নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

পুলহ

পুলহ › বিস্তারিত পোস্টঃ

অতি-সাধারণ এক মানুষের ব্লগ জগতে বছর পূর্তি (প্রায়)

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

(আপনাদের উপর শান্তি বর্ষিত হোক)

আর এক সপ্তা' বাদেই ব্লগে আমার লেখালেখির এক বছর পূর্ণ হবে....

এটা পৃথিবীবাসীর জন্য এমন কোন মহৎ সংবাদ না হলেও, আমার নিজের জন্য তো বটেই! তাই এতো ঘটা করে একটা পোস্ট দেয়ার জন্য বসলাম। এই পোস্টে- রেজিস্ট্রেশন করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত ব্লগ বিষয়ে আমার নিজস্ব পর্যবেক্ষণ, উপলব্ধি আর ভালোলাগার কথাটুকু সংক্ষিপ্ত পরিসরে বলে যেতে চেষ্টা করবো। আর দেরি না করে তাই মূল লেখায় প্রবেশ করি! পাঠকদেরকে স্বাগতম!

ব্লগ সম্পর্কে আমার পর্যবেক্ষণ

১. কবিতায় যেরকম সনেট, বই প্রকাশের বেলায় যেমন ফর্মা, তেমনি ব্লগেও সম্ভবতঃ পোস্ট সাইজের একটা গ্রহণযোগ্য আকার তৈরি হয়েছে। সে আকারের থেকে সাইজে ছোট পোস্ট মানুষ খুব একটা গুরুত্ব দিয়ে নেয় না, আর বড় হয়ে গেলে সেটাকে বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে যায়। ব্যতিক্রম নিশ্চই আছে, তবে আমার ধারণা জন-নন্দিত এবং পাঠক-সমাদৃত পোস্টগুলোর বেশিরভাগই সেই বিশেষ কলেবরের হয়।
২. আমার স্বল্প অভিজ্ঞতা থেকে মনে হয়- সারা দেশে কবিতার পাঠক কম হলেও, ব্লগে কবিতার পাঠকই বেশি! নিবন্ধন করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত এক্সট্রা অর্ডিনারি বেশ কিছু কবি এবং তাদের কবিতাই আমার চোখে পড়েছে। এই সুযোগে একটা কথা বলে রাখি- আমি কবিদেরকে খুব বেশি হিংসা করি, কারণ আমি জানি- আর যাই হোক- আমি কখনো কবিতা লিখতে পারবো না। জোছনার সে অপূর্ব ফুলটাকে স্পর্শ করবার সৌভাগ্য সৃষ্টিকর্তা খুব কম সংখ্যক মানুষকে দেন।
৩. ব্লগে প্রযুক্তি নিয়ে কিছু কিছু পোস্ট এলেও সম্ভবতঃ সব থেকে কম আসে মৌলিক বিজ্ঞান (ফান্ডামেন্টাল সায়েন্স) নিয়ে পোস্ট। পাঠকের মনেও বুঝি এমন একটা ধারণা ঢুকে গিয়েছে যে 'এসব খটমটে বিজ্ঞানের ব্যাপার-স্যাপার আমি কিছু বুঝবো না, এগুলো পড়ে লাভ নেই'.... যাই হোক- আমি মন থেকে চাই ব্লগে বিজ্ঞান সম্পর্কিত পোস্ট আসুক, কোয়ান্টাম ফিজিক্স কিংবা জেনারেল রিলেটিভিটি সৃষ্টিজগতের যে অন্তর্গত শৃংখলাটাকে নির্দেশ করে- সেটার স্বরূপ আমাদের চোখের সামনে ধীরে ধীরে উন্মুক্ত করে দিক কোন প্রতিভাবান, সহজিয়া বিজ্ঞান সাধক।
৪. ব্লগের সিনিয়র ব্লগারেরা অসম্ভব, অসম্ভব হেল্পফুল। তারা একজন নতুন ব্লগারকে সব রকমের উৎসাহ দিয়ে চলেন- অন্ততঃ আমার অভিজ্ঞতা সেরকমই বলে। যেখানে প্রশংসা করা দরকার সেখানে প্রশংসা, যেখানে ভুল ধরিয়ে দেয়া দরকার, সেখানে পরিমিত সমালোচনা- এসবই আমি উনাদের মধ্যে দেখেছি। সুতরাং নতুন কেউ যদি আন্তরিকভাবে ব্লগিং ভালোবেসে লেখালেখি চালিয়ে যেতে চায়, আমি বাজি ধরে বলতে পারি- তারা সব ধরণের সহযোগিতা আশপাশ থেকে পাবেন।

ব্লগের ব্যাপারে আমার কিছু উপদেশ এবং পাকনামি

বাঙালি মাত্রই উপদেশ দিতে ভালোবাসে, সুতরাং আমিই বা শুধু শুধু ব্যাতিক্রম হতে যাবো কেন! তাই ব্লগের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে আমারো কিছু বলার আছে!! সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষ্যে গত বছর যেরকম একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো- নতুন ব্লগারদের জন্য-অন্ততঃ সীমিত পরিসরে হলেও- প্রতিবছর সেরকম একটা প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। সেখানে অংশ নিতে পারবেন শুধুমাত্র ঐ বছর রেজিস্ট্রেশন করা ব্লগারগণ। অর্থাৎ, কথার কথা- ২০১৬ এর ডিসেম্বরে একটা প্রতিযোগিতার আয়োজন করা হলে সেখানে অংশ নিতে পারবেন শুধুমাত্র ২০১৬ ইংরেজি বছরে রেজিস্ট্রেশন করা ব্লগারেরাই। এতে দু'টো জিনিস হবে-

১. নতুন ব্লগারদের মধ্যেও নিজেদেরকে প্রমাণ করার একটা তাড়না থাকবে।
২. পুরোন ব্লগারদেরও সুবিধা হবে নতুন, ভালো ভালো লেখার সাথে পরিচিত হবার ক্ষেত্রে।
আগেই উল্লেখ করেছি সপ্তম বাংলা ব্লগ দিবসের স্টাইলে অত আয়োজন করে প্রতিযোগিতা করবার দরকার আছে বলে আমি মনে করি না। ইন ফ্যাক্ট, এটাকে প্রতিযোগিতা না বলে- একরকমের প্রমোশন বলাটাই শ্রেয়। সেখানে বছর বছর ভালো লেখা, নতুন ভালো লেখকদের প্রমোশন করে দেবে সামু স্বয়ং- এই যা।

শেষ কথা

মুদ্রার দু'পিঠের মত করেই ভালো/খারাপ সবখানেই দেখতে পাওয়া যায়, সামহোয়্যার ইন ব্লগও সেটার ব্যাতিক্রম নয়। এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবার পর থেকে আমি প্রচুর ভালো ভালো লেখক এবং তাদের লেখা পেয়েছি- যারা কি না- সমাজের অন্যায়, অত্যাচার কিংবা অসঙ্গতি গুলোকে তুলে ধরবার জন্য এবং মানুষকে সচেতন করার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে নিজেরা লেখালেখি করে যাচ্ছেন। অনেকে লিখছেন পৃথিবীর কথা, আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন দেশ-বিদেশের প্রকৃতি, সংস্কৃতি আর সেখানকার মানুষের সাথে। কেউ কেউ হাস্য-রসাত্মক লেখা লিখে চালিয়ে নিয়ে যাচ্ছেন মানুষকে হাসানোর মত অসম্ভব জটিল কোন কাজ; গল্প-কবিতায় অনেকে তুলে ধরছেন জীবন, মানুষ অথবা সৃষ্টিজগতের মঙ্গলময় কোন মহাসত্য.... কত বিচিত্র সব বিষয়, তার থেকেও কত বিচিত্র মানুষের ভাবনা ! আর এ সবই পরম গৌরবে ধারণ করে আছে আমাদের সকলের প্রিয় এই সামহোয়্যার ইন ব্লগ।

তেমনি উলটো দিক থেকে নিশ্চই এমন মানুষও আছে- যাদের ইন্টেনশনই হচ্ছে ঝামেলা লাগানো, বিভেদ আর বিভক্তি সৃষ্টি করে ঘৃণা কিংবা অস্থিরতার চাষবাস। প্রথম শ্রেণির মানুষগুলোকে যদি নক্ষত্রের সাথে তুলনা করি, তাহলে দ্বিতীয় শ্রেণির লোকগুলো হোল- ময়লা, যার সর্বোচ্চ দৌড় গন্ধ ছড়ানো পর্যন্ত। ইন ফ্যাক্ট- এদের নিয়ে কথা বলাটাও নিশ্চই একরকম সময়ের অপচয় ছাড়া আর কিছু না.....

সুতরাং আমি সে নক্ষত্রদের নিয়েই কথা বলবো- যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছেন। ব্লগ হোক, মিডিয়া হোক কিংবা হোক সামাজিক যোগাযোগ মাধ্যম- যারা এই ঘুণে ধরা সমাজের মেঘাচ্ছন্ন, অস্পষ্ট আকাশকে ভালোবাসা, জ্ঞান আর মঙ্গলের আলোয় আলোয় সাজিয়ে দিতে নিজেরা জ্বলছেন ঠিক নক্ষত্রের মতই! তাদের আশা একদিন মেঘ ঠিক কেটে যাবে- পরিষ্কার হয়ে আসবে কোমলতা আর প্রশান্তির রাতের আকাশ।

সে আকাশের মিটিমিটি নক্ষত্রগুলোকে দেখিয়ে মা তার কোলের সন্তানকে নরম গলায় বলবেনঃ "আব্বু দেখেছো, কি সুন্দর!
কি সুন্দর!!"
----------------------------------
আমার বাছাই করা একটি লেখা

লেখালেখির নামে এই একটা বছর ব্যাঙের মাথা কিংবা পেট যেটাই লিখে থাকি না কেন, এরা প্রত্যেকেই আমার এক একটা সন্তান। প্রায় ২১ জন সন্তানের মধ্য থেকে একজনকে বেছে নেয়া কঠিন, কিন্তু তারপরো আমি নিচের লেখাটিকেই এই পোস্টে সংযুক্ত করবার জন্য বেছে নিলাম। এর একটা কারণ হতে পারে- লেখাটিতে একইসাথে ভালোবাসা, স্বপ্ন আর মানবতাবোধের ছবি আকতে চেয়েছি; আমার অন্য গল্পগুলোতে যে তিনটি অনুভূতির একত্র উপস্থিতি খুব কমই দেখা যায় ..... কেউ অবসর থাকলে লেখাটি পড়ে দেখতে পারেন !

গল্পের মূল চরিত্র 'খমনু' নামের এক পাহাড়ি শিশু। এই গল্পের সমস্ত চরিত্র আর ঘটনা কাল্পনিক হলেও খমনু নামের এক বাচ্চাকে কিন্তু সত্যি সত্যিই আমি চিনি। বান্দরবানের থানচি ঘুরতে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়েছিলো !!

যদিও এ গল্পে তার নামটুকুই শুধু ব্যবহৃত হয়েছে, সত্যিকারের সে খমনুর জীবন এখন পর্যন্ত সুন্দর আছে বলেই আমার ধারণা। মানুষের লোভ, পাপ কিংবা প্রতিহিংসার কালো ছায়া এখনো সেখানে তার জীবনটাকে আচ্ছন্ন করে ফেলে নি....
গল্প কিংবা রূপকথার জগতে যে অপূর্ব ছবিটা আকতে চেয়েও আমি আকতে পারি নি, প্রার্থনা করি- একদিন বাস্তব পৃথিবীর মানুষ সে অসম্পূর্ণ ছবিটাকে পূর্ণাঙ্গ রূপ দেবে। পৃথিবীর প্রতিটা খমনুর জন্য এর থেকে বেশি কিছু আর আমার চাইবার নেই !

জয় হোক লেখালেখির !!

গল্পের লিংকঃ একজন খমনু আর একটা রিরৈ পাখি

মন্তব্য ৮৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

হাফিজ বিন শামসী বলেছেন: বর্ষপূর্তির অগ্রিম শুভেচ্ছা রইল।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

পুলহ বলেছেন: ধন্যবাদ ভাই! ভালো থাকবেন

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
ব্লগে, আগে কখনো আমার বছর পুর্তি হতো না, তার আগে ব্যান করে দিতো; এবার বছর পুরে ৩ মাস হতে যাচ্ছে।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

পুলহ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

জুন বলেছেন: মানুষের লোভ, পাপ কিংবা প্রতিহিংসার কালো ছায়া এখনো সেখানে তার জীবনটাকে আচ্ছন্ন করে ফেলে নি....
গল্প কিংবা রূপকথার জগতে যে অপূর্ব ছবিটা আকতে চেয়েও আমি আকতে পারি নি, প্রার্থনা করি- একদিন বাস্তব পৃথিবীর মানুষ সে অসম্পূর্ণ ছবিটাকে পূর্ণাঙ্গ রূপ দেবে।

আপনার মনোবাসনা পুর্ন হোক পুলহ। সাথে বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু! ভালো থাকবেন অনেক।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

আমিই মিসির আলী বলেছেন: অগ্রিম শুভেচ্ছা।
ভালো থাকুন সর্বদা।
গল্প টা পরে পড়ে নিবো।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

পুলহ বলেছেন: শুভকামনার জন্য মন থেকে কৃতজ্ঞতা ভাই।
ভালো থাকবেন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

সোহানী বলেছেন: অনেক ভালো লাগলো আপনার বর্ষপূর্তি মনের ভাবনা, আকুতি, ভালোলাগা, মন্দলাগা। আপনার মতের সাথে সম্পূর্ণ একমত। ভালোথাকুন ও সামু পরিবারের সাথে অারো অনেক বছর থাকুন এ কামনায়।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

পুলহ বলেছেন: আপনিও অনেক ভালো থাকবেন আপু! পাঠ ও মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাঁটি হাঁটি পা পা করে
পেরুলে পুরো বারো মাস;
অল্প এ কদিনে তুমি
হয়েছ ব্লগেতে খাস।

আগের পোষ্টটি মোর
লেগেছে জবর;
জমেছিলো রম্যতে
ইলিশ খবর।

হৃদয়ের শুভ কামনা
ব্লগে হও আলোকিত;
ফল্গু ধারার মতো
খ্যাতি হোক বর্ষিত।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

পুলহ বলেছেন: ছড়ায় ছড়ায় অভিনন্দন পেয়ে আপ্লুত। ভালো থাকা হোক সবসময় গুণী ছড়াকার।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বর্ষপূর্তির অগ্রিম শুভেচ্ছা রইল। :)

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

পুলহ বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইকে অসংখ্য ধন্যবাদ।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। অগ্রিম শুভেচ্ছা..... !:#P

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

পুলহ বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন !

৯| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

ফারিহা নোভা বলেছেন: অগ্রিম শুভ কামনা রইল, আপনার পথচলা আরও সুন্দর ও সুগম হোক ,
ভাল থাকবেন।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯

পুলহ বলেছেন: কবির মন্তব্য পেয়ে ভালো লাগছে! আপনার পথচলাও হোক আনন্দময়।
ভালো থাকবেন।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

শামছুল ইসলাম বলেছেন: প্রথমেই বর্ষপূর্তির শুভেচ্ছা !!!!!

এক বছরের মাথায়, এমন একটা গঠনমূলক পোস্ট দেখে বুঝতে পারছি, আপনি অনেক দূর যাবেন।
এবং অন্তর থেকে কামনা করছি আপনার উজ্জল ভবিষ্যতের।

নতুন ব্লগারদের উৎসাহিত করার জন্য আপনি যে পরামর্শ দিয়েছেন, সামু তা বিবেচনা করে দেখতে পারে।

আপনার গল্পটা অবশ্যই পড়ব।

আপনার মত নবীন, উদার মনের ব্লগারের পদচারণায় মুখরিত হোক সামু।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

পুলহ বলেছেন: আপনি নিশ্চিতভাবেই মনযোগী এক পাঠক, এবং অবশ্যই অবশ্যই গুণী এক লেখক।
খুব ভালো লাগলো শ্রদ্ধেয় শামছুল ইসলাম ভাই আপনার আন্তরিক শুভকামনা পেয়ে।
অনেক, অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

সায়ান তানভি বলেছেন: শুভ কামনা রইল, ভাল থাকবেন।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

পুলহ বলেছেন: সায়ান তানভি ভাইকে ধন্যবাদ।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

আহমেদ জী এস বলেছেন: পুলহ ,




সময়কাল নগন্য হলেও আপনার পর্য্যবেক্ষনে গভীরতা অনেক । বেশ গুছিয়ে লেখা আর সত্যের খুব কাছাকাছি ।

আপনার লিংকের গল্পটির নামই বলে দিচ্ছে - তীব্র অনুভবের গল্প । সময় করে পড়ে নেবো ।

আর শেষ কথাটি এই - ভালো থাকুন, জ্ঞান ও প্রজ্ঞায় সিদ্ধার্থ হয়ে উঠুন ।
হপ্তা বাকীর বর্ষপূর্তি যেন পুলক ছড়িয়ে যায় আপনার ব্লগ আঙিনায় .................

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

পুলহ বলেছেন: "ভালো থাকুন, জ্ঞান ও প্রজ্ঞায় সিদ্ধার্থ হয়ে উঠুন "-- আপনাদের মতন অভিজ্ঞ মানুষদের কাছ থেকে এই দোয়াই আমাদের মত নবীনদের জন্য পরম পাওয়া।
ভালো থাকবেন আহমেদ জী এস ভাই

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

রাবার বলেছেন: বছর পুর্তির শুভকামনা রইলো

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

পুলহ বলেছেন: রাবারকে ধন্যবাদ! ভালো থাকবেন।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

দীপংকর চন্দ বলেছেন: অতি-প্রিয় এক মানুষের ব্লগ জগতে বছর পূর্তি (প্রায়)!!!

অনেক অনেক ভালো লাগছে।

শুভকামনা থাকছে অনেক অনেক।

অনেক ভালো থাকবেন ভাই। অনেক ভালো। সবসময়।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। আপনিও ভালো থাকবেন।
আর প্রথম লাইনটা সেইরকম হইছে, হা হা...
শুভকামনা।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।

আপনি অনেক বড় গল্পকার, কিন্ত ব্লগার হিসেবে তত নয়।
আশাকরি সেটা্ও হবেন।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০

পুলহ বলেছেন: পাঠ ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা দাদা।
সত্যি সত্যি বড় গল্পকার হতে পারলেও তো হোত, হা হা হা!!
ভালো থাকবেন

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

স্টেলা গমেজ বলেছেন: বর্ষপুর্তিতে জানাই অনেক অভিনন্দন। ব্লগ জগতে আমি একেবারেই নতুন, জানার অনেক আগ্রহ, আপনাদের কাছ থেকে অনেক শিখতে পারবো এ প্রত্যাশা রাখি। ২১ জনের মাঝে বেছে নেয়া ১ জন সন্তানকে জানতেই হবে।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

পুলহ বলেছেন: আপনার পথচলা সুন্দর হোক- এই শুভকামনা রইলো।
আমি নিজেও তেমন অভিজ্ঞ কেউ নই- বয়স এবং লেখালেখি দু'দিক থেকেই; তারপরো চেষ্টা করি মানুষকে উতসাহ দিয়ে যেতে- যতটা সম্ভব।
ভালো থাকবেন আপু!

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
vaLo Likhsen.
borshopurtir ogrim ovinondon!

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

পুলহ বলেছেন: ইমরাজ কবির মুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকা হোক সব সময়!!

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪

মুসাফির নামা বলেছেন: শুভেচ্ছ্ রইল পুলহ ভাই,সে সাথে আজকের ব্লগটার জন্য ধন্যবাদ।কারণ অনেকেরই বনের মেষ তাড়ানোর অভ্যাস আছে।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

পুলহ বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা ভাই!

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯

গেম চেঞ্জার বলেছেন: গল্পটি পড়ার দরকার। আপনার ১ম বর্ষপুর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৬

পুলহ বলেছেন: গেম ভাইকে ধন্যবাদ। সাথে পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।

২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: ব্লগার হিসেবে বর্ষপূর্তির জন্য আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা! প্রমাণ সাইজের এই লেখাটা পড়ে বেশ ভালো লাগলো।
আপনার পর্যবেক্ষণ খুব গভীর, তা বিভিন্নজনের লেখায় আপনার মন্তব্য পড়ে বুঝতে পেরেছি। আর এই লেখাটায় আপনি পরিমিতি বোধের পরিচয় দিয়েছেন। ভাবনাগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮

পুলহ বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই।
ভালো থাকবেন সব সময়- এই শুভকামনা!

২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

মাসূদ রানা বলেছেন: শুভেচ্ছা রইল ভাই ।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০০

পুলহ বলেছেন: মাসূদ রানা ভাইকে অসংখ্য ধন্যবাদ। পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

এস বি সুমন বলেছেন: বছর পুর্তির অগ্রিম শুভেচ্ছা । আগামির দিনগুলো ভাল কাটুক সেই চাওয়াই রইল ।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০১

পুলহ বলেছেন: শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।

গল্পটাও পড়ে নিব।

ভাল থাকুন নিরন্তর। :)

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
আপনিও ভালো থাকুন অনেক!
শুভকামনা!

২৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

আরজু পনি বলেছেন:

বর্ষপূর্তিতে (প্রায়) অনেক শুভকামনা রইল।

লেখায় আরো বড় বড় পুরস্কার আপনার ঝুলিতে আসুক এই কামনা করি ।

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

পুলহ বলেছেন: শুভকামনায় অসংখ্য ধন্যবাদ জানবেন আরজু পনি আপু!
ভালো থাকা হোক সব সময়।

২৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

আবু শাকিল বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন ।
লিখতে থাকুন

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

পুলহ বলেছেন: পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা শাকিল ভাই।
ভালো থাকবেন।

২৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা!

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

পুলহ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

প্রামানিক বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা রইল।

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

পুলহ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই!

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন !

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা :)

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫২

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ মনিরা সুলতানা আপু।
ভালো থাকবেন !

৩০| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দনপার্ক! :-B

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮

পুলহ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ হাসান ভাই।

৩১| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

চিত্রনাট্য বলেছেন: শুভকামনা থাক‌লো ৷

আপনার প্রস্তা‌বের প্রে‌ক্ষি‌তে বল‌ছি , ব্ল‌গে মাত্র অল্প ক‌য়েকজন আছে যারা পুরা‌নো নি‌কেই আছেন , তারা নেহাতই শান্ত ধর‌ণের ৷ এই অল্প ক‌য়েকজন ছাড়াই বা‌কি যারা আছে তারা সবাই নতুন নতুন আইডি‌তে আসে ৷ পুরান মানুষ নতুন পোশা‌কে

আপনার গল্পটা প‌ড়ে‌ছি , সুন্দর ! পাহা‌ড়ি বর্ণনা ভাল ৷

১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৪

পুলহ বলেছেন: "ব্ল‌গে মাত্র অল্প ক‌য়েকজন আছে যারা পুরা‌নো নি‌কেই আছেন , তারা নেহাতই শান্ত ধর‌ণের ৷ এই অল্প ক‌য়েকজন ছাড়াই বা‌কি যারা আছে তারা সবাই নতুন নতুন আইডি‌তে আসে ৷ পুরান মানুষ নতুন পোশা‌কে... "-- ব্লগ সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব একটা বেশি না, আমি তেমন জানি না এই জগতটা সম্পর্কে জেনারেল কিছু ইনফো ছাড়া... যেটাই হোক, যেমনই হোক- দিন শেষে ভালো লেখা, ভালো চর্চা আর মানুষের মঙ্গল কামনায় ব্লগ ভরে উঠলেই হোল- সেটা নতুন ব্লগারদের দিয়ে হোক, পুরনোদের দিয়ে হোক কিংবা নতুন পোশাকের পুরনো মানুষদের দিয়েই হোক...
ভালো থাকবেন। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ! আর সময় করে গল্পটা পড়বার জন্য আরেক প্রস্থ কৃতজ্ঞতা !

৩২| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগে আপনার বর্ষপূর্তি উপলক্ষে অভিনন্দন।

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন!

৩৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

ফয়সাল রকি বলেছেন: এবছর ২২টা সন্তান জন্ম দিলেন, আগামী বছর ৪৪ হওয়া চাই।
অভিনন্দন।

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

পুলহ বলেছেন: হা হা হা, আপনার শুভকামনায় আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ভাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন! আরো ভালো্ লেখা পড়তে চাই।

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

পুলহ বলেছেন: সাজ্জাদ ভাইকে ধন্যবাদ। অনেক ভালো থাকবেন !

৩৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

নেক্সাস বলেছেন: বছর পূর্তির শুভেচ্ছা প্রিয় ব্লগার পুলহ। লিখালিখির হয় হোক। আপনার লিখাটাি বেশ গুছানো হয়েছে।
কবিতা আপনি লিখতে পারবেন বলে মনে হচ্ছে। জোৎস্নার ফুল নিয়ে যে লাইন লিখলেন ঐটাই কবিতা।


ভালো থাকুন

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

পুলহ বলেছেন: আপনার মত এমন অভিজ্ঞ একজন মানুষের মন্তব্য এবং উতসাহ পেয়ে সত্যি খুব ভালো লাগছে ভাই।
আপনিও ভালো থাকুন। পাঠ ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা।

৩৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন।

বছর থেকে যুগের দিকে হোক পথ চলা।

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ রুহী আপু!
ভালো থাকা হোক সব সময়।

৩৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

আরণ্যক রাখাল বলেছেন: আপনার পোস্ট আমি দুর্ভাগ্যজনক ভাবে খুব বেশি পড়িনি। তবে আপনাকে লক্ষ্য করেছি ২১শে ফেব্রুয়ারির একটা পোস্টে। অসাধারণ একটা নিবন্ধ লিখেছিলেন আপনি। সেই থেকেই আপনাকে অনুসরণ করছি।
আপনি আরও অনেক এগিয়ে যান সামনে। অনেক অনেক অভিনন্দন।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

পুলহ বলেছেন: ব্যাপার না! শুভকামনার জন্য ধন্যবাদ।

৩৮| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বর্ষপূর্তি আর নতুন বছরের শুভেচ্ছা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

পুলহ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।
আপনার জন্যও শুভেচ্ছা !

৩৯| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। :)

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

পুলহ বলেছেন: বাংলা নতুন বছর ভালো কাটুক ভাই!! শুভকামনা।

৪০| ২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৬

রুদ্র জাহেদ বলেছেন: আপনার কয়েকটি লেখা আগে পড়েছি।তখন থেকে অনুসরণে রাখছি।বর্ষপূর্তি পোস্টও দারুণ লাগল,বেশ সুন্দরভাবে অভিজ্ঞতার কথা লিখেছেন।আপনার পরখ করার ক্ষমতা চমৎকার।বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ব্লগার

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

পুলহ বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যখানা পড়ে। আমার মত অভাজনের প্রতি আপনার যে শুভাকাঙ্খা, আশীর্বাদ আর ভালোবাসা- সেটা বহুগূণে বর্ধিত হয়ে আপনার উপরও বর্ষিত হোক- এই প্রার্থনাই করি....
শুভকামনা ভাই সব সময়ের জন্য।

৪১| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

জ্যোস্নার ফুল বলেছেন: অভিনন্দন পুলহ :)

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জ্যোস্নার ফুল !!

৪২| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:৫৩

রাঙা মীয়া বলেছেন: জয় হোক লেখালেখির !!
====================
বাহ ! খুবই পরিচ্ছন্ন লেখনী !:#P বর্ষপূর্তিতে শুভেচ্ছা

০৩ রা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন!

৪৩| ১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: হাজার বছরের অপেক্ষায়............ :D

১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৪২

পুলহ বলেছেন: ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.