নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

হাতবদল || তাসফিক হোসাইন রেইযা ||

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৩



প্রাক্তন প্রেমিকা যখন নবজাতক এনে বলে
"যদিও বাচ্চাটি তোমার হওয়ার কথা ছিল
কিন্তু আমাদের প্রেম গিয়েছিল চলে"
রাস্তায় দাঁড়িয়ে সঙ্গম রত কুকুর জোড়ার কথা মনে হয়,
একে একে চারটি বছর গেলে-
১ ভুলতে অনেক কষ্ট হয়।
২ ধুর ছাই সিগারেটের ধোয়া ফুরিয়ে যায়।
৩ হঠাৎ তোমার সাথে দেখা হয়। ভালোবাসা।
৪ মনে পড়ে ভালোবাসাযুক্ত আমি নই।
তার পড় সময়ের ব্যবধানে মায়ার বাঁধন যায় চোলে।
বলা যায় তোমার খোপায় অন্য কেউ যখন হাত দেয়
মনে মনে খিস্তি করে বলে,
"ধ্যাত! ব্যবহৃত প্রিয় চুল"
তোমার ঠোঁটে যখন চুমু খায় যদি জেনে থাকেন কবিদের সাথেও প্রেম হয়,
"শালার! ঠোঁটে লেখা হয়েছে নাম বহু আগে"
এবং সঙ্গম কালে তার নিজের কাছে অসহায় লাগে
মনে মনে তোমাকে বলে "হাত বদলে পাওয়া যৌবন"
আমি অন্ধকারে বসে থাকি
সিগারেটে তোমার নাম লিখে পুড়িয়ে খাই,
আর শীতের রাতে যখন তোমার নেশা উঠে —ব্রোথেলে যাই
স্তনে ঠোঁট রেখে মদের পেয়ালা উঠাই,
তোমাকে বলি নরকে স্বাগতম প্রিয়,
বলে ছিলে। আমার আরো ভালোবাসা চাই।
*
হাতবদল || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩২

ধ্রুবক আলো বলেছেন: লেখা খানি ভালো লাগলো সুন্দর লিখেছেন

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৩

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:১০

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর

২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩১

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:


সম্পর্ক সব সময় মনকে উল্লসিত করবে, তার নিশ্চয়তা নেই

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৭

ভবঘুরে যাত্রি বলেছেন: ঠিক বলেছেন ভাই

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লাগল................
:>

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৩

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.