নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নইতো কারো চোখের মণি, নই কারো মনের বেদনা...........

রক্তে আমার কোড

কামরুল ইসলাম রুবেল

বাবা-মায়ের দোয়া নিয়ে অনেক দুখেও অনেক অনেক সুখে আছি।

কামরুল ইসলাম রুবেল › বিস্তারিত পোস্টঃ

বসন্ত বাতাসে সইগো.......(বসন্তের ছবিব্লগ)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৫৬

একটা পয়েন্ট এন্ড শুট ক্যামেরা আছে আমার, এটা দিয়েই মাঝে মধ্যে চলে আমার এ্যামেচার ফটোগ্রাফি। যখন কোথাও বেড়াতে যাই সাথেই থাকে। একদিনের জন্য গিয়েছিলাম গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলায়, উদ্দেশ্য ছিল ছেলেটাকে এই শহুরে জীবন থেকে একটু দুরে নিয়ে প্রকৃতি হাতে ছেড়ে দেয়া। হাতের সামনে যেটাকে ভাল লেগেছে সেটাকেই শ্যুট করেছি। তারই কিছু দিলাম আপনাদের জন্য।



পলাশ রঙে রাঙ্গা





আগুন লেগেছে বনে





আবারো পলাশের রঙ





কাউলফা (স্থানীয় নাম) গাছেও লেগেছে বসন্তের বাতাস





জাম্বুরা ফুলে মৌমাছির বিচরণ





শিমুল ফুল, ভালো ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে ঘন্টা পার





অদ্ভুত ডিজাইনের ফড়িং, নাম জানা নেই তবে টাইগার ফড়িং হলে একদম যথোপোযুক্ত হতো





শেষ সীজনের বরই





নতুনের আগমন





ভোরের প্রথম আলো





পাকোয়ান (স্থানীয় নাম) ফুল, কি অসাধারণ প্রকৃতির রং





নাম না জানা ফল, দেখেই ভয় পাইছি





পলাশ ফুলে কাঠবেড়ালীর হানা





শেষ বিকেলের আগন্তুক





আসছে নতুন দিন, নতুনভাবে সাজছে প্রকৃতি, ঢেঁকি লতার ডগা





ছেলেটা অনেক দুরন্ত হয়ে গেছে এই প্রকৃতিতে এসে। আমাকে ছেড়ে একা একাই চলে গেছে অনেক দুরে। আমি খুশী।





কলই ক্ষেতে সে কি দুরন্তপনা





অনুসরণ এবং অনুকরণ

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:৩৪

জাফরুল মবীন বলেছেন: চমৎকার!

২| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৬:০৩

এ কে এম রেজাউল করিম বলেছেন:
"পাকোয়ান (স্থানীয় নাম) ফুল, কি অসাধারণ প্রকৃতির রং"
- এফুলকে আমাদের দেশে মাদারীপুর (ফরিদপুর) ভেন্ডিফুল । অসাধারন সুন্দর বাড়ীর আসে পাসে বন্যভাবে ফুটিয়া থাকে বসন্তকালে ।

"নাম না জানা ফল, দেখেই ভয় পাইছি "
- এফলের নাম ধূতরা ফল, ইহা খুবই বিষাক্ত, এ ফল কেহ খাইলে সে পাগোল হইয়া যায় শুনিয়াছি তবে প্রমান করা হইয়া উঠে নাই । এর ফুল সাদা রঙের হয় এবং খুবই সুন্দর । আকৃতিতে চুংগার মত । এ ফুল নিয়া দুখমিয়া সুন্দর একটি গান রচনা করিয়াছেন ।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ধন্য হলাম আপনার কাছ থেকে বিস্তারিত জেনে। ধন্যবাদ।

৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারণ একটা ছবি ব্লগ। খুব ভালো লাগল।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভাললাগায় ধন্যবাদ

৪| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর সব ছবি
আপনার ব্যাকগ্রাউড খুজতে ঘন্টা পার করা বিফলে যায়নী।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হয়তো, ধন্যবাদ আপনাকে

৫| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৪৬

সুমন কর বলেছেন: চমৎকার !

৬| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫২

সুফিয়া বলেছেন: খুব ভালো লেগেছে। সকালটা বেলা মনটা ভরে গেল। আপনার ছেলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল

৭| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার ছবি ব্লগ।

ধন্যবাদ এবং শুভকামনা জানবেন।

৮| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আগুন লাগা সব ছবি। অদ্ভূত সুন্দর +

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ফাগুনের আগুন লাগুক আপনার মনেও..
ধন্যবাদ

৯| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: নয়ন জুড়ানো কিছু ছবি দেখলাম। সত্যিই দারুণ তুলেছেন। ছবি যে কথা বলে, সেটা মনে হয় এমন ছবির ব্যাপারেই বলা হয়েছিল।

পাকোয়ান (স্থানীয় নাম) ফুল, কি অসাধারণ প্রকৃতির রং

এই ফুলের আসল নাম আকন্দ। :)

আপনার ছেলের জন্য অনেক আদর ও ভালোবাসা রইলো।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:০৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: পাকোয়ান এর আসল নাম জেনে কৃতার্থ হলাম
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

১০| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:০২

এম এম করিম বলেছেন: 'বসন্তের ছবি' পোস্টে বাসন্তী ভালোলাগা।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.