নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

ঘুম ভাঙ্গা স্বপ্ন || তাসফিক হোসাইন রেইযা ||

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:১১

অনুভূতিকে নিয়ে চলা বহুদূর
একটি বিস্তীর্ণ পথে যেখানে রেখে এসেছিলাম তোমাকে,
একটি পদ্ম ফুলের কলি রাখা হয়েছিল চোখের কোনায়
ফুটেছে কি ফুল? ভেঙ্গেছে কি আদৌও কোন ভুল?
যেতে যেতে জানা যাবে? পথিক শুনছো পথ বাকি আরো বহুদূর?
যতোটুকু দূরে গেলে রয়েছে কান্না এবং আনন্দের মিছিল ( যেহেতু পরস্পর সম্পর্কিত অসময়ে)
যতটুকু দূর গেলে মিশেছে আমাদের উত্তপ্ত নিঃশ্বাস
উত্তর পত্রে স্বাক্ষরিত হয়েছে ধর্ম যাজকদের একান্ত ব্যক্তিগত স্বাক্ষর,
বলা হয়েছে ( যদিও হতে পারে) কবুল।
পাওয়া যেতে পারে আমাদের একান্ত ব্যক্তিগত রাত যেখানে আমাদের পবিত্র মিলন
আকাশে বাতাসে নতুন ঘ্রাণ? বৃষ্টি দেখেছি আজি? উন্মাদ মিছিল
একই নক্ষত্রের নিচে থেকেও ছিলাম বহুকাল অচেনা, তোমার চুলের অন্ধকারে
কখনো দেখা হয়েছিল না পৃথিবীকে মায়াবী নদীর পারে দেশের মত?
অবলীলায় হেসে ওঠা প্রকৃতির একমাত্র হাসি -সম্পর্কের অগোচরে?
এভাবে জ্বালিয়ে পুড়িয়ে সংশয় পুড়েছ কাতরাত,
পদ্ম ফুলের কলিতে ফুল ফুটেছে ভুলে নোনাজলের বিভ্রমের অবচেতনায়
ভুলে যাওয়ার সীমানায় ভুলে যেতেও পারি-
একটা পবিত্র জীবনে রয়ে যায় পরিপূর্ণ অবিবাহিত আবদার -আমাদের?
অবশেষে সমস্ত বিকেলের ভরে কাটে বিষণ্ণতার নোনাজলে
আমাদের ঘুম ভাঙ্গা স্বপ্ন ভেঙ্গে গেলে জড়িয়ে ধরি তোমাকে, পৃথিবীর বিছানায়।
*
ঘুম ভাঙ্গা স্বপ্ন || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৯

ঋতো আহমেদ বলেছেন: ভাল হয়েছে তাসফিক। বৃষ্টিস্নাত এই সকালে সুন্দর একটা কবিতা পড়লাম। ভাল লাগল খুব।

২২ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১২

ভবঘুরে যাত্রি বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.