নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নেই তো কোন পরিচয়

আহা রুবন

নেই তো কোন পরিচয়

আহা রুবন › বিস্তারিত পোস্টঃ

আষাঢ়ে গল্পঃ সুখী মানুষ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫


আকবর আলি ছাই দিয়ে দাঁত মাজে, পান খায় গাবের বিচি দিয়ে। পানটা তার আম গাছেই হয়—গুয়ার বাড়ি ধুয়া হয় মনে করে সুপোরি লাগায়নি। টাকা খরচের ভয়ে অসুখের চিকিৎসা না করালেও বাঁচার আকুতি অতিশয়। জ্বর-জারি হলে দোয়া-দরূদ পড়তে থাকে; এবং কাজ দেয়। অবশ্য স্ত্রীর বক্তব্য ‘অসুখ-বিসুখ ভাবে এই খাটাসের ট্যাঁক থেইকা কোনও টাকা বাইর করা যাবে না—তাই হাল ছাইড়া পালায়।’

আকবর আলি সব সময় কপাল কুঁচকে থাকে—এতে বেশ ফল দেয়—বন্ধু-বান্ধব চা খেতে চায় না। উল্টো তারা বলে ‘মনটা খারাপ নাকি? আসো এক কাপ চা খাও ফ্রেশ লাগবে।’ সে খুশি হয় পাশে গিয়ে বসে। ছেলে-মেয়েরা বায়না ধরে না—আকবর আলির জমি বাড়ে—স্ত্রী বাজারের কথা ভুলে যায়। সব কাজেই স্ত্রীর খুঁত ধরে আকবর আলি—নয়ত সে পেয়ে বসবে, পেঁয়াজের খরচ বাড়িয়ে দেবে।

সকালে ছেলে-মেয়েরা স্কুলে যায়। রুচি তৈরির সময় দেখে আটা শেষ।
‘বাবা যা তো দুই কেজি আটা নিয়ে আয়। তোর বাপের রুটি হবে না।’
‘আমি যাইতে পারব না। ওরা বাকি দিতে চায় না।’
আকবর আলির বকেয়া আদায় করতে পাওনাদারের জীবন ফাতাফাতা হয়ে ওঠে। অনেক জোরাজুরিতে ছেলে বিরস বদনে দোকানে যায়।

খেতে বসে আকবর আলি। আজ শহরে যাবে। রুটিতে কামড় বসিয়ে খিঁচিয়ে ওঠে ‘রুটিটা যদি ঠিক মত বানাতে শিখেছ!’
স্ত্রী জানে স্বামীর প্রতিদিনকার বদ-অভ্যেস, ভ্রুক্ষেপ করে না।
‘আমাকে কি বিড়াল, কুকুর মনে করো...’
‘কাকাতুয়া...’
‘মুখ সামলাইয়া কথা কও! আমার বয়স কি এত বেশি যে কাকা কও?’
‘তাইলে দুধের বোতল ভইরা দেই?’
‘তোমার বাপ-মায়ে কিচ্ছু শিখায় নাই। কোনও কিছুই ঠিক মত পারো না। আমার বিয়া করাই ঠিক হয় নাই।’
‘হ, জানো তো ঐ একখান কথা! সব থুয়া বাপের বাড়ি যামু গা...!’
‘তা যাও, কয়দিন ঘুইরা আসো গিয়া। কবে যাইবার চাও?’
‘তোমার মত বেহায়া মানুষ আমি জীবনে দেখি নাই! কয় দিন একটু বেড়াইতে যামু, সেই জো নাই—গিয়া হাজির হইব... তোমার জ্বালায় বাপের বাড়িও বন্ধ...’
‘ভাল-মন্দ খালি তুমিই খাইবা? তোমার পিছে পিছে না গেলে কোনওদিন দাওয়াত দেয় নাকি? সবাই বছরে কতবার শ্বশুর বাড়ি বেড়ায়, আর আমি... কঞ্জুস বুইড়া...’
‘বাজানরে গালি দিবা না কইলাম! তোমারে দিব দাওয়াত! কোনও দিন কিছু নেও নাকি? তোমারে দেইখা বাজান শরম পায়! সব যখন জানবার চায় ধনি জামাই কী আনল? কিছু জবাব আছে?’
‘মিছা কথা কইবা না কইলাম! গতবারের আগেরবারের আগেরবার বিশ টাকার কটকটি নিয়া গেলাম না?’
‘হ বিশ টাকার কটকটি দিয়া আর কত বছর দাওয়াত খাইবা? ছেঁচ্ছর একটা...!’

এক টুকরো রুটি মুখে পুরে আবার খিঁচিয়ে ওঠে।
‘আচ্ছা এগুলা তুমি কী বানাইছ! নিষ্কর্মা একটা...!’
‘চুপচাপ খায়া নেও, বেশি কথা কইলে তাড়াতাড়ি হজম হয়া পেট খালি হইব।’
‘খাওয়া গেলে না খামু—সব উলটায়া আসছে!’
‘আচ্ছা প্রত্যেক দিন একই কথা কইতে তোমার হয়রান লাগে না?’

সদর দরজা দিয়ে কেউ ঢুকল মনে হয়। চাচি বলে ডাক দিল। বারান্দায় এসে মশা বলল ‘চাচি একটা ভুল হয়া গেছে... সবুর ভাইয়ের হাতে বানাইনা সাবানের গুঁড়ার বস্তা থেইকা দাদি ভুলে আটা মনে কইরা দিয়া দিছে...’
‘হায় হায় কস কী!’
‘আরে না মশা! অন্য কাউরে দিছে। মোমেনা তুমি ঐগুলা দিয়াই রুটি বানাইছো না?’
‘হ্যাঁ, আগের খানিক ছিল মিশায়া...’
‘অন্য কেউ নিছে খুঁইজা দেখ। এই তো খাইতেছি, সাবানের গুঁড়া কি খাওয়া যায়!’ গপাগপ রুটি গিলতে থাকে আকবর আলি। মশা দ্বিধান্বিত হয়ে পড়ে।
‘পাঞ্জাবির পকেট থেকে দুই কেজি আটার দাম দিয়ে দাও মোমেনা।’
মশা কাঁচুমাচু হয়ে আটার দাম নিয়ে বিদায় হয়।
আকবর আলি স্ত্রীর দিকে তাকিয়ে বোয়াল মাছের মত একটা হাসি দেয়। হাতের পাঞ্জাবিটা স্বামীর দিকে ছুঁড়ে দিয়ে রান্না ঘরে যায় মোমেনা।
আকবর আলির বুকটা সুখে ভরে ওঠে।

ছবি - গুগল থেকে তালিমারা

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


শেষদিকটা বুঝতে পারিনি; মনে হচ্ছে, আটার বদলে সাবানের গুড়াই ঘরে এসেছে, এবং রুটির সাথে কিপটা মিয়ার পেটে গেছে কিছুটা; কিন্তু আকবর আলী খুশী কেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

আহা রুবন বলেছেন: আটার দামে সাবান কিনতে পেরে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
সত্যিই কি আষাঢ়ে গল্প ? ;)

পড়ে ভালো লেগেছে +++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪

আহা রুবন বলেছেন: বাঙ্গালি নাকি মাগনা পেলে আলকাতরাও খায়। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.