নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

আগুণ || তাসফিক হোসাইন রেইযা ||

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

হঠাৎ তাদের আগমন ঘটে -আমাকে না বলে
আমি তাদের বসতে বলি -নিমন্ত্রণ জানাই এক পেয়ালা কফি
কফিতে মিশিয়ে দেই বিষ -দেখা যায় বেরিয়ে আসে সাপ
তারপর পাঠ হয় মহাজাগতিক মন্ত্র -আমাদের একদিন যেতে হবে ফিরে
আকাশে বৃষ্টি নামে -আমি হেটে চলি বৃষ্টি ভেজা পথে এবং একা
দূর পাহাড়ে জ্বলছে ঘর -আমি সেখানে নেই ছিলাম না যদিও
আকাশ থেকে ছিটকে পরছে যাত্রীবাহী পাখী -আমাকে কেও নিয়েছিলনা সাথে
পৃথিবীতে একটি মাত্র ব্রোথেল -ঘরের পাশেও রয়েছে পানশালা
সেখানে পাওয়া যায় বৃষ্টি এবং মদ -ক্ষণিকের খুশি -অন্যকেও
যেখানে আমার অপরিচিত নেই কেও -কেও নেই পরিচিত
তবু আমি যুদ্ধের কথা বলি -তুলি নীরব শ্লোগান
চায়ের দোকানে টেবিল চাপরে বলি -ঘেমে যাচ্ছি ভাই -খুব গরম
পৃথিবীর পানি শুকিয়ে খুব -বহুদিন হলো -শীতের রাতে খুঁজি না প্রেম
হঠাৎ তাদের আগমন ঘটে -কেউ জানায়নি আমাকে
আমি বিনা কারণে চিৎকার করে উঠি -বিষণ্ণ সংসারের মৃত্যু চাই
ধর্ষিত সংসারের মৃত্যু চাই -রক্ত লাল গোলাপের মৃত্যু চাই
এবং মৃত্যু চাই একটি শালিকের -তখন তারা আমাকে হুঙ্কার দেয়
আমি তাদের বসতে বলি -নিমন্ত্রণ জানাই এক পেয়ালা কফি
কফিতে মিশিয়ে দেই মদ -যেহেতু আমার কোণ ভালোবাসা নেই
এবং আমি এখন মাতাল -একটি কবিতা লেখার পাতা পেলে
আমি লিখে রাখি মেয়েটিকে -যার সাথে আমার আজন্ম সংসার
[ছিল] যাকে ঈশ্বর দেখেছেন শুধু এবং দেখেছি আমি
তারপর তাদের বলি দূর পাহাড়ে জ্বলছে ঘর -আমি সেখানে নেই
ছিলাম না যদিও
শুধু একটি বিষণ্ণ শালিকের ডানায় উড়ে গেছি আকাশে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮

ভবঘুরে যাত্রি বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.