নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

একটি ভুলে যাওয়া রাত || তাসফিক হোসাইন রেইযা ||

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩

তোমার দেয়ালে ছুঁয়েছে মেঘ
নির্মলাদি, কিন্তু তুমি ঝরেছ কতরাত আমার চোখে,
বালিশের লিপস্টিকের দাগ মুছে গেছে শুনেছি
তোমার চোখের ঝরানো পানির স্রোতে।
*
বুঝিয়েছিলে কখনো ভুলে থাকতে হয় কিকরে
পৃথিবীর নিয়ম এবং আবেগের বন্দী ঘরে,
লাল আকাশের নিচে অনুতাপে কেটে যায় সন্ধ্যা
যেহেতু সে রাতে আমিও ছিলাম দাড়িয়ে ভুলের কাতারে।
*
নিয়ম মেনে চলা সমাজে তুমি জমিয়েছ বড্ড বেশি ভয়
রেখেছ গোপন করে বুকের অতল সাগরে আবেগ,
আমার কি দোষ বলো আমিতো গিয়েছিলাম ভুলে প্রেমিকা?
ক্ষণিক কালের উম্মাদনায়, তোমার শরীর গিয়েছিল হেরে মুহূর্তের জন্য
এখন নিজেকে ভুলেই কাঁদছে তোমার বিবেক।
যদিও ধন্যবাদ তোমায়, তুমি ছিলে বলেই, ভালো থাকে সময়।
*
একটি ভুলে যাওয়া রাত || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

বিজন রয় বলেছেন: ভুল ভেঙে গেলে কত কথা মনে পড়ে!!

হৃদয় ছোঁয়া কবিতা! অনেক অন্তর দিয়ে লিখেছেন।

++++

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ :)

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

কানিজ রিনা বলেছেন: নিজে হয় নির্দোশ, পরকে দিয়ে দোশ।

১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

ভবঘুরে যাত্রি বলেছেন: খুবই ধন্যবাদ :D

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখনি ভালো লাগলো।

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.