নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

অ-মৌলিক কথোপকথন

১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩১



-আমাদের লেখা কবিতা গুলোয় হঠাৎ ভুল ধরা পড়ে।
-কি?
-বানান ভুল?
-অনুভূতি?
-নরকে যাবি?
-নরকে গেলে দেখা হতে পারে প্রেমিকার সাথে
তারা খুন করে থাকে হৃদয়,
আর হত্যা যেহেতু মহাপাপ। নরকে তাদের আরাধ্য স্থান।
-প্রেমিকের যখন মৃত্যু হয়? যদিওবা সেও করে থাকে খুন,
হতেই পারে কিন্তু তার জন্য বানানো হয়েছে ৭টি ভাগ
যেমন টা রয়েছে একটি হৃদয় যে ভালোবাসে,
যদিও ভালোবাসা বহুজাতিক।
বার বার মৃত্যু, অরু? এই অরু শুনেছিস আমায়?
আমি তোর চোখের দিকে তাকিয়ে বার বার মৃত্যু বরণ করি
পলক ফেলতে ভয় হয়, কিন্তু যেহেতু পলক ফেলতে হয়
তাও ইচ্ছে করে অনন্তকাল তাকিয়ে থাকি,
দেয়াল ঘড়ি কুকুরের মত চিৎকার করে।
-কবি? তুমি জানো? মেয়েরা অনায়াসে ১০০টি প্রেমিক (হৃদয়) কে খুন করতে পারে
কিন্তু কবিতার কাছে অসহায়।
-জানিস তোকে নিয়ে কবিতা লেখা হয়েছিল কোন এক বর্ষার রাতে
-বৃষ্টি হয়েছিল? -তাতো জানি না। আসলে মনে নেই
কিন্তু হ্যাঁ চোখে! তোর দিকে অপলক তাকি থাকার ইচ্ছে অনন্তকাল।
-ভয় হয় মৃত্যুর? -না। আসলে ভুল,
তোকে হারানোর সম্ভাবনা আছে যেহেতু।
বলা চলে হারানোর বেদনা ভয়ের কারণ
-আচ্ছা আমাকে নিয়ে একটা কবিতা লিখবে আবার?
-কেন? আমার এপিটাফে বসে আমাকে পড়ার খুব ইচ্ছা?
-বিশ্বাস করো? আমাকে না হয় খুলেই দেখ
সমাধির মত শূন্য রয়েছে জীবন কত কাল ধরে।
-জাতিস্মরে বিশ্বাস করিস অরু? জানিস পুরবো জন্মে আমাদের প্রেম হয়েছিল?
হয়েছিল এক উদাসীন সঙ্গম?
-তারপর?
-তারপর তুই চলে গেলি।
মিরপুরে রাস্তা বৃষ্টিতে ভিজে যায়। জন্মে তোকে পেয়েও কান্না পায়।
আমাদের প্রেম জমা থাকে কিছু টুকরো কাগজের অধিকারিত্তে।
-আমাকে মনে পরে? প্রেম জাগে?
-হুম প্রেম করে ছিলাম গত শীতে, তারপর কেটে গেল চারটি বছর তোকে না দেখে।
আচ্ছা নরকে দেখা করো। প্রেমিকারা না নরকে যায়?
আর তুমি কাটিয়ে দিলে চারটি বছর
তোমার সাথে দেখা হবে না হয় সেখানে, অনন্তকাল রবো কবিতায়।
*
অ-মৌলিক কথোপকথন || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে খুব ভালো লাগলো। কেমন যেন পরজন্মের চিন্তা। তবে কবিতার প্রেম স্পষ্ট।

১২ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৫

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.