নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যা বেলা মদের পেয়ালায় ভাসতে থাকা ক্ষুধার্ত পাখি

২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

সন্ধ্যে বেলা যখন পানশালায় আমাদের দেখা হয়,
বন্ধু বলে আর একটা রাত জেগে কাটালাম যেহেতু,
এখন পৃথিবীর সীমান্তে চলো। ওপারের আকাশে উড়তে থাকা-
একটি খাদ্য উপযুক্ত পাখি হত্যা করার সিদ্ধান্ত আমি নিতে পারি যদি,
লাশটাকে ঝুলিয়ে দিবে তারে? যেহেতু ক্ষুধার্ত পাখিকে নিয়ে পৃথিবী-
এবং হিউম্যান রাইটসের কোণ মাথা ব্যথা নেই, তাই বৃথা তুমি
কাঁদতে পারো আরেকটি রাত, চাইলে করতে পারো আমার শাস্তির মিছিল,
আমি নির্বাক ভাবে গেয়ে যাবো আমার বিজয়ের শ্লোগান।
মানবাধিকার জিন্দাবাদ। কাঁটাতার জিন্দাবাদ।
জিন্দাবাদ ভিক্টোরিয়ান মোড়ালিটি।
*
তোমার গত শীতে যে মেয়েটির সাথে প্রেম হয়েছিল মনে আছে তার কথা?
-বুকের ঠিক ডান পাশে ছিল মায়াবী তিল, দেখেছিলে?
প্রেমিকার তিলে চুমু খাওয়ার লোভে আত্মাহুতি দিয়েছিল কত ব্যর্থ প্রেমিক।
না হলে আবার কেটে যাবে দিন গুনে ২৬ বছরের অবহেলায়,
তখন না হয় তোমার জন্য আরেকটি রাত বরাদ্দ করবো,
সারা রাত মদ গিলবো, আর পান করবো মারিজুয়ানা।
তুমি চাইলে চিৎকার করে কাঁদতে পারো সেই স্বাধীনতা আছে তোমার,
এবং মৃত্যু একটি খুশির নাম যা আমাদের একান্ত প্রিয় হয়েছিল কিছুদিন আগেই।
যখন ধর্ম গ্রন্থ গুলো জানায় মহাকালের পরে রয়েছে স্বর্গ এবং নরক-
বিচারকার্যের অপেক্ষায়। এবং সেক্ষেত্রে নিম্নবিত্তদের বেঁচে থাকা একটি পাপ।
*
সেদিন আমি অরুন্দিতা কে ডেকে বলেছিলাম
''পৃথিবীর শিক্ষা ব্যবস্থা মানুষকে কিছু শিখতে দেয় না,
জীবনটাকে ৩ ঘণ্টায় সীমাবদ্ধ করে রাখে,
এর ভেতরে প্রেমিকার কোন স্থান নেই।
কিন্তু সময়ের সাথে পাল্লা দিতে হলে, মানতে হলে সামাজিকতা,
আমাকে কাগজের পাতায় যুদ্ধ করে যেতে হবে তাই তোমাকে বিদায়।
*
অরু আমাকে একটি বই এনেদিল, বললো বিছানা ভেসে গেছে রক্তে
আমি চাই না কবিতা গুলো ভেসে যাক, হারিয়ে যাক-
কবির কব্জি কাটা অত্ম-হত্যায়। বেঁচে থাকো কবিতা,
এবং প্রেমিকের অন্ত কালীন ভালোবাসা, একটি ফাগুন মাসের শেষের চুমুর অপেক্ষায়-
বাতাসে ছুটে আসে সাপের বিষাক্ত নিঃশ্বাস বেলাশেষে
মদের পেয়ালায় যায় মিশে, আমি চিয়ার্স বলে বন্ধুর গ্লাসে বারি দেই বলি
''পৃথিবীর প্রত্যেকটি সন্ধ্যা বেঁচে থাকুক তোমাকে ভালোবেসে।''
*
সন্ধ্যা বেলা মদের পেয়ালায় ভাসতে থাকা ক্ষুধার্ত পাখি || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.