নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেবু লিংক https://www.facebook.com/tashfic007

ভবঘুরে যাত্রি

বিনা অনুমতিতে কিংবা লেখকের নাম বিহিন লেখা কপি করবেননা

ভবঘুরে যাত্রি › বিস্তারিত পোস্টঃ

নীরব আত্মহনন || তাসফিক হোসাইন রেইযা ||

০৪ ঠা মে, ২০১৮ সকাল ৮:২৬

সেদিন সকাল বেলা
একটি লাশ পাওয়া গেলো
তার শরীরে কোণ ক্ষত চিহ্ন ছিলোনা
কিন্তু তার হৃদয়ে ছিল সাগর সমান রক্ত জমাট
পৃথিবী সম দুঃখ তার হৃদয় কে করে ফেলেছিল অন্ধকার কাল
লাশটিকে পুলিশ এসে নিয়ে গেল ময়নাতদন্তের জন্য
*
সেদিন সকাল বেলা আয়নার সামনে দাঁড়িয়ে একটি নারী
দেখছিল তার নিজেকে, তার বুকে ভয়ঙ্কর অগ্নিগিরি
পুলিশ এসে বলেন আপনি ছুরি চালাতে পারদর্শী বটে
এই পর্যন্ত আটটি খুনে আপনি মাত্র দুটি হাতিয়ার ব্যবহার করেছেন
লাশের শরীরে কোন চিহ্ন পাওয়া যায়নি
কিন্তু তাদের বুক চিরে দেখা যায় ভয়ঙ্কর ক্ষত
মেয়েটি তখন হেঁসে উঠে, তার চোখে জমাট বাধা মৃত্যু
*
সেদিন বিকেলে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে একজন চিৎকার করছিল
"পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই
পৃথিবীতে প্রেমিকা বলতে কিছু নেই
প্রেম একটি মরণ ফাঁদ
প্রেমিকা একটি ভয়ংকর বিষাক্ত সাপ
*
সেদিন রাতে একজন কবি লিখেছিল তার কবিতার প্রথম লাইন
শেষ কবে নারী হত্যা করেছি আমার ব্যক্তিগত নড়কে মনে নেই
কিন্তু একাকীত্বে তোমাকে চুমু খাবার বড্ড স্বাদ জাগে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:১৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভীষন ভালো লাগলো। শুভকামনা।

২| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
কেমন একটা আকর্ষণ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.