নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

— জীবনমরণের সীমানা ছাড়ায়ে,বন্ধু হে আমার,রয়েছ দাঁড়ায়ে...

রুদ্র জাহেদ

অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়— আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে

রুদ্র জাহেদ › বিস্তারিত পোস্টঃ

●মজায় মজায় একদম কম সাইজের বই ডাউনলোড করুন এবং মূল বইয়ের মতো করেই পড়ুন●এখানে প্রদত্ত লিন্ক থেকে ePub অ্যাপস ইনস্টল করুন●নিচে বই ও অ্যাপস লিন্ক দেয়া আছে●একবার দেখুন●

০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩

এই অ্যাপসটি ইনস্টল করুন।এই অ্যাপস থেকেও অনেকগুলো বই নামাতে পারবেন এবং নিচে প্রদত্ত বইগুলোও এই অ্যাপসে যুক্ত করে পড়তে পারবেন।এটি সরাসরি প্লে স্টোরে গিয়েও নামিয়ে নিতে পারেন...

Sheiboi: Bangla Book Reader

epub একটি জনপ্রিয় ফাইল ফরম্যাট। আমরা যেমন
পিডিএফ ফাইল ফরম্যাটের মাধ্যমে আজ মোবাইলে
বই পড়ছি তেমনি epub ফাইল ফরম্যাটের মাধ্যমে
মোবাইল, ট্যবলেট কিংবা পিসিতে বই পড়া যায়। আজ
পর্যন্ত যে সকল ডিভাইসে পিডিএফ বই পড়া যাচ্ছে
সেই সকল ডিভাইসেই ইপাব বইও পড়া যায়। বরং অনেক
ডিভাইস আছে যে গুলোতে পিডিএফ বই পড়া যায় না
কিন্তু ইপাব পড়া যায়।

১. ইপাব কি?

ইপাব হলো- ইলেকট্রনিক পাবলিকেশন। সহজ
অর্থে আমরা যাকে ইবুক বলে থাকি। যে বইগুলো
ইলেকট্রনিক যন্ত্রাংশে পড়ার জন্য প্রকাশ করা হয়
সেই বইগুলোকেই ইবুক বলে। ইপাব ছাড়াও আরও
একটি বই পড়ার জয়প্রিয় ফরম্যাট হলো “মোবি”।

২. ইপাব পড়তে কি আলাদা সফ্টওয়্যার লাগে?অবশ্যই।
পিডিএফ বই পড়ার জন্য যেমন এডোবি রিডার লাগে
তেমনি ইপাব বই পড়ার জন্যও ইপাব রিডার লাগবে। ইপাব
পড়ার জন্য আলাদা ডিভাইস থাকলেও যেকোন
মোবাইলে এ্যাপস ডাউনলোড করেও
মোবাইলে ইপাব বই পড়া যায়।

৩. ইপাব এর সুবিধা কি?

# ইপাব বই ডিভাইসের সাথে সামঞ্জস্য বজায় রাখতে
পারে। অর্থাৎ বই পড়ার সময় জুম করে বই পড়তে
হয় না। ডিভাইসের স্ক্রিন ছোট কিংবা বড় কোন
কিছুতেই কোন সমস্যা হয় না।
# বই থেকে লেখা কপি করা যায় এবং যেখানে খুশি
সেখানে শেয়ার করা যায়।
# লেখার ফন্ট সাইজ পরিবর্তন করা যায়। ফন্টের রং
পরিবর্তন করা যায় এমনকি বইয়ের ব্যাকগ্রাউন্ড কালার
পরিবর্তন করা যায়।
# ইপাব খুব হালকা বলে কম জায়গায় অনেক বেশি বই
রাখা যায়। এতে মেমোরির অপচয় কম হয়।
# যারা চোখে কম দেখেন কিংবা ছোট লেখা
পড়তে সমস্যা হয় তাদের জন্য ইপাব এক যুগান্তকারী
সমাধান। বিশেষ করে যারা বয়সে বৃদ্ধ কিন্তু ডিজিটাল
ডিভাইসে বই পড়তে আগ্রহ আছে তাদের জন্য
ইপাব সত্যিই একটা অসাধারন সমাধান।
# ইপাবে বইয়ের পছন্দের কোন লাইন মার্ক করে
রাখা যায়। সেটাতে কমেন্ট যুক্ত করা যায়।
পরবর্তীতে শুধু মার্ক করা অংশ এক্সপোর্ট করে
রাখা যায়।

৪. কোথা থেকে এ্যাপস ডাউনলোড করবেন?

এন্ড্রোয়েড-এর জন্যঃ
এন্ড্রোয়েড মোবাইল ব্যবহারকারীরা প্লে
স্টোরে গিয়ে “Epub reader for android" লিখে
সার্চ অথবা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে
নিন।

ePub Reader for Android

Windows Phone এর জন্যঃ
আর যারা windows phone ব্যবহার করছেন তারা এ্যাপস
স্টোর থেকে tucan reader.লিখে সার্চ অথবা
নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

Click this link

কম্পিউটারের জন্য:
Sumatra PDF একটি অসাধারন পিডিএফ রিডার। এইটা পিডিএফ
রিডার হলেও এর সাহায্যে epub এবং mobi ফাইল খুব
চমৎকারভাবেপড়া যায়। নিচের লিঙ্ক থেকে সফ্টটি
ডাউনলোড করে নিন।
Click this link

যারা কিন্ডেল ব্যবহার করছেন তারা মোবি ফাইল
ডাউনলোড করে ব্যবহার করুন। প্রতিটি ইপাবের
সাথে আমরা এখন থেকে মোবি ফাইলও শেয়ার
করব।

শুরু হোক আপনার ইপাবে বই পড়ার পথ চলা। এই শুধু
কামনায় বিদায় নিচ্ছি আমি শিশির শুভ্র। ভাল থাকবেন সবাই।
-কৃতজ্ঞতা: শিশির শুভ্র

সবগুলো বইয়ের লিন্ক পাবেন নিচে প্রদত্ত লিন্কের গ্রুপে
Click this link

এখানে আমি ePub ফরম্যাটের কয়েকটি বইয়ের লিন্ক দিয়ে রাখলাম

১.সাদা সিধে কথা-জাফর ইকবাল

২.নীল বসনা সুন্দরী-পাঁচকড়ি দে

হ্যান্স অ্যান্ডারসন রচনাবলী-০১ অনুবাদ: লীলা মজুমদার

৪.ময়ূরাক্ষী-হুমায়ুন আহমেদ

৫.পরিণীতা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৬.আকাশ প্রদীপ-রবীন্দ্রনাথ ঠাকুর

৭.সুকুমার গল্প সমগ্র-সুকুমার রায়

৮.সাম্প্রদায়িকতা ও ভারত উপমহাদেশ-কয়েকটি প্রবন্ধ

৯.বাণী ও রচনা।।স্বামী বিবেকানন্দ

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৯

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ! শুভ কামনা রইলো

০২ রা নভেম্বর, ২০১৫ ভোর ৫:২০

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ।আপনিও ভালো থাকবেন সবসময়

২| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

নাবিক সিনবাদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

রুদ্র জাহেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ নাবিক সিনবাদ ভাই

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: ইপাব রিডারটা খুবই দরকারি। আমি এতদিন মজিলায় অ্যাড-অনসে পড়েছি। পুর্ণ সফটওয়্যার পেয়ে ভালোই হল।

রেজিস্ট্রাশন এর ঝামেলা নেই তো?

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: না ভাই ePub Reader -এ রেজিস্ট্রেশনের
কোনো ঝামেলা নেই।Sheiboi -এ
রেজিস্ট্রেশন করলে সেখান
থেকে ফ্রি বই নামিয়ে পড়তে
পারবেন।

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: দারুণ একটি পোষ্ট শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০১

রুদ্র জাহেদ বলেছেন: শুভেচ্ছা প্রিয় ব্লগার

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

কিরমানী লিটন বলেছেন: রক্তিম দিগন্ত বলেছেন: ইপাব রিডারটা খুবই দরকারি। আমি এতদিন মজিলায় অ্যাড-অনসে পড়েছি। পুর্ণ সফটওয়্যার পেয়ে ভালোই হল।
অনেক শুভাশিস আর অভিবাদন জরুরী-প্রয়োজনীয় পোষ্টের জন্য,
ভালো থাকবেন-অ- নে-ক... সুহৃদ প্রিয় রুদ্র জাহেদ ।

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ কবি।শুভেচ্ছা

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ :)

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: থেংকু আপনাকেও

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: দরকারী একটি পোষ্ট।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৩

রুদ্র জাহেদ বলেছেন: সবাই যাতে জানতে পারে সে উদ্দেশ্যে তথ্যগুলো শেয়ার করা।পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।ভালো থাকুন সবসময়

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

তুষার আহাসান বলেছেন: পোস্ট প্রিয়তে। ধন্যবাদ সহ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

রুদ্র জাহেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার,ভালো থাকুন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.