নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

একটি বিষাদময় বালুচর প্রসঙ্গ || তাসফিক হোসাইন রেইযা ||

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১

তোমার বুকের উঠানে পরে থাকে একটি প্রাচীন চিঠি
মূলত তার উৎপত্তি হয়েছিল ২৬ বছর আগে,
পৃথিবীর মানুষ গুলো কেঁদেছিল (মনে হচ্ছে যদিও)
আমার জন্ম হয়েছিল সুতরাং একটা ভুল,
দোষটা আমার মায়ের নয়। স্বয়ং ঈশ্বরের
চিঠিটায় লেখা ছিল মরুভূমির মুসাফিরেরা ভিড় করে বালির টিলার
সেখানে একটি আবেদনময়ী রমণী নেচে যায় সারাদিন, একটি ক্ষুধার্ত রুটি দেওয়া যায় তাকে?
যেহেতু আমাদের মনে হতেই পারে একটি বিষাক্ত নারী বিচ্ছু কবিকে কামনা করেছিল সেখানে-
কিন্তু উপায় ছিল না কোন, বাতাসে উরে আসা ছেড়া কাগজে লিখা ছিল
আমাকে ভালোবাসি বলার পর আমার উচিত ছিল তোমার জিব কেটে দেওয়া,
যাতে তোমার শরীরে অন্য কেও অধিকার না জমাতে পারে
কারণ এখন অন্তর্বাস খোলার জন্য আঙুল নয় ভালোবাসা এবং আবেগের প্রয়োজন
সবাই দেখে মঞ্চ ভরে যায় নোনা জলে,
একজন ফরাসী কবি যুদ্ধাহত দেশ নিয়ে একটি করুন আবৃত্তি করে চলেন উচ্চ স্বরে
সেক্ষেত্রে বলা যায় কবিতার আছে অনুভূতি জাগরণের শক্তি,
আমি তাকিয়ে থাকি আর বলি "তোমাকে নিয়ে যদি কখনো যুদ্ধ হয় নির্দ্বিধায় দিতে পারি জীবন
একটি চিরকাঙ্ক্ষিত চুমুর বিপরীতে।" পৃথিবীর মাঠের যোদ্ধারা তখন হাসে
"একজন নারীকে দোষী করা যেতে পারে কবির একান্ত মৃত্যু কামনার জন্য।"
*
একটি বিষাদময় বালুচর প্রসঙ্গ || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.