নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেই তো কোন পরিচয়

আহা রুবন

নেই তো কোন পরিচয়

আহা রুবন › বিস্তারিত পোস্টঃ

আসুন বিষ খাওয়ার অভ্যাস করি।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৫

কিছু দিন আগে বাড়ি গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল কিছু আম নিয়ে আসার। কয়েকটি আম্রপালির চারা লাগিয়েছিলাম বছর চার-পাঁচ হল। আম ধরা শুরু হয়েছে। তো সেখানে গিয়ে অবাক হলাম—দেখি গাছ-তলায় কয়েকটি আম পড়ে আছে। গাছ-তলায় আম থাকা অস্বাভাবিকই বটে। আমরা ছোট বেলায় কান খাড়া করে থাকতাম, আম পড়ার শব্দ হয় কি না। রাতের বেলায় ছুটতাম হারিকেন নিয়ে। আম খাওয়ার চেয়ে কুড়ানোতেই বেশি আনন্দ পেতাম। হয়ত আমাদের সেই আদিম স্বভাব, বনে-জঙ্গলে ফল কুড়িয়ে খাওয়ার পুরনো অভ্যাস।

প্রত্যেক বছর বাড়িতে বলে আসি গাছে ওষুধ দিতে। কয়েক বছর হল ফলগাছে কীটনাশক স্প্রে করার জন্য লোক আসে—ওষুধ ছিটিয়ে টাকা নিয়ে যায়। চারিদিকে তো এখন কীটনাশক, ফরমালিন বিরোধী একটা হাওয়া চলছে। তাই আমিও ওষুধ স্প্রে করতে নিষেধ করেছিলাম।

আমাদের উঠোনে একটা বোম্বাই জাতের লিচু গাছ আছে। পরিবারের চাহিদা ওটা থেকেই মিটে যেত। ছোট বলা থেকে তাই দেখে আসছি। আগে কোনও কীটনাশক ছিটাতে হত না। কিন্তু এখন ছিটাতে হয়। সমস্যা হল গাছটি বছর সাত হবে এত বড় হয়েছে যে অত উঁচুতে ওষুধ ওঠে না। ফলে এখন আর লিচু খাওয়া হয় না। সবাই যখন বিষ ছিটায়, সেখানে এই গাছে কীটনাশক না থাকায়, রাজ্যের যত পোকা এসে হামলা চালায়। লিচু এখন পোকার খাবার।

লিচু গাছের ঘটনা থেকেও আমার শিক্ষা হয়নি। আসলে আমেও যে এই রকম পোকা হতে পারে ধারণা ছিল না—আগে তো কেউ ওষুধ দিত না।

প্রথমে যেটা উল্লেখ করেছিলাম, আম গাছতলায় আম পড়েই থাকে কেউ খায় না। আমি আহাম্মক সেজে বাড়ি থেকে চলে আসি। এখন অবস্থাটা এমন হয়েছে যে হয় আমাদের পোকা সুদ্ধ ফল খাওয়া শুরু করতে হবে, নয়ত বিষ খাবার অভ্যাস গড়ে তুলতে হবে।

আহা রুবন

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৮

রাস্তার সম্রাট বলেছেন: পরিস্থিতি আর বাস্তবতা দুটোই ভয়াবহ। শেষ লাইনটা চমত্‍কার ছিল।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৩

আহা রুবন বলেছেন: মনের দুঃখে কথাগুলো বলা। আসলে এর থেকে কি মুক্তি নেই? শুভ কামনা রইল।

২| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভাবে সাজিয়েছেন লিখাটি ।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০

আহা রুবন বলেছেন: ধন্যবাদ!

৩| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৯

মহা সমন্বয় বলেছেন: আচ্ছা মানুষ যে ফরমালিনের বিরুদ্ধে এত কথা বলে? পোঁকা আম, পঁচা সবজি, পঁচা মাছ তারা কি কেউ কিনবে?
এগুলা তরতাজা কিনতে হলে একেবারে গ্রামে গিয়ে কিনতে হবে সেটা কি আর প্রতিদিন সম্ভব?
আমি ফরমালিনের মধ্যে খুব একটা খারাপ কিছু দেখি না এটা তো সবজি টাটকা রাখে ফলমূল ভাইরাস মুক্ত রাখে তাহলে এত সমস্যা কোথায়?

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৮

আহা রুবন বলেছেন: আমাদের পরীক্ষকেরা তো ফলের প্রাকৃতিক ফরমালিনকেও আটকে দিতেন (ফল নিজেকে রক্ষার জন্য কিছু পরিমাণ ফরমালিন নিজেই তৈরি করে)। পরে জানা গেল তাদের যন্ত্র ফরমালিন থাকলেই ধরবে। সেটা তার নিজের তৈরি বা ইন্জেক্ট যাই করা হোক। অথচ হওয়া উচত ছিল নির্ধারিত মাত্রার বেশি হলে কেবল ধরবে।

৪| ২৪ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪২

চাঁদগাজী বলেছেন:




দেশের কৃষি খাত দক্ষ প্রফেশানেল দ্বারা চালিতথচ্ছে না; মানুষ মরছে অকালে

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

আহা রুবন বলেছেন: উন্নত বিশ্ব কীভাবে এসব প্রতিরোধ করে ভালমত গবেষণা করা দরকার।

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১০

তারেক৭০৭ বলেছেন: Natural oil extract from "Neem". Spray with water. I think it will be good for protect insect and intoxicated for human body. try it. Thanks for your wonderful writing and subject selection.

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০১

আহা রুবন বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।



৬| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬

প্রামানিক বলেছেন: কীটনাশক না দিলে ফল থাকে না আবার কীটনাশক দিলে মানুষের সমস্যা। উভয় সমস্যায় আছি আমরা।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

আহা রুবন বলেছেন: তো হয়ে যাক একটা ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০

ভ্রমরের ডানা বলেছেন: এখন অবস্থাটা এমন হয়েছে যে হয় আমাদের পোকা সুদ্ধ ফল খাওয়া শুরু করতে হবে, নয়ত বিষ খাবার অভ্যাস গড়ে তুলতে হবে।

খাটি কথা বলেছেন। কিন্তু এর সমাধান কি?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

আহা রুবন বলেছেন: একটু দূরের আমার এক পিচ্চি ভাগ্নেকে দেখলাম পোকাশুদ্ধ লিচু খায়। আমি তাকে ধমক দিলে থতমত খেয়ে বলল, টিভিতে যে পোকা খায়? শুনে আমি তো থ!

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: পিচ্চি গুলা পুরাই বিটলা!

এরা সব ব্রেয়ার গ্রিলসের ভক্ত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.