নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

অপ্রাসঙ্গিক কথায় তুমি || তাসফিক হোসাইন রেইযা ||

০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কারণ আমাদের সকাল হয় সাগর পারে
সূর্যোদয় দেখি প্রতিবেশীর জানালায়- ঠিক তোমার মত এক নারী
নির্মলা দি। শাড়ির আঁচলে বাতাসের মিছিল।
তোমাকে অন্ধকারে জড়িয়ে ধরে সেদিনের পরিচিত পুরুষ,
সারারাত জানালায় দাঁড়িয়ে থাকা আমার একটা রোগ মাত্র,
শহরের মানুষ গুলো ভিড় করে দরজায়- কোথায় সে?
শুনেছি তাদের ভালো লাগে ব্রোথেলের মেয়েদের ও'ড়না উন্মুক্ত বুক
সাথে প্রেমিকা। ক্ষণিকের সুযোগে যে শুয়ে পরে অন্য বিছানায়
এবং সকালে উঠে মিছিলে যায়। তাদের দেখে বলি "ফেমিনিজম জিন্দাবাদ"।
কারণ আমাদের দুপুর কাটে পাহাড়ের উপর
কতগুলো পাখি তোমাকে খোঁজে- একটি আম খেয়ে মদের দরকার ঠোঁটে
বাতাসের ঘ্রাণে খুদা অনুভব করি- তোমাকে খুলে দেখতে ইচ্ছে করে বিকেলের আগে,
কিছু মানুষ হেঁটে যায় উঠানের পারে- বিকেলে মেঘের গর্জন- কোথায় সে?
কনক্রিটের দেয়ালে- ঘুমহীন ঘড়ি আলোকিত হয় আড়ালে- কোথায় সে?
কোথায় সে? মেঘার মত নারী- চিবুকে নেশা জাতীয় তিল- চেহারায় পাহাড়ি-
আমি চুপ করে থাকি- চারপাশ অন্ধকারে ডুবে যেতে থাকে ঘুম।
কারণ আমাদের রাত হয় পৃথিবীর বদ্ধ কেবিনে
বিছানায় অনুভূত হয় তার অনুপস্থিতি- বালিশের শরীরে আহাকার,
মুক্ত হতে হবে আমাদের- যেমনটা শকুন খুশি হয় মৃত দেখে আমার।
আমাদের চোখে ভাসে শৈশবের স্মৃতি, নির্মলা দি- আবার ঘুড়ি উড়াবে বাতাসে?
জড়িয়ে ধরবে? চুমু খাবে? এবার নাহয় আমাকেই খেলে? রাষ্ট্রের শেষতম ইচ্ছায়।
*
অপ্রাসঙ্গিক কথায় তুমি || তাসফিক হোসাইন রেইযা ||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.