নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

— জীবনমরণের সীমানা ছাড়ায়ে,বন্ধু হে আমার,রয়েছ দাঁড়ায়ে...

রুদ্র জাহেদ

অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়— আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে

রুদ্র জাহেদ › বিস্তারিত পোস্টঃ

বইয়ের কথা...

১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯



ইউভাল নোয়াহ হারারির "স্যাপিয়েন্সঃ এ ব্রিফ হিস্টরি অফ হিউম্যানকাইন্ড" ; জ্যারেড ডায়মনডের "গানস জার্মস এন্ড স্টিল" এবং ড্যারেন প্লাস রবিনসনের "হোয়াই ন্যাশনস ফেইল" এই তিনটা বই খুব সুখপাঠ্য এবং বিগ হিস্টোরি প্রজেক্টের অংশ। রবিনসনের বইটা ঠিক পুরোপুরি বিগ হিস্টোরি প্রজেক্টের অংশ না, কাছাকাছি। যারা যারা রাহুল সাংকৃত্যায়ন অথবা ইন্দিরাকে লেখা নেহরুর চিঠিগুলো পড়েছেন কিংবা টয়েনবি পড়েছেন, তাদের আরো বেশী ভালো লাগবে। তিনটা বই নিয়েই সমালোচনা আছে এই বলে যে এগুলো পশ্চিমা বিশ্ববীক্ষাকে প্রোজেক্ট করে। কথা সত্য, তবে এরা কেউই বার্নার্ড লুইসের মত হোয়াইট সুপ্রিমেসিস্ট না । ইনফ্যাক্ট, বার্নার্ড লুইস ও পড়া উচিত পশ্চিমা মনস্তত্ত্ব বোঝার জন্য। হোয়াট ওয়েন্ট রং -এর ফ্রি পিডিএফ আছে অনলাইনে। উপরন্তু, সবগুলো বই মোটামুটি সাম্প্রতিককালের, এবং পোস্ট কলোনিয়াল স্টাডির বিস্তৃত সক্ষমতার কারনে এখন অরিয়েন্টালিস্ট ভিউ পাবলিককে খাওয়ানো টাফ। তারপরে ও কথা থাকে। আপনি তো প্রাচ্যের অংশ এবং গ্লোবাল মিসকিন ও মুসলমান। সেকারনে ক্যারেন আর্মস্ট্রং, তামিম আনসারী ও মাহমুদ মামদানী পড়ে নিলেন। আর্মস্ট্রং তো সবাই পড়ে। তামিমের একটা সুখপাঠ্য বই আছে, ডেসটিনি ডিজরাপ্টেড। পড়বেন। আরেকটু লায়েক হলে তালাল আসাদ।

ফিউচার অফ দ্যা মাইন্ড- মিচিও কাকু। ভদ্রলোক জাপানী-আমেরিকান ফিজিসিস্ট কিন্তু লিখেছেন কনশাসনেস নিয়ে। অবিশ্বাস্য যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে বিশ্বজুড়ে স্বপ্ন, স্মৃতি, টেলিকিনেটিক্স তা নিয়ে। এক ধরনের কম্পাইলেশন এবং ইলাবোরেশন।বেস্ট সেলার বই।

মোরাল ট্রাইব-- জশুয়া গ্রিন। কগনিটিভ সাইকোলজি ও মোর‍্যালিটির উপরে বই। এরকম আগে পড়িনাই। অন্য ফর্মে ইউটিলিটারিয়ানিজমকে ডিফাইন করছে এবং সাজেস্ট করার চেস্টা করা হইছে যে এইটাই সেই মেটামোর‍্যালিটি যা আমাদের ট্রাইবাল ইন্সটিঙ্কটকে লাইনে আনবে। পড়ার আগে ইগলটনের এই বই নিয়ে একটা সমালোচনা পড়ে নিবেন। তারপরে পড়বেন। নৈতিকতা নিয়ে আগ্রহ থাকলে পড়ে মজা পাবেন।

কালচার এন্ড ডেথ অফ গড- টেরি ইগলটনের লাস্ট বই। ক্রিশ্চিয়ান গড, এনলাইটমেন্ট, আইডিয়ালিজম, রোমান্টিসিজম হয়ে মডার্নিটি পর্যন্ত ঈশ্বরের ধারনা কিভাবে সারভাইভ করেছে কখনো রিজন, কখনো স্পিরিট, কখনো কালচার হয়ে কমোডিটি আকারে। ইগলটন ব্রিটিশ তো, তাই তার ইংরেজির কেরদানি বেশী। একটু খিঁচে পড়তে হয়। একটা খুব গুরুত্তপূর্ন কথা আছে বইয়ে যে রিলিজিয়নকে মার্ক্সিজম দিয়ে রিপ্লেইস করা একধরনের ক্যাটাগরিক্যাল মিসটেইক। কেন? জানতে হলে পড়তে হবে।

সেভেনটিন কন্ট্রাডিকশন এন্ড দ্যা এন্ড অফ ক্যাপিটালিজম- ডেভিড হার্ভে; আর হাউ টু চেইঞ্জ দ্যা ওয়ার্ল্ড- এরিক হবসম। হবসম সম্ভবত সবচেয়ে বিখ্যাত মার্ক্সিস্ট হিস্টোরিয়ান। এইটা তার অনেকগুলো লেকচার ও কলামের সংকলন। মার্ক্স শুধুমাত্র যে হেগেল কিংবা ফয়েরবাখের উত্তরাধিকার তা না, রুশো কিংবা সেইন্ট সিমোনের কাছে ও তার আদর্শিক ঋণ আছে। এছাড়া হবসমের বিখ্যাত যে ঐতিহাসিক সিরিজটি আছে, তার একধরনের সারসংক্ষেপ আছে এই বইয়ে। হার্ভে এখনো জীবিত। এবং তুখোড়।

দ্যা সেলফিশ জিন- রিচার্ড ডকিন্স। ৭৬, ৭৭ এর দিকের বই। ডকিন্স তখনো মাসুম ছিলেন। এইটা একটা যুগান্তকারী বই এবং গ্রসলি মিসইন্টারপ্রেটেড। বইটার নাম হওয়া উচিত ছিলো দ্যা ইমমরটাল জিন, তাহলে হয়তো কনফিউশন কম হতো। ডকিন্স এখন ইসলামোফোব বলে তার বই না পড়াটা বিমূর্ত বলদামি। মাস্ট রিড।

দি প্রোটেস্ট্যানট এথিক এন্ড দ্যা স্পিরিট অফ ক্যাপিটালিজম- ম্যাক্স ওয়েবার। ক্লাসিক। খটোমটো। কিন্তু পড়া যায়। প্রভিন্সিয়ালাইযিং ইউরোপ- দীপেশ চক্রবর্তী। এইটাকে আমার কাছে পোস্ট কলোনিয়াল স্টাডির বাইবেল মনে হইছে (এইযে বাইবেল মনে হওয়া, কোরান কিংবা গীতা মনে না হওয়া, এইটা ও কিন্তু ঘটনা)

হাউ টু রিড লাঁকা- স্লাভোয় জিজেক। খুব চিকন বই, কিন্তু মারাত্মক। একটা কথা অফচান্সে বলে রাখি, জিজেক খুব পুনরাবৃত্তি করেন। এই কথাগুলো আপনি তার অনেক বইয়ে পাবেন, কলামে ও পাবেন। ইভেন জোকগুলো ও রিপিট করেন। সেই ইগলটনই জিজেকের সমালোচনা করেছিলেন সম্ভবত "লেস দেন নাথিং" নিয়ে। জিজেক খুব এন্টারটেইনিং, সবচেয়ে এন্টারটেইংনিং। প্রেমে পড়ার মত। সাইকো এনালাইসিস ও ক্রিটিক্যাল থিয়োরি অবশ্য প্রেমে পড়ার মতই রহস্যময়।

দ্যা তাও অফ ক্রিকেট- আশিষ নন্দী। নন্দীর আরেকটা ছোট রচনা আছে, কলোনিয়াল মাইন্ডের সাইকোলজির উপরে, সম্ভবত ইনটিমেইট এনিমি বইতে । এই দুইটাই অভূতপূর্ব লেখা। এরকম আগে পড়িনি। শ্রদ্ধা আরো বাড়ে, যখন দেখি তিনি পিউর ইন্ডিয়ান স্কলার। বাইরে পড়েননি।

উমবারতো একো ৪৮ বছর বয়সে প্রথম ফিকশন লিখেন। এর আগে একাডেমিক নীরস কাজ করেছেন। ওই মালমশলা ব্যাবহার করেই লিখেছেন ফিকশন। খুউউব বিখ্যাত কয়েকটা ননফিকশন আছে তার। দুই ধারাতেই প্রসিদ্ধি এবং পঞ্চাশের কাছাকাছি লেখা শুরু করা, বিবিধ কারনেই তিনি নমস্য। সেরেনডিপিটিঃ ল্যাঙ্গুয়েজ এন্ড ইনস্যানিটি; একটা অদ্ভুত বই। ভাষা তৈরী করা, ভাষা থেকে উদ্ভূত ভ্রম, টাওয়ার অফ বাবেল হয়ে মার্কোপোলো ও ইউনিকর্ন, বিস্তৃত বিস্তার। একো মারা যাওয়ার পরে পৃথিবী অনেককিছু হারাবে।

কনফেশন- ইমাম গাজ্জালী। এইটা আমার এক ফেইসবুক বন্ধু আমাকে দিয়েছিলেন, সাথে ছিলো আলী দাশতির টুয়েন্টি থ্রি ইয়ার্স। দাশতির বইয়ের অনুবাদ বাংলাদেশে আজাইরা ব্যান করা হইলো। এমন কোন বিদ্ধংসী বই মনে হয়নাই। ভেবেছিলাম "কনফেশন" নাম দিয়েই সেইন্ট অগাস্টিনের এবং রুশোর যে দুইটা বই আছে, ওইগুলো পড়ার পরে পড়বো। হয়নাই। ফলে গাজ্জালী পড়লাম। গাজ্জালীর আগের মুসলিম দুনিয়া ও তার পরের মুসলিম দুনিয়া দুইটা সময়। সেইন্ট একোয়ানিয়াস এবং সেইন্ট অগাস্টিন মিলে ক্রিশ্চিয়ান থিয়োলজিতে যতটুকু, গাজ্জালী একা মুসলিম থিয়োলজিতে ততটুকু। বিস্ময়কর প্রতিভা। এই বইটা তার জীবনের একটা ক্রিটিক্যাল সময়ের। ইংরেজি অনুবাদ আছে, পড়তে পারেন।

বাংলা গদ্যের পদাঙ্ক - প্রমথনাথ বিশী। চার পাঁচ ছয়শো বছর আগে বাংলা গদ্য কিভাবে লেখা হতো বিভিন্ন অঞ্চলে, কোন শব্দগুলো ঢুকলো, কোনগুলো বাদ গেলো, ফোর্ট উইলিয়াম কলেজের ভুমিকা, বঙ্কিম, প্রমথ হয়ে রবীন্দ্রনাথ...... একটা দূর্দান্ত বই। এনালাইটিক্যাল। আবার লেখার স্যামপল ও দেওয়া আছে। খুব ভালো বই।

নরওয়েজিয়ান উড- হারুকি মুরাকামি। বিটলসের একটা গান থেকে নামটা নেওয়া। এই বইয়ের পরে মুরাকামি জাপানে দানবীয় জনপ্রিয় হয়ে উঠেন। প্রেম, প্রেম এবং প্রেম।

দোজখনামা- রবিশঙ্কর বল। প্লট, ভাষা, দূর্দান্ত। মান্টো ও গালিব একসাথে। মাস্ট রিড।

গভীর নির্জন পথে- সুধীর চক্রবর্তী। বাংলার ভাবুকদের নিয়ে। অতুলনীয় বৈভব।

সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরী-- ষাট বছর বয়সের একজন লেখক কিভাবে চিন্তা করেন এটা জানা যায়। সারাজীবন মনে রাখার মত কিছু লাইন আছে, সারাজীবন। ষোল থেকে ষাট , মানুষের এসেন্সটা সম্ভবত একই থাকে। আজ থেকে পনের বছর আগে যা ভাবতাম, তা উগরে দিতাম। এখন দেওয়া যায়না। পার্থক্য মূলত এইটা। আর সন্দিপনকে একটু সিক মনে হইছে। ভালো লাগছে এইটা, একা একা লাগেনা।

গোঁসাইবাগান ১ ও ২- জয় গোস্বামী। কবিতা বিষয়ক প্রবন্ধ। জয়ের কবিতা বিষয়ক তত্ত্বজ্ঞান কম। এইজন্যে ভালো লাগছে। খুব স্বাভাবিকভাবে তিনি তার অনূভূতির কথা বলে গেছেন, কল্পনার কথা বলে গেছেন। থিয়োরি নাই। লোকটা আসলে কবি। কবিতা তার কোলে বসে থাকে সবসময়। কসরত করা লাগেনা। যার হয়, তার এমনেই হয়। এমনেই।

#বুকপর্ন১
[ A.t.m Golam Kibria]


১. দি ডিভাইন কমেডি : দান্তে আলঘিয়েরি

২. থিংস ফল অ্যাপার্ট : চিনুয়া আচেবে

৩. ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট : ফিওদর দস্তয়েভস্কি

৪. হান্ড্রেড ইয়ারস অব সলিচিউড : গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

৫. লাভ ইন দ্য টাইম অব কলেরা : গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

৬. গিলগামেশ (মেসোপটেমিয়ার প্রায় ১৮০০ খৃস্টপূর্বাব্দের কাব্য)

৭. দি টিন ড্রাম : গুন্টার গ্রাস

৮. দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি : আর্নেস্ট হেমিংওয়ে

৯. দি ইলিয়াড : হোমার

১০ . অডেসি : হোমার

১১. এ ডলস হাউস : হেনরিক ইবসেন

১২. ইউলিসিস : জেমস জয়েস

১৩. দি ট্রায়াল : ফ্রানৎস কাফকা

১৪. অভিজ্ঞান শকুন্তলম : কালিদাস

১৫. গোত্রপিতার হেমন্ত : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

১৬. সনস অ্যান্ড লাভার্স : ডি এইচ লরেন্স

১৭. রামায়ণ : বাল্মিকী

১৮. মহাভারত : কালীপ্রসন্ন সিং অনূদিত

১৯. দ্যা প্রিন্স : নিকোলো ম্যাকায়াভেলি

২০. দি ম্যাজিক মাউন্টেইন : থমাস মান

২১. মবি ডিক : হারমান মেলভিলে

২২. মেটামরফসিস : অভিদ

২৩. দি কমপ্লিট টেলস : এডগার অ্যালান পো

২৪. মসনবী : জালালুদ্দিন রুমি

২৫. মিডনাইটস চিলড্রেন : সালমান রুশদি

২৬. অয়দিপাউস দি কিং : সফোক্লিস

২৭. দি রেড অ্যান্ড দি ব্ল্যাক : স্তাঁদাল

২৮. ওয়ার অ্যান্ড পিস : লিও তলস্তয়

২৯. আনা কারেনিনা : লিও তলস্তয়

৩০. দি ঈনিদ : ভার্জিল

৩১. লা মিজারেবল : ভিক্টর হুগো

৩২. দ্যা রুটস : আলেক্স হেলি

৩৩. স্পার্টাকাস : হাওয়ার্ড ফাস্ট

৩৪. তিস্তা পারের বৃত্তান্ত : দেবেশ রায়

৩৫. কাঁদো নদী কাঁদো : সৈয়দ ওয়ালীউল্লাহ

৩৬. পুতুল নাচের ইতিকথা : মানিক বন্দ্যোপাধ্যায়

৩৭. পদ্মা নদীর মাঝি : মানিক বন্দ্যোপাধ্যায়

৩৮. অলীক মানুষ : সৈয়দ মুস্তাফা সিরাজ

৩৯. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস : ভিক্তর মানৎসুলেনকো

৪০. মনঃসমীক্ষা : সিগমুন্ড ফ্রয়েড

৪১. দি সাউন্ড অ্যান্ড দি ফিউরি : উইলিয়াম ফকনার

৪২. জেরুজালেম : সাইমন সেবাগ মন্টেফিওরি

৪৩. শাহনামা : ফেরদৌসী

৪৪. খোয়াবনামা : আখতারুজ্জামান ইলিয়াস

৪৫. শ্রেষ্ঠ গল্প : সৈয়দ মুস্তাফা সিরাজ

৪৬. গল্প সমগ্র : সন্দীপন চট্টোপাধ্যায়

৪৭. মাই নেম ইজ রেড : ওরহান পামুক

৪৮. গল্প সমগ্র : হাসান আজিজুল হক

৪৯. জার্মিনাল : এমিল জোলা

৫০ : তেরেসা : এমিল জোলা

৫১. বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস : এম এ রহিম

৫২. চীন বিপ্লবের ইতিহাস : হো কান-চি

৫৩. রাজাবলি : আবুল বাশার

৫৪. চাকা : সেলিম আল দীন

৫৫. পথের পাঁচালি : বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৫৬. ইউটোপিয়া : স্যার টমাস মোর

৫৭. লেডি চ্যাটার্লি লাভার : ডি এইচ লরেন্স

৫৮. গীতাঞ্জলি ও গীতবিতান : রবীন্দ্রনাথ ঠাকুর

৫৯. শ্রেষ্ঠ কবিতা : জীবনানন্দ দাশ

৬০. ভারতের ইতিহাস (প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ) : সুনীল চট্টোপাধ্যায়

৬১. ভারতবর্ষ ও ইসলাম : সুরজিৎ দাশগুপ্ত

৬২. রিপাবলিক : প্লেটো

৬৩. উপনিষদ

৬৪. বেদ

৬৫. ঠাট্টা : মিলন কুন্ডেরা

৬৬. অস্তিত্বের অসহনীয় লঘুতা : মিলন কুন্ডেরা

৬৭. রেজারেকশন : লিউ তলস্তয়

৬৮. ঢোঁড়াই চরিত মানস : সতীনাথ ভাদুড়ি

৬৯. অন্তর্জলীযাত্রা : কমলকুমার মজুমদার

৭০. সূর্যদীঘল বাড়ি : আবু ইসহাক

৭১. প্রদোষে প্রাকৃতজন : শওকত আলী

৭২. দ্যা ক্যাসল : ফানৎস কাফকা

৭৩. প্রেম ও অনান্য দানব : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

৭৪. মেঘদূত : কালিদাস

৭৫. আগুনপাখি : হাসান আজিজুল হক

৭৬. সোনালি কাবিন : আল মাহমুদ

৭৭. রবিনসন ক্রুসো : ড্যানিয়েল ডিফো

৭৮. ভারততত্ত্ব : আল বেরুনী (বাংলা একাডেমি)

৭৯. নিমজ্জন : সেলিম আল দীন

৮০. এ শর্ট হিস্পরি অব আওরঙ্গজেব : স্যার যদুনাথ সরকার

৮১. দ্য ফ্রাগেন্স অব গোয়াবা (গার্সিয়া মার্কেজের সাক্ষাৎকার) : প্লিনিও অ্যাপুলেই মেন্দোজা

৮২. আর্নেস্তো চে গুয়েভারা : আই. লাভরেতস্কি

৮৩. অন্ধত্ব : হোসে সারামাগো

৮৪. আইটসাইডার : আলবেয়ার কামু

৮৫. জিপসি ব্যালাডস : ফেদেরিকো গার্সিয়া লোরকা

৮৬. লালসালু : সৈয়দ ওয়ালীউল্লাহ

৮৭. জিন্না, ভারত, দেশভাগ, স্বাধীনতা : যশোবন্ত সিংহ

৮৮. ডেড সোলস : নিকোলাই গোগল

৮৯. গঙ্গা : সমরেশ বসু

৯০. কালেকটেড ফিকশনস : হোর্হে লুই বোর্হেস

৯১. ভোলগা থেকে গঙ্গা : রাহুল সংকৃত্যায়ন

৯২. জীবন ও রাজনৈতিক বাস্তবতা : শহীদুল জহির

৯৩. খরাদাহ : আবুবকর সিদ্দিক

৯৪. ফাউস্ত : গ্যাটে

৯৫. ডন কিহোতি : মিগুয়েল ডি সারভান্তেস সাভেদ্রা

৯৬. সিলেকটেড স্টোরিজ : আন্তন পি. চেকভ

৯৭. বাংলার রেনেসাঁস : অন্নদাশঙ্কর রায়

৯৮. পূর্ববঙ্গ গীতিকা : দীনেশচন্দ্র সেন

৯৯. শ্রেষ্ঠ গল্প : জেমস জয়েস

১০০. প্রশান্ত দন : মিখাইল শলোখভ

কার্টেসি: লেখক স্বকৃত নোমান

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

দরবেশমুসাফির বলেছেন: প্রিয়তে। লেখাটা আরেকটু গোছান হলে বেশি ভাল লাগত।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

রুদ্র জাহেদ বলেছেন: এরকমও বেশ।খুঁজে খুঁজে গ্রহণ করা বেশ ইন্টারেস্টিং।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

২| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২

স্পর্শিয়া বলেছেন: পড়ার চেষ্টা করবো।

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০২

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় বন্ধু।শুভকামনা

৩| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯

স্পর্শিয়া বলেছেন:



প্রিয় বন্ধু!

কৃতজ্ঞতা।

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

রুদ্র জাহেদ বলেছেন: প্রকৃত অর্থে মানুষের সাথে মানুষের সম্পর্কতো এরকমই-এরকমই হওয়া উচিত।এখানে চিন্তার প্রকাশ-লেখালেখির দ্বারা সবার মাঝে যে একটা আত্মিক বন্ধন সবাই যে একটা স্বর্গীয় বন্ধনে আবদ্ধ হয়---এর চেয়ে সর্বোত্তম আর কীবা হতে পারে...
আমাদের অসাধারন সব লেখা উপহার দিতে থাকুন-লিখতে থাকুন...
কৃতজ্ঞতা জানবেন

৪| ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮

স্পর্শিয়া বলেছেন: লেখক বলেছেন: প্রকৃত অর্থে মানুষের সাথে মানুষের সম্পর্কতো এরকমই-এরকমই হওয়া উচিত।এখানে চিন্তার প্রকাশ-লেখালেখির দ্বারা সবার মাঝে যে একটা আত্মিক বন্ধন সবাই যে একটা স্বর্গীয় বন্ধনে আবদ্ধ হয়---এর চেয়ে সর্বোত্তম আর কীবা হতে পারে...

ধন্যবাদ অসাধারণ মন্তব্যটির জন্য।

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আপনিও

৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগায়-মন ছুয়ে গেলো
অভিবাদন অনিমেশ...

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.