নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

অনুমোদন প্রাপ্ত ব্যক্তিগত ডাইরি || তাসফিক হোসাইন রেইযা ||

০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

আর কতটা পথ পাড়ি দেওয়া বাকি? যদি পথ থেমে যায়।
আর কতটা সিগারেট পোড়ানো বাকি? যদি ধরা পরে অকেজো ফুসফুস।
আর কতটা রাত জেগে থাকা বাকি? যদি মৃত্যু হয় মাঝরাতে।
আর কতটা ভয় অতিক্রম করলে শুধু বেঁচে থাকা রবে বাকি? তুমি ছিলে কখনো অপেক্ষায়।
কখনো সাইরেন যদি বাজে এম্বুলেন্সে তখন নিঃশ্বাস আর কত বাকি? যেহেতু মৃত্যু কামনা নয়।
*
এভাবে ভাবতে থাকি -ঝুলে থাকে বন্ধ দেয়াল ঘড়ি।
আমার সময়ের মিছিলে রাজত্ব করে -তোমার চোখ।
এভাবে সাঁতার না জানা অক্সিজেনের অভাবে -আমি হাতড়ে বেড়াই জীবন।
আমার ভাই ঘুম হয় -সবাই ঝুলে থাকে মৃত্যু এবং জাগরণের মাঝে।
আমি মৃত্যুর সাথে সঙ্গমের অপেক্ষা করি -বিরক্তিকর দায়িত্ববোধের ঝাঁজে।
কিন্তু পায়ে সেকল পেঁচিয়ে রাখেন ঈশ্বর -কারণ সবাই বলে এটা তার নির্মম পরিহাস।
*
মিথ্যে ষোলোকলায় মেলাতে যাই ছন্দ -তুমি থাকো বৃষ্টি এবং উদ্যান এর মধ্যখানে।
কবিতা লিখতে বসি প্রতিরাত ১১টা ৩ মিনিটে -তোমার ভাল লাগেনা।
অরু যেহেতু আমি তোমাকে চুমু খেয়েছিলাম শীতের উঠানে -আমি তোমাকে ডেকেছিলাম নিজস্ব পৃথিবী।
অরু তারা বলে আমি রাতে ভালো থাকার নাটক করি -দিনে চেষ্টা করি মানুষের ভীরে মানুষ হবার।
মধ্যরাতে ফিরে আসি আবার কবিতার খাতায় -তখন আমি মাতলামি করি। মানচিত্র আঁকি।
পৃথিবীর মানুষগুলো ব্যক্তিগত ডায়রির কাছে অসহায় হয়ে পড়ে -আমার টায় নকশা আঁকা পৃথিবীর।
কিন্তু আমার পৃথিবী ভিন্ন -অরু আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম। ফাগুন এবং শরতের মাঝা মাঝি সময়ে।
শীত এলেই কবির মৃত্যু হয় -তার কবর দেওয়া হয় একটি কবিতায়।
*
অনুমোদন প্রাপ্ত ব্যক্তিগত ডাইরি || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

Md Ali Reza Raju বলেছেন: ভাল লিখলেন।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

অবনি মণি বলেছেন: আর কতটা রাত জেগে থাকা বাকি? যদি মৃত্যু হয় মাঝরাতে।
আমারো বলতে ইচ্ছে হয়!!

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭

ভবঘুরে যাত্রি বলেছেন: বলে দিন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.