নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

প্রছন্ন কথামালা [ধ্বংস প্রসঙ্গ] || তাসফিক হোসাইন রেইযা ||

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৬

আমি অন্ধকার ঘরে বিনা অনুমতিতে ঢুকে
আবার নীরবেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি
বস্তুত পৃথিবী জুড়ে তল্লাশি হয়ে গেছে গত পরশু রাতে
সেখানেও কারো দেখা মেলেনি এমনকি এখানেও
তাও আমার নির্ঘুম রাত কেটে যায় কয়েকটি সিগারেটের সাথে
তোমার প্রিয়ের কাতারে দাড়াতে পারিনি কখনো
হয়েছি নিকোটিনের ঘ্রাণ অতৃপ্ত আত্মার মত
*
আমাদের মাঝখানের দেয়াল টপকে কিছু সাপের আনাগোনা
তুমি বলেছিলে ক্ষণিকের যুদ্ধ শেষে আমাদের আবার দেখা হবে
নৌকা ডুবিতে বেঁচে যাওয়া যাত্রীর মতো ফিরে পাব আবার তোমাকে
মেঘ থেকে মেঘ নিয়ন আলো পার করে কত পথ -এখানে
ক্লান্তিকর চায়ের কাপে অপেক্ষারত বিষ হত্যা করতে চায় তোমাকে
মূলত তোমার স্মৃতি মূলত তোমার ছবি -কিন্তু বিফল
একদিন দেখো পৃথিবীর সব মানুষের অগোচরে
তোমার স্তনের উপর মাথা রেখে ঘুমিয়ে যাবো অধির রাত ধরে
এবং তোমার সামনে হাঁটু গেরে বসে দিয়ে যাবো বিষণ্ণতার অভিশাপ
তুমি তা জানবে সব কিছু ধ্বংসের পরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: একই বাক্যে দু'বার মূলত, পড়তে ভালো লাগেনি।

অন্যথায় ভালো লেগেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৩

ভবঘুরে যাত্রি বলেছেন: আমি দুঃখিত। আর কমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.