায় আমাকেই চোর বলে দাবি করে।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১০

সুমন কর বলেছেন: তারা একদিন হারিয়ে যাবে। ঐসব চোরদের জন্য আপনি লিখা ছাড়বেন না। আপনি লিখতে থাকুন।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১২

ভবঘুরে যাত্রি বলেছেন: মাঝে মাঝে চোরদের ভক্ত বৃন্দ এসে আমার লেখায় আমাকেই চোর বলে দাবি করে। তাই কিছুদিন অফ রাখাই শ্রেয় বলে মনে করি :(

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


আপনার আপনার আগামী লেখা একটা পত্রিকায় অগ্রিম বিক্রয় করে টাকা নিয়ে ফেলেছি, আপনি যাচ্ছেন কোথায়, আমার কি হবে?

থেকে যান। আপনি ভালো লেখক, তাই চুরি হচ্ছে; আমাদেরগুলো কেহ পড়েও দেখে না। থেকে যান।

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

ভবঘুরে যাত্রি বলেছেন: ভাইয়া আপনি মজা নিচ্ছেন -_- ধন্যবাদ। আমার কেমন লেগেছে আমিই জানি। আর আপনার মত ভালো লিখতে পাড়লে কষ্ট হইতোনা। আমি জানি আপনি কেমন লিখেন অনেকবারই আপনার লেখা পড়া হয়েছে। আপনি আপনার দিক থেকে অনেক বেশী ই ভালো লেখেন। কিন্তু আমার আপনার ক্যাটাগরিতে লেখার জগ্যতাও নাই। তারপরেও ফেসবুক এ যখন আমার লেখায় এসে অন্য মানুষ আমাকেই চোর বলে তখন কেমন লাগে এটা আপনার জানার কথা।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

ধ্রুবক আলো বলেছেন: আসলেই এটা খুব কষ্টের বিষয়

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

ভবঘুরে যাত্রি বলেছেন: জি ভাইয়া :(

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: অযথা রাগ করবেন না। এতে বরং আপনার খুশি হওয়া উচিত।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

ভবঘুরে যাত্রি বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.