নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

পুলহ

পুলহ › বিস্তারিত পোস্টঃ

রাত্রির সাথে পরিচয়-২

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

আজকের সন্ধ্যাটা খুব অন্যরকম ছিলো। এতোটাই অন্যরকম যে আমার মনে চিরায়ত বাঙালি ভাবধারা বদলে গিয়ে রীতিমত পশ্চিমা বিলাসিতা এসে ভর করলো!

হাটছিলাম নতুন ঢাকার এক খোলা, প্রশস্ত গলি ধরে। তেমন কিছু না, উদ্দেশ্যহীন হাটা। বিকেলের এক পশলা বৃষ্টি- রাস্তাটাকে মনে হোল যেনো ক্যানভাস বানিয়ে রেখেছে। রাস্তার দুপাশের সারবাধা দোকানগুলোর সিএফএল বাতির কোমল নীলাভ আলো সে ক্যানভাসের গায়ে কেমন অপার্থিব সব বাস্তবতা তৈরি করে; সাথে নিঃশব্দ হাহাকারের মত হৃদয় জমাট বাধিয়ে দেয়া বাতাস, কানে কানে মনে হয়- অন্য কোন পৃথিবীর গল্প শোনায়। যে পৃথিবীতে এক নিঃসংগ যাত্রী আর তার সঙ্গী ঘোড়াটি ক্ষণিকের জন্য থেমেছিলো...

কি দেখেছিলো তারা? অন্ধকার এক শীতের সন্ধ্যা- জমাট বরফ হয়ে নেমে এসেছিলো সেদিন পৃথিবীর বুকে। রাস্তার একপাশে স্তুপ করে রাখা গাছের গুড়ির উপর সে নেমে আসা তুষারগুঁড়ো জমা হয়ে উঠছিলো। পথিকের মনে হোল- তুষারের সফেদ শীতলতা যেনো ধীরে ধীরে গ্রাস করে ফেলতে চলেছে নিঃসংগ সে গুড়িগুলোর গাঢ়, উষ্ণ শরীর..

'পশুপাখিরাও নিশ্চই অবাক হয়, তা না হলে সঙ্গী ঘোড়াটির অমন আচরণ করার মানেটা কি?'- ভাবলো পথিক। ঘাড় নেড়ে, লাগামের ঘন্টা ঝাকিয়ে প্রাণপণে তার মনিবের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে সে। কে জানে! হয়তো মানুষটি গন্তব্য ভেবে ভুল কোন জায়গায় এসে থেমেছে। আর ভুল তো মানুষই করে.....

সে যাই হোক- এমনই একটা ভুল করে ফেলতে ইচ্ছে করেছিলো আজ আমারও! মনে হয়েছিলো- এই শীতের সন্ধ্যায়- বৃষ্টি ভেজা ঢাকার অদ্ভূত এই নির্জন রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবার কোন অর্থই হয় না। বাতাসের সাথে সাথে আমিও হাটতে থাকি। কে জানে, হয়তো অতি সাধারণ এই পথটুকুই একসময় আমায় পৌছে দেবে অনন্য-সাধারণ কোন গন্তব্যে!

মানুষ যা চায়, তা কি আর সব সময় পায়? যেমন পেলাম না আমি! অথবা যেমন পায় নি দূর অতীতের ক্লান্ত সে পথিক! মায়াময়, স্বপ্নালু সে গাছের গুড়ির আকর্ষণ কাটিয়ে আবার তাকে যাত্রা শুরু করতে হয়েছিলো ঠিকই। ইতিমধ্যেই কোন এক প্রতিজ্ঞার কাছে যে তার অ-নে-ক খানি সময় বন্ধক দেয়া হয়ে গেছে!

আমি বিষণ্ণ মনে সন্ধ্যার অন্ধকারে বাসায় ফিরে যেতে থাকি। সারবাধা সোডিয়াম বাতির হলুদ আলো মাঝে মাঝে গাছের পাতার ফাক দিয়ে দিয়ে রাস্তার উপর পড়ে। বাতাসে সে গাছের পাতা কাপে আর ভেজা রাস্তায় কাপে সোনালি আলোর আবছা প্রতিবিম্ব।

তিরতির করে কাপতে থাকা সে বিম্ব দেখে আমি আবার ঘোরে আচ্ছন্ন হই। রাস্তাটাকে আমার নদী বলে ভ্রম হয়, আর নিজেকে মনে হয় কবিতার সে পথিক...

বাতাসে ভর করে নেমে আসা তুহিন আর তুষারের মধ্য দিয়ে যে পথিক তার সঙ্গী ঘোড়াটিকে নিয়ে এগিয়ে চলে। পেছনে পড়ে থাকে শুধু প্রবল শীতে জমে যাওয়া অপূর্ব এক হ্রদ!

Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

-- Robert Frost (March 26, 1874 – January 29, 1963)

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল লেখা। ধন্যবাদ

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

পুলহ বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই! ভালো থাকবেন :)

২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

এহসান সাবির বলেছেন:
সে যাই হোক- এমনই একটা ভুল করে ফেলতে ইচ্ছে করেছিলো আজ আমারও! মনে হয়েছিলো- এই শীতের সন্ধ্যায়- বৃষ্টি ভেজা ঢাকার অদ্ভূত এই নির্জন রাস্তা ছেড়ে ঘরে ফিরে যাবার কোন অর্থই হয় না। বাতাসের সাথে সাথে আমিও হাটতে থাকি। কে জানে, হয়তো অতি সাধারণ এই পথটুকুই একসময় আমায় পৌছে দেবে অনন্য-সাধারণ কোন গন্তব্যে!


দারুন ভালো লাগা পোস্টে।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ এহসান সাবির ভাই! অনেক ভালো থাকবেন :)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

পুলহ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই! :)

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

জেন রসি বলেছেন: পথিকের সাথে রাত্রির পরিচয় ভালো লেগেছে।

And miles to go before I sleep,
And miles to go before I sleep.

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

পুলহ বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি আপনাকে ! :)

৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২১ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

পুলহ বলেছেন: অনেক ধন্যবাদ! :)

৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ফারহান মুক্তাদির বলেছেন: অসাধারণ লিখা। পড়ে ভাল লাগল।

২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

পুলহ বলেছেন: শুভকামনা জানবেন ফারহান মুক্তাদির ! মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ লাগলো....

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

পুলহ বলেছেন: ধন্যবাদ আপনাকে ! আপনার 'রাতের সাথে একান্ত বাতচিত' পোস্টটা পড়ার পর রাত্রির সাথে আবার নতুন করে পরিচিত হতে খুব ইচ্ছা করছিলো ; তাই রবার্ট ফ্রস্ট এর কবিতা খুলে বসলাম "Acquainted with the Night" :)

সেটারই পরবর্তী সংস্করণ বলা যেতে পারে এই পোস্টটাকে!
ভালো থাকবেন :)

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ, জেনে খুব কৃতজ্ঞ হলাম। কারোর কাছে আরেকটা লেখার কিছুটা সূত্র হতে পেরে। এই সুযোগে একটা দারুণ কবির কবিতা পড়া হয়ে গেল। এমন চমৎকার একটা লেখাও পেলাম। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.