নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

অমূলক অভিব্যক্তি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩



কবিতা কে নিয়ে যখন ছুটি আকাশ পানে
বিছানায় শুয়ে আমি —আমি একটি পরিত্যক্ত লাশ,
ছারপোকা গুলো একেকটা বিষাক্ত শাপ —আমাকে রেখেছে ঘিরে,
পকেটের ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে স্বপ্ন
ভালই করেছে না হয় যুদ্ধ করে যেতে হত অনন্তকাল।
*
অরুন্দিতার লাল চোখ দুটো ভালোবাসা —আলো নিভে যায়
ঈশ মানুষ গুলোর যদি প্রেমিকা হতো তোমার মত!
তাহলে যুদ্ধ থেমে যেত অনেক আগে (মৃত মানুষ যুদ্ধ করে কিভাবে?)
পৃথিবীর দুঃখিত মানুষ গুলো যদি ঢুকে পড়ে কবির নিজস্ব ঘরে,
কবির দেয়ালে থাকে ঈশ্বর প্রদত্ত শব্দ -দেখা মেলে?
রাইফেলের চিৎকার? —দেখা গেল হত্যা করা হয়েছে বাবা।
বোমা/ গ্রেনেড? —দেখা গেল হত্যা করা হলো পরিবার।
পারমাণবিক? —দেখা গেল হত্যা করা হলো একটি দেশ।
জাতিসংঘ? —পাওয়া গেল মানবতা ধ্বংসে সবোচ্চ হাতিয়ার।
ফেমিনিজম? —যেহেতু আন্দোলন করতে হয়- আমিও যাই।
পানশালা? —দেখা গেল হত্যা করে সাময়িক দুঃখ।
ব্রোথেল? —দেখা গেল হত্যা করে শারীরিক কামনা।
(একটি কাঙ্ক্ষিত সঙ্গম। যদিও সেখানে প্রেম নেই)
তুমি? —হত্যা করা হলো পৃথিবীর সবগুলো আমিকে।
*
যদিও সমান ভাবে ১৮ বছরের অবহেলা, -বন্ধু এবং প্রেমিকার প্রতি
তোমার কাছে এসেছিলাম একজন আগন্তুক হিসেবে
কিন্তু আমার কোন দেশ বা ভাষা ছিল না (আমাদের কথা থেমে যাবে?)
তাও কামনা করতেই পারি আমাদের বাগানে জন্ম হবে
প্রেমের সদ্য ফোটা ফুল —যদিও সে ফুলের আপাতত নাম রাখা হয়নি,
হয়তো আমাদের চেনা হবে সাগরের ছন্দ, —বিষাদে কেটে যাবে ৩ টি যুগ।
মানচিত্র কে কাটা ছিরা করে —আমাদের স্থান হবে ভিন্ন
কিন্তু! যেহেতু আমি নিজেই আমার কবিতার ঈশ্বর,
লিখে যেতে হবে তোমাকে —তোমার ভেতরের নায়াগ্রা ফল।
যদিও এখন পৃথিবীতে আছে কিছু নারী
যারা পুরুষের মৈথুন কামনা করে নিজেকে উন্মুক্ত করে রাখে,
নিজে হয়েযায় উত্তপ্ত অগ্নিগিরি তাকে দুর থেকে দেখিতে ভালো লাগে
কিন্তু কাছে যাওয়া কারোই কাম্য থাকেনা।
ধন্যবাদ তাদের।
*
অমূলক অভিব্যক্তি || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: প্রচন্ড ঝাকুনি খেলাম। অনেক তোলপাড় করা কবিতা।

বিশেষ করে এখানে............
রাইফেলের চিৎকার? —দেখা গেল হত্যা করা হয়েছে বাবা।
বোমা/ গ্রেনেড? —দেখা গেল হত্যা করা হলো পরিবার।
পারমাণবিক? —দেখা গেল হত্যা করা হলো একটি দেশ।
জাতিসংঘ? —পাওয়া গেল মানবতা ধ্বংসে সবোচ্চ হাতিয়ার।
ফেমিনিজম? —যেহেতু আন্দোলন করতে হয়- আমিও যাই।
পানশালা? —দেখা গেল হত্যা করে সাময়িক দুঃখ।
ব্রোথেল? —দেখা গেল হত্যা করে শারীরিক কামনা।


আমিও এসবের বাইরে নই, তাই আমারো দায় আছে।
কবির কাজ শুধু লিখে যাওয়া কোন দায় ছাড়া।

অসাম কবিতা।
শুভকামনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

ভবঘুরে যাত্রি বলেছেন: খুবই ধন্যবাদ ভাই :)

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২

সামিয়া বলেছেন: আপনি কবিতা লিখছেন কতদিন ধরে? আপনার কবিতার ভাষা বেশ শক্তিশালী। বেশি বেশি কবিতা লিখুন। অনেক শুভকামনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

ভবঘুরে যাত্রি বলেছেন: লেখছি অনেকদিন ধরেই। কিন্তু ব্লগে মধ্যেখানে একটা সম্যসার জন্য আর পোষ্ট করা হয়নি। ধন্যবাদ জানবেন :)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

নাগরিক কবি বলেছেন: জাতিসংঘ? —পাওয়া গেল মানবতা ধ্বংসে সবোচ্চ হাতিয়ার।
ওদেরকে কি করার দরকার??

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

ভবঘুরে যাত্রি বলেছেন: ওরা কিছু করছেনা বলেই তো আমার সম্যসা। যেখানে যুদ্ধ থাকানোর জন্য সব থেকে বেশি আগিয়ে আসা উচিত তাদের নিজের। কিন্তু তাদের দোহাই দিয়ে তাদের কে বুড় আঙ্গুল দেখিয়ে। মানুষ হত্যা করা হচ্ছে। সভ্যতা ধ্বংস করা হচ্ছে। আর তারা নির্বাক হয়ে পরে থাকে ক্ষমতাশীল দেশের কাছে। আর আফ্রিকায় আর্মিরা মানুষ কে উন্নত করার জন্য গিয়ে উলটো ধর্ষক খুনি এগুলার উপাধি পাচ্ছে। তাই আমার মতে। জাতিসংঘ নিজেই মানবতা ধ্বংসে সবোচ্চ হাতিয়ার।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৬

নাগরিক কবি বলেছেন: সেটাতো আমিও জানি। আপনার কাছে প্রতিকার এর উপায় জানতে চাচ্ছি। ওগোরে কোন মুগুর দিয়া মারলে ওরা সোজা হইবো?

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

ভবঘুরে যাত্রি বলেছেন: আপাতত মুগুর দিয়ে কাজ হওয়ার কথানা। এসময় দরকার অত্যাচারিত দেশ গুলোর ঐক্য। যদিও আমাদের নিজের দেশেরই ঠিক নাই অন্যজনের কথা আর কি বলি। :(

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৭

নাগরিক কবি বলেছেন: আগে নিজের দেশ বাচানোই উত্তম। নাইলে আমগো চাদে যাইয়্যা থাকোন লাগবো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

ভবঘুরে যাত্রি বলেছেন: সহমত :)

৭| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:১৮

ভাবুক কবি বলেছেন: ভাল লেগেছে ভাই

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:৩০

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই :)

৮| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন! আর আমারো ভালো লেগেছে!

তাই একটা লাইক দিয়ে গেলাম!:)

৯| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

ভবঘুরে যাত্রি বলেছেন: আপনার কমেন্ট ও আমার খুব ভালো লেগেছে তাই ধন্যবাদ দিয়ে গেলাম :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.