নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেই তো কোন পরিচয়

আহা রুবন

নেই তো কোন পরিচয়

আহা রুবন › বিস্তারিত পোস্টঃ

একে শক্তিশালী নেটওয়ার্ক বলে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৪



টিভি খুললেই শুরু হয়ে যাবে কিছু ছেলেমেয়ের নাচন-কুদন। কেননা তারা মোবাইল ফোন ব্যবহার করে। মোবাইল ফোন ব্যবহার করলে, ইন্টারনেট ব্যবহার করলে নাচানাচি করতে হয়, এটাই নিয়ম। আর বাংলাদেশে ইন্টারনেট ব্যবহৃত হয় কেবল ফেসবুক ব্যবহার তথা সেলফি পোস্ট করার জন্য। আর কোনও কাজ নেই , থুক্কু আর একটা আছে প্রেম করা যায়—প্রেমিকা বা স্ত্রীর সাথে ঘুম কামাই করে। তাদের বিজ্ঞাপনগুলো দেখলে মনটা আনন্দে ভরে ওঠে। কত সহজে দূরের দেশি, বিদেশি আপনজনের সঙ্গে যোগাযোগ করতে পারি—কত শক্তিশালী তাদের নেটওয়ার্ক!

বিজ্ঞাপনের সময় নাচে আর গান গায়। গাইবেই তো কত শক্তিশালী তাদের নেটওয়ার্ক! কথা কিন্তু একশত ভাগ ঠিক, তবে শক্তিশালী থেকে কেবল শক্তিকে বাদ দিতে হবে। হ্যাঁ; শালী যেমন স্ত্রীর বিকল্প নয় খালি লোভ দেখায়, কিন্তু আসল কাজের বেলায়, উঁ হুঁ... এদের (শক্তি)শালী নেটওয়ার্কও তেমনি।

আমার বর্তমান বাস একটি জেলা সদরে। বিভিন্ন ব্লগ, সাইটে ঘোরাঘুরির কিছুটা অভ্যাস আছে। মোবাইল সিম দিয়েই আন্তর্জালিক কাজটা করে থাকি। টেলিটক বাদে আর সব সিমই আছে কিন্তু মডেমে অপারেটরদের বদ বদ বদান্যতায় সবগুলোই শালীও নয় হিজরা। ব্যতিক্রম কেবল গ্রামীণ ফোনের বেলায়—সে পারে তবে...কিন্তু...যদি...

আচ্ছা একটি জেলা শহরেই যদি এই অবস্থা হয়, গ্রামাঞ্চলের অবস্থাটা তবে কী? এদের কি গ্রাহক সেবা দেয়ার কোনও পরিকল্পনা আছে? অবশ্য টিভিতে নাচন-কুদন দেখিয়ে বিনোদন দেয়াও তো অনেক বড় সেবা! না কি বলেন?

এইবার আসি দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণের কথায়। সংযোগ পাওয়ার কিছুক্ষণ পরই দেখা যাবে H নেই শুধু 3G আছে। আর চাক্কাখানা থামে আর চলে থামে আর... কোষ্ঠকাঠিন্যের রোগীর মতো কিছুক্ষণ কোঁতাকুঁতি করার পর পুৎ করে একটা শব্দ। (শক্তি)শালী গ্রামীণ হাগু করে দিয়েছে—মানে সংযোগ বিচ্ছিন্ন। তাই এই হাঁড়ির ব্যবস্থা। যেখানে ৭/৮ মিনিট পর পর কুরুৎ কুরুৎ করে সংযোগ কেটে যায়, সেখানে এই হাঁড়ি প্রযুক্তি ব্যবহারে সাধারণত লাইন কাটে না শুধু স্লো হয়। কিন্তু সমস্যা একটা আছে, ঈদে না কি আমায় হাঁড়ি নিয়ে বসে থাকতে দেবে না, তিনি বলে দিয়েছেন...

আহা রুবন

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১২

তাজবীর আহােমদ খান বলেছেন: আরে ভাই শহরে বসেই মাঝে মাঝে যে রসহীন রম্য এরা দেখায় তাতে আর বাইরের অঞ্চল এর কথা ভাবার সাহোস হয় না।সার্ভিস যাই হোক না কেন,প্রলুব্ধ করার ব্যাপারে এরা নোবেল পাবার যোগ্যতা রাখে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

আহা রুবন বলেছেন: তাই তো মনে হয়। ধন্যবাদ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২২

গেম চেঞ্জার বলেছেন: এত বাজে সার্ভিস তো হওয়ার কথা না। গ্রামে গেলেও আমি তো অধিকাংশ সময়ই থ্রিজি ভাল সার্ভিস পাই! আপনার জেলা কোনটা?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

আহা রুবন বলেছেন: সিরাজগঞ্জ। কি জানি, তাইলে কি ভাই আমিই কুফা?

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩২

তাজবীর আহােমদ খান বলেছেন: গেম ভায়া,
আমি খুলনাতে থাকি।একদম মেইন টাউন এ।আর খুলনাত বিভাগীয় শহর।ঘুরায়েফিরায়ে কমবেশি সব অপারেটর ই ইউস করি।তাতেও মাঝে মাঝে হারিকেন হাতে নিয়ে নেট মামাকে খুজতে বের হতে হয়-------হয়------- :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

আহা রুবন বলেছেন: যাক সমভুক্তভোগী একজন তাহলে পাওয়া গেল।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

তাজবীর আহােমদ খান বলেছেন: Click This Link ভায়া,
আমি খুলনাতে থাকি।একদম মেইন টাউন এ।আর খুলনাত বিভাগীয় শহর।ঘুরায়েফিরায়ে কমবেশি সব অপারেটর ই ইউস করি।তাতেও মাঝে মাঝে হারিকেন হাতে নিয়ে নেট মামাকে খুজতে বের হতে হয়-------হয়-------

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

আহা রুবন বলেছেন: হা হা হা... ভাই বুকটা হালকা হয়ে গেল!

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: তাহলে সব জায়গায় ওরা সমান গুরুত্ব দিয়ে সার্ভিস দিচ্ছে না!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

আহা রুবন বলেছেন: সেটাই হতে পারে, নয়ত আমার মতো সবার হলে গালগালে এতদিনে এদের পেট ফুলে উঠত।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

তাজবীর আহােমদ খান বলেছেন: হতে পারে ভাই কিন্তু আর সব জাগার মতন টাকার এমাউন্ট টা কিন্তু আমাদেরো একিই হারে দিতে হয়

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

প্রামানিক বলেছেন: নেটওয়ার্ক নিয়ে যে যাই বলুক ভোগান্তি পিছু ছাড়ে না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

আহা রুবন বলেছেন: কপালের লিখন বলা ছাড়া মনে হয় আর কোনও রান্তা নেই। ধন্যবাদ প্রামানিক ভাই।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অঞ্জন ঝনঝন বলেছেন: গ্রামে একটা তিনতলা মাদ্রাসা বিল্ডিং আছে। গ্রামে আসলে ভাল সার্ভিসের জন্য ওইটার উপ্রে উইঠা নেট চালাই :/

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

আহা রুবন বলেছেন: তবু ভাল। আমি গ্রামে গেলে দাদার কাঠের দোতলায় উঠেও দেখেছি কাজ হয় না। কাজ হয় ফাঁকা ধান ক্ষেতে গেলে। কিন্তু তাতে নতুন সমস্যার আমদানি হয় ল্যাংটা পোলপাইন আইসা জড়ো হয়।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

রাসেল ফেরদৌস নূর বলেছেন: এসব কোম্পানীগুলো সব জোচ্চোর , লুটেরা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

আহা রুবন বলেছেন: এসব দেখার কেউ নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.