নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

— জীবনমরণের সীমানা ছাড়ায়ে,বন্ধু হে আমার,রয়েছ দাঁড়ায়ে...

রুদ্র জাহেদ

অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়— আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে

রুদ্র জাহেদ › বিস্তারিত পোস্টঃ

একটি শেষ গান!

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২২


চাঁদটা
সমুদ্রকে বলে—
কী আলোর ঝলকানি দেখেছ!

আমার মানবী
পাপড়ি মেলে জোছনায়

বাতাসে ছড়িয়ে পড়ে—
জলপাইয়ের ঘ্রাণ!
(আহ,তুমি যাচ্ছ একা নিশুতি রাত্রির ভ্রমণে)
**
শেষ গান
কবিঃ কালপুরুষ

আজ যে নাবিক বেঁচে নেই,
সমুদ্র তার প্রিয় ছিল কিনা জেনে কী লাভ?

এখানে গলে যাচ্ছে বরফ
ওখানে জ্বলে যাচ্ছে নদী;
বরং জ্যোৎস্না কী ক'রে রূপান্তরিত হবে
খাদ্যে—
সেই পদ্ধতি আবিষ্কার করুক অস্ত্রবিজ্ঞানী।

শোক পরিণত হবে সুখে—
পারমাণবিক বিজ্ঞানী উদ্ভাবন করুক সেই মহৎ কৌশল।
মিথ্যে বললেই মৃত্যু,
হিংসা বিবেধ নির্মূল করার ঔষধ আবিষ্কার করুক
স্রষ্টা দ্বিধান্বিত স্টিফেন।

'ঈশ্বর নেই' প্রমাণে কী লাভ মানুষের!

কাব্যগ্রন্হঃ
এই শহরে রাজহাঁস নিষিদ্ধ

মন্তব্য ৬৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্য এবং পাঠের জন্য অনেক ধন্যবাদ।ভালো থাকুন সবসময়

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ।ছবিটাও চমৎকার ।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার কথাকথিকেথিকথন

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪০

ভ্রমরের ডানা বলেছেন: দারুন কবিতা। ভাল লেগেছে বরাবর।

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩০

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ এবং মন্তব্যে অনেক ধন্যবাদ।ভালো থাকুন সবসময়

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪০

শামছুল ইসলাম বলেছেন: বাহ, চমৎকার কবিতা।

বেশ কয়েকবার পাঠ করলাম, ভাল লাগাটুকু কবিকে জানাই।

ভাল থাকুন। সবসময়।

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: আপনার পাঠে এবং মন্তব্যে অনেক প্রীত হলাম।
শেষ গান
কবিঃকালপুরুষ কাফকা

এই কবিতাটি কবি কালপুরুষের। আমার খুব প্রিয় একটি কবিতা এখানে শেয়ার করতে ইচ্ছে হলো।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

দীপান্বিতা বলেছেন: :)

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: মতামতও জানাতে হবে কিন্তু।পাঠ করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

গেম চেঞ্জার বলেছেন: আহাঃ যদি সত্যই ওরা এইভাবে কাজ করতো। (আফসোস)

পোস্টে প্লাস+

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: সত্যি তারা এভাবে কাজ করে না বলে এতটা বৈষম্য।পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।ভালো থাকুন সবসময়

৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

এহসান সাবির বলেছেন:
চাঁদটা
সমুদ্রকে বলে—
কী আলোর ঝলকানি দেখেছ!

আমার মানবী
পাপড়ি মেলে জোছনায়!

বাতাসে ছড়িয়ে পড়ে—
জলপাইয়ের ঘ্রাণ!
(আহ,তুমি যাচ্ছ একা নিশুতি রাত্রির ভ্রমণে)
।।একটি শেষ গান।।

এটা তো আপনার লেখা?

চমৎকার।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাঁ, এটা আমার লেখা।পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: ভাললাগা রেখে গেলাম!!!!!

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: আপনার ভালো লাগায় অনেক আনন্দিত হলাম।আপনার চমৎকার সব পোস্টে প্রাণ প্রফুল্ল হয়ে যায়।ভালো থাকুন সব সময় প্রিয় ব্লগার কামরুন নাহার বীথি

৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

১০| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

রিকি বলেছেন: ভালো লেগেছে অনেক :) :) প্লাস আগে দিয়ে কমেন্ট করলাম :)

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

রুদ্র জাহেদ বলেছেন: জিনিয়াস রিকি আপুনিকে আমার এখানে প্রথম দেখলাম মনে হয়।অনেক অনেক ভালো লাগল আপুনি...

১১| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

আরজু পনি বলেছেন:

বাহ দারুণ !
ছবিটা মনে হচ্ছে ফটোশপে করা কিন্তু কী অসাধারণ লাগছে !

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

রুদ্র জাহেদ বলেছেন: চাওয়া পাওয়ার একটা দোলাচল সবসময় জীবনটাকে আলোড়িত করে রাখে।সত্যি ছবিটা দারুণ,এটা মন-মস্তিষ্কে একটা নির্মল অনুভূতি দেয়।মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার আরজুপনি

১২| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম কবিতাটা আপনার লেখা ?
ছবিটা সুন্দর

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাঁ, প্রথমটা আমারই একটা জীবন অনুভূতির প্রকাশ।আপনাকে এখানে এই ক্ষুদ্রব্লগে দেখে অনেক অনেক ভালো লাগল।ভালো থাকুন সবসময়

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কিরমানী লিটন বলেছেন: 'ঈশ্বর নেই' প্রমাণে কী লাভ মানুষের! - অসাধারণ ভাবনা,কখনও এভাবে ভাবিনি,কবিতায় ডাবল প্লাস ++
সতত শুভকামনা ...

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ভালো লাগল।ধন্যবাদ সুপ্রিয় কবি কিরমানী লিটন

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৭

অজন্তা তাজরীন বলেছেন: prothom kobita ta porey mone holo hetey beraschi chondraloke .

ditiyo kobita y kobir ischay shara diye amio chai hok abishkar emon ekti mohaushodher ...kintu oi oshudh ami khabona :P

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৮

রুদ্র জাহেদ বলেছেন: চন্দ্রালোকে হেঁটে বেড়ানো দারুণ ব্যাপার।
আর মহৌষধ প্রথমে আবিষ্কার করা হোক,তারপর আমরা ভেবে দেখব।পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।আপনার কবিতা ও লেখাগুলি অনেক সুন্দর।ভালো থাকুন সবসময়

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

শায়মা বলেছেন: ভাইয়া একশো একশো ++++

ছবিতায় এবং কবিতায়!:)

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

রুদ্র জাহেদ বলেছেন: অনেকদিন পর বোধহয় একশো একশো পাইলাম।অনেক ভালো লাগল আপুনি

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

রুদ্র জাহেদ বলেছেন: সুপ্রভাত

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

শায়মা বলেছেন: সুপ্রভাত ভাইয়া। আসলে একশো একশোও কম হাজার হাজার , লাখ লাখ হবে।

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৮

রুদ্র জাহেদ বলেছেন: ওয়াও।নাহ এখন এত্তগুলান লাগব না।ভবিষ্যতের জন্য তোলা থাক।যাতে কিছুই নিঃশেষ না হয়

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

মানবী বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা!
অসাধারণ গান আর
অদ্ভূত মাদকতাপূর্ণ এক পেইন্টিং!!

চমৎকার পোস্টের জন্য অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ।

১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: আপনার মন্তব্য এবং পাঠে অনেক অনেক প্রীত হলাম।অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় লেখক-ব্লগার মানবী আপু।ভালো থাকুন সবসময়

১৮| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১২

অভ্রনীল হৃদয় বলেছেন: অসাধারণ কিছু কথামালার সমন্বয়ে
সুন্দর বুননিতে দারুন কাব্য। আপ্লুত হলাম। :)

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১১

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকুন সবসময়

১৯| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

সাবলীল মনির বলেছেন: নান্দনিক প্রকাশ, পড়ে মুগ্ধ হলাম ।

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে অনেক প্রীত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।ভালো থাকুন সবসময়

২০| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

আলোরিকা বলেছেন: কবি রুদ্র , কালপুরুষ ও অপূর্ব জোছনার মেলবন্ধন - খুব সুন্দর !!!

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক অনেক আনন্দিত হলাম।অনেক ধন্যবাদ আপু

২১| ২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্ ! অসম্ভব সুন্দর কবিতা। ফেসবুক থাকলে শেয়ার করতাম।

২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক প্রীত হলাম।তোমাকে অনেক ধন্যবাদ আপুনি।ভালো থেকো সবসময়

২২| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

প্রামানিক বলেছেন: এখানে গলে যাচ্ছে বরফ
ওখানে জ্বলে যাচ্ছে নদী;
বরং জ্যোৎস্না কী ক'রে রূপান্তরিত হবে
খাদ্যে—
সেই পদ্ধতি আবিষ্কার করুক অস্ত্রবিজ্ঞানী।


এই কথাগুলো আমার কাছে খুব ভাল লেগেছে। আবারো ধন্যবাদ

২১ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয় ব্লগার

২৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:

গান, হৃদয়ের অনভুতির প্রকাশ

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৬

রুদ্র জাহেদ বলেছেন: অনেকটাই হৃদয়ানুভূতির প্রকাশ।পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।নিরন্তর ভালো থাকুন

২৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

মহিমা আজম হিমু বলেছেন: অসাধারন লাগল। শুভ কামনা রইলো। অনেক গুলো (+) প্লাস। :-)

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

রুদ্র জাহেদ বলেছেন: অনেকগুলো ধন্যবাদ আপু তোমাকে।তোমার জন্যও শুভকামনা।ভালো থেকো সবসময়

২৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

সায়েম মুন বলেছেন: দ্বিতীয়টা দারুণ। পাঠে মুগ্ধ হলাম। লিখে যান অবিরত।

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

রুদ্র জাহেদ বলেছেন: দ্বিতীয়টা কবি কালপুরুষের কবিতা।ধন্যবাদ।ভালো থাকুন সুপ্রিয় ব্লগার

২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৩

একান্ত আমি (আর জে) বলেছেন: ভাবনাটা অনেক গভিরের। অনেক ভালোলাগলো।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।ভালো থাকুন সবসময় সুপ্রিয় ব্লগার

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০০

রুদ্র জাহেদ বলেছেন: এই ব্লগবাড়িতে স্বাগতম আপনাকে

২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

আশাহত ছেলে বলেছেন: onek valo laglo....................

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ সুপ্রিয়।ভালো থাকুন সবসময়

১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

রুদ্র জাহেদ বলেছেন: ব্লগে এবং ব্লগবাড়িতে স্বাগতম আপনাকে।আপনি মন্তব্য করা শুরু করছেন এই পোস্ট দিয়ে।ভালোবাসা সুপ্রিয়

২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

যুগল শব্দ বলেছেন:

দারুণ এবং দারুণ।

ধন্যবাদ। ++

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

রুদ্র জাহেদ বলেছেন: আপনি এই ব্লগবাড়িতে প্রথম আসছেন মনে হয়।স্বাগতম আপনাকে।নিরন্তর ভালো থাকা হোক

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫

মেটামরফোসিস বলেছেন: কবিতাটি পড়ে খুব মুগ্ধ হলাম আর বুঝতে পারলাম ঈশ্বর আছে কি নেই এই ভাবনা না ভেবে নতুন ভাবনায় মনোনিবেশ করা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০৯

রুদ্র জাহেদ বলেছেন: মানবিক জগত-জীবন নিয়ে ভাবাটাই সর্বোৎকৃষ্ট মনে করি,যেখানটাতে বেঁচে থাকাটা অসাধারনই হবে। কী বলেন সুপ্রিয় মেটামরফোসিস?

সুন্দর মন্তব্য ও ভাবনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয়

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৯

মেটামরফোসিস বলেছেন: মানব জীবনের রহস্যই যদি খন্ডাতে না পারলাম তাহলে তা নিজের কাছেই অমানবী বলে মনে হয়

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৭

রুদ্র জাহেদ বলেছেন: সেটাইতো জীবনদর্শনে জটিলধাঁধার উত্তর খুঁজেফিরে যেতে হয়।তবে আমার কাছে মনে হয় সেটাতে মাঝে মাঝে পুরোপুরি একটা নাথিংনেস চলে আসে।তাই আমাদের আরো সিরিয়াস হয়ে সম্মুখে তাকাতে হবে...অপক্ক হিসেবে বলা

৩২| ১৭ ই মে, ২০১৬ রাত ৮:২৪

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন,
শোক পরিণত হবে সুখে—
পারমাণবিক বিজ্ঞানী উদ্ভাবন করুক সেই মহৎ কৌশল।
মিথ্যে বললেই মৃত্যু,
হিংসা বিবেধ নির্মূল করার ঔষধ আবিষ্কার করুক
স্রষ্টা দ্বিধান্বিত স্টিফেন। ভাল লাগল।

১৮ ই মে, ২০১৬ রাত ১:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.