নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

সেখানে বৃষ্টি পাওয়া যায়

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:১৩

যেহেতু বেঁচে থাকতে হলে ভালবাসতে হয়!
বাসি, পালা করে তিন বেলা
সকাল, দুপুর, রাত -সন্ধ্যে বেলা ভুলে যাই তোকে,
বাড়ির পাশে খুলেছে আকাশ, বৃষ্টি পাওয়া যায়
তোকে মনে পড়ে তখন -মদের পেয়ালায়।
রাজনৈতিক আলাপে -বন্ধু চোখ লুকিয়ে কাঁদে
তার প্রেমিকা বলেছিল ভালবাসতে একটা জীবন লাগে
আমি বলি -বোকা! প্রেমিকা কি সারাজীবন থাকে?
টেনে যায় দুঃখ গুলো, হাসে, তাকিয়ে থাকে আকাশের দিকে,
বৃষ্টি পাওয়া যায়।
*
যেহেতু ভালবাসতে হলে সময় জ্ঞান বাঞ্ছনীয়
রাখি, পালা করে দুই বেলা!
সকাল- রাত -যখন সূর্য ডুবে যায়, ভুলে যাই বিষাদ,
আকাশে যাই বলি বৃষ্টি চাই, যেহেতু নেশা-
আচ্ছা তোর চোখে আকাশ -ছিল কখনো? -ভুলে গেছি
বাধা প্রাপ্ত যৌবন- মাংস এবং দরিদ্রতা পেয়েছে সহাবস্থান,
যুবক দের চিৎকার -স্বাধীন ভাষা আকাশে -তিক্ততায় বাঁচি,
তোর ভারি চোখে নামে স্বপ্ন? শরীরে চাঁদের আলো? ডুবে গেছি,
ঘুম পায় আমার। জায়গা হবে -বুকে? শুয়ে আছে স্বামী?
আগের প্রেমিক? -অন্য কাউকে যাচি? চোখে জল?
মন খুলে বল। -দেখা করিস আকাশে। -যখন সন্ধ্যা নামে সেখানে
বৃষ্টি পাওয়া যায়
*
যেহেতু ছুটির দিনে ঘুম থেকে উঠতে হয়
উঠি একবার, শারীরিক খুদা মিটিয়ে,
বন্ধুদের সাথে কথা হয়, একটি আলাপ জমে,
আমি বলি -মুক্তি চাই ক্ষণিকের সাংসারিক এবং সামাজিকতা
মনে পরে কোন এক নভেম্বর ১০ তারিখ শুরু হয়েছিল জীবনে,
কিছু দিন ভালভাবে যেহেতু সবার কাটে, বাড়তে থাকে জরা,
(এ সংক্রান্ত বিষয় আমি একা না। মধ্যবিত্ত সবাই জানে তা)
প্রেমিকা ঘুমায়, জেগে উঠে চলে যায়, নতুন জীবন জন্ম দিতে।
আকাশের দিকে তাকাই, হরেক রঙের বৃষ্টি, মনে হয়
আমি পৃথিবীর শেষতম নাগরিক, আশেপাশের সব রূপ কথার পাহাড়
এক কবির সাথে দেখা হয়, কি চমৎকার নিষ্পাপ বিরতি তাহার,
সেও তাকিয়ে থাকে আকাশে, যেখানে বৃষ্টি পাওয়া যায়
ভুলে থাকা যায় তোকে।
*
সেখানে বৃষ্টি পাওয়া যায় || তাসফিক হোসাইন রেইযা ||
*
(২ মার্চ ২০১৭)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৩৮

উম্মে সায়মা বলেছেন: ভালো লেগেছে রেইযা ভাই।
শুভকামনা

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৪২

ভবঘুরে যাত্রি বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো কবিতা। ++

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:০০

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২২

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতায় +

৫| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.