নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

ভর্ৎসনা মেলে তোমার কথা

২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৭

খুঁজো যদি মনের আশায়, পাইবা মোরে সর্ব নেশায়
আর রাত্রিরে দীন বলিয়া, ভিতর চক্ষু বন্ধ করিয়া
মিথ্যে জাতক সাজো যদি, ভ্রম দেখাও দিবা রাতি
ভুল বুঝায়ে মনের গানে, ভাব দেখাও স্বর্গের পানে
তোমার নাটক বিশ্ব চেনা, মিথ্যে নরক সকল জানা
দিবা আমার মরণ সনে, প্রসব বেদন নারীর মনে
যেন আশায়, দেখার ভাষায়, পাবন লুটায় রঙ্গ তামাশায়
আমার সাই বলেছে যে তাই, সে সত্য পুথি আপন ভুল শুধায়
পাইবা না দেখা তোমার মন যদি না চায় রে বন্ধু
পাইবা না পাইবা না দেখা তোমার মন যদি না চায়।
*
ঈষৎ কালো রঙের জামা, ভবন কালো নরকের তামা
আমি কানা -জানে সকল জনা, তার পরেও সে মন মানে না
ভ্রমর কাঁদে ফুলের তলে, মনে আমার আগুন জ্বলে
আমার আগুন নিভলে সখা, নয়ন ভাষে তোমায় ভুলে
আমরা সবাই মোহ মায়ায়, বাস করেছি ভুল ছায়ায়
যোগী খুঁজে পবন গতি, পবন আমার কেমন সতী
দেহের ডাকে মনের মাঝে, আর মন খোঁজে তোমায়
মনে আমার নাটক ভারী, গোপন পথ শুধায়
পাইবা না দেখা তোমার মন যদি না চায় রে বন্ধু
পাইবা না পাইবা না দেখা তোমার মন যদি না চায়।
*
চোখ যে ভুলে পথের ভাষা, খুন কাইড়াছে সময় নেশা
ধরন মাঝে কিসের আশা? জিহ্বার পোড়ায় জল পিপাসা
বাঁধন ছুঁতে মনের বোঝায়, মণের ভুলে ভর্ৎসনা পায়
আসল লুকায় নকল দেখায়, ও সে আসল লুকায় নকল দেখায়
তারপর খুঁজে আমায়, আমি যে তার হাজার কথা
পথের মাঝে লোহিত লাশের মৃত্যু প্রথা
ভিজে পচে কই সকল কথা, তোমারে জানাই
পাইবা না দেখা তোমার মন যদি না চায় রে বন্ধু
পাইবা না পাইবা না দেখা তোমার মন যদি না চায় রে বন্ধু।
*
ভর্ৎসনা মেলে তোমার কথা || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


কথা জাল বুনেছেন

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

ভবঘুরে যাত্রি বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.