নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

— জীবনমরণের সীমানা ছাড়ায়ে,বন্ধু হে আমার,রয়েছ দাঁড়ায়ে...

রুদ্র জাহেদ

অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়— আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে

রুদ্র জাহেদ › বিস্তারিত পোস্টঃ

♠তোমার হৃৎপিণ্ডে অন্তহীন আমি...

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:১৬



প্রিয়তম প্রিয়তম প্রিয়তম আমার হৃৎপিণ্ডে
নির্মল জোছনায় প্রাণ জুড়ানো হিম শীতল পরশে।
প্রিয়তম আমার জ্বলা সত্তায় আবারো
বলছি প্রিয়তম আমার অস্তিত্ব জাগানো প্রিয়তম।
নির্মল জোছনায় প্রাণ জুড়ানো হিম শীতল পরশে একেবারে
হৃৎপিণ্ডের ভেতরে সুরেলা ধ্বনিতে।
দীর্ঘ সবুজ পাইনের বনে আমার প্রিয়তম সে
তুমি অনুরণন জাগানো বিলসিত রৌদ্র শাদা
পাইনের বনে অরুণিমায়
প্রিয়তম ঘোষণা করছি শূন্যে এ এক
শূন্যে ছুঁড়ে দেওয়া দশ লক্ষ বিষণ্ণতা।
তোমার জীবন পরশ পাথর!
হাত দুটি ফুল অার চোখ দুটি আমারই প্রতিবিম্ব!

সত্তা—
জীবন কি এক নিঃসঙ্গ ব্রোথেল?

মন্তব্য ১৪৭ টি রেটিং +৩১/-০

মন্তব্য (১৪৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৩

আমি মিন্টু বলেছেন: অসাধারণ ভালো লাগল কবিতা । :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ।নতুন বছরের শুভেচ্ছা জানবেন

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৩

রাফা বলেছেন: দীর্ঘ সবুজ পাইনের বনে আমার প্রিয়তম সে
তুমি অনুরণন জাগানো বিলাসিত রৌদ্র শাদা
পাইনের বনে অরুণিমায়।

জিবন কি এক নিঃসঙ্ঘ ব্রোথেল /জিজ্ঞাসা আবার অবাক কেনো?

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ ভাই।ঠিক করে নিলাম

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০১

রক্তিম দিগন্ত বলেছেন: অনেক ভাল। +

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৯

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় রক্তিম ভাই।সময়করে আপনার ব্লগে হানা দিব।নতুন বছরের শুভেচ্ছা জানবেন

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২১

ডরোথি গোমেজ বলেছেন: নিঃসঙ্গ ব্রোথেল! ব্রোথেল কখনো নিঃসঙ্গ হয়না। সুন্দর!

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩২

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ ভাই।নতুন বছরের শুভেচ্ছা জানবেন

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।

নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

রুদ্র জাহেদ বলেছেন: আপনার মন্তব্য পেয়ে দারুণ প্রীত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

লেখোয়াড়. বলেছেন:
যদি বলি......... "আমার হৃদয়ে তোমাকে স্বাগতম".......... তো কবির উত্তর কি হতো?

হৃদয়ের খোলা জানালায় রেখে গেলাম চোখের পাতার ভাঁজ, সেখানে প্রিয়তমার বাতাসের আল্পনা পড়ুক।

ভাললাগা রেখে গেলাম রুদ্র।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয় ব্লগার।স্বাগত উক্তি দুটো একটি পরিণত হবে তখন,আমার কাছে তেমনই ফিল হয়। হৃদয় যদি এক হয় সেখানে পাপড়ি ছড়াতে কিছুই বাধা হওয়ার কথা নয়

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। নতুন বছরের শুভ্চেছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্য ও পাঠে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

রিকি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার। কবিতা ভালো লেগেছে ভাই :) :) :)

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

রুদ্র জাহেদ বলেছেন: আরে রিকি আপুনির আগমন এই ছোট পদ্যে।আমিতো আত্মহারা।নতুন বছরের শুভেচ্ছা রইল আপুনি

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২০

রিকি বলেছেন: আরে আরে ভাই, আমি মাঝে ব্লগে কম আসতাম ব্যাক্তিগত কিছু কাজের ঝামেলায়। এ কারণে অনেক পোস্ট পড়াও হয়নি, আবার অনেক পোস্ট অনিচ্ছায় ছাড়া পড়ে গেছে !!! :( :( যাই হোক, নিউ ইয়ারের শুভেচ্ছা আবারও :)

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

রুদ্র জাহেদ বলেছেন: হুম, বুঝলাম।ব্যক্তিগত ঝামেলাতো থাকবেই আর তাতে মনোযোগী হতে হয়।ভার্চুয়াল দিয়েতো সব হয় না।যেমন সামনে আমার পরীক্ষা তাই আমিও তেমন আসব না ব্লগ পড়তে।এজন্য সময়নিয়ে এখন অনেকগুলো পোস্ট দেখলাম।প্রিয় মানুষকে কাছে দেখলেতো অসম্ভব ভালো লাগে।আবারও নতুন বছরের শুভেচ্ছা আপুনি

১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

তানজির খান বলেছেন: ভাল লেগেছে কবিতা। শেষের প্রশ্ন নিয়ে ভাবছি।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।শেষের প্রশ্নটা আমাকে প্রতিনিয়ত ভাবায়...

১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



জীবন যেমনই হোক এইতো বেঁচে আছি আগামীর প্রত্যয়ে।

নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

রুদ্র জাহেদ বলেছেন: আসলেই বেঁচে থাকাটা দারুণ ব্যাপার।অনেক ধন্যবাদ প্রিয় লেখক-ব্লগার
আপনিও নতুন বছরের শুভেচ্ছা জানবেন

১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৪

তামান্না তাবাসসুম বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: আপুনির মুগ্ধতাই আমি আরো বেশি মুগ্ধ হলাম।তামান্না আপু কেমন আছেন?
নতুন বছরের শুভেচ্ছা জানবেন
আমাদের আগামীর পথচলা আরো বিকশিত শুভ হোক...

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

ভ্রমরের ডানা বলেছেন: মুগ্ধকর কবিতা। চালিয়ে নিন রুদ্র জাহেদ। জয় হবেই।

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার
নতুন বছরের শুভেচ্ছা জানবেন

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

নববর্ষের শুভেচ্ছা
আমাদের আগামীর পথচলা শুভ হোক...ভালো থাকুন, সুস্হ থাকুন

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

ভালো লেগেছে কবিতার কথা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপুনি।অনুপ্রাণিত হয় জীবন
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার কবিতায় নান্দনিক দ্রোহের, চমৎকার অনুবাদ+++
নতুন বছরের অনেক শুভেচ্ছা প্রিয় রুদ্র ....।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি-ব্লগার।ভালো থাকবেন
আবার জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০

ধমনী বলেছেন: নির্মল জোছনায় প্রাণ জুড়ানো হিম শীতল পরশে একেবারে
হৃৎপিণ্ডের ভেতরে সুরেলা ধ্বনিতে।
-- মিশে রবো শিরা আর ধমনীতে.....

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
নতুন বছরের শুভেচ্ছা

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

অভ্রনীল হৃদয় বলেছেন: অসাধারণ। অব্যক্ত মুগ্ধতা রেখে গেলাম।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

রুদ্র জাহেদ বলেছেন: আপনার অব্যক্ত মুগ্ধতায় অনেক আনন্দিত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।ভাললাগা রেখে গেলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২২

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।ভালো থাকবেন
নতুন বছরের শুভেচ্ছা

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

আমি স্বর্নলতা বলেছেন: কবিতায় ভালোলাগা রইল অনেক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

রুদ্র জাহেদ বলেছেন: আপুনিকে এখানে পেয়ে অনেক ভালো লাগল।মন্তব্যে অনেক প্রীত হলাম।আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন আপু

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৩

রাবেয়া রাহীম বলেছেন: ভাল লেগেছে কবিতা ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ আপুনি।নিরন্তর ভালো থাকবেন

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

জুন বলেছেন: চমৎকার লাগলো রুদ্র জাহেদ
+

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপুনি। এই ক্ষুদ্র লেখাতে আপনাকে পেয়ে খুব ভালো লাগল

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভালবাসা দীর্ঘজীবি হোক

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

রুদ্র জাহেদ বলেছেন: ভালোবাসা ছড়িয়ে পড়ুক হৃৎপিণ্ড হতে হৃৎপিণ্ডে।মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।নিরন্তর ভালো থাকবেন

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

উল্টা দূরবীন বলেছেন: অসাধারণ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


মনে রাখার মতো কবিতা, হৃদয়ের কথা, শব্দে প্রকাশ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগল। অনেক অনেক ধনবাদ প্রিয় ব্লগার

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার শব্দচয়নে ভিন্নধারার কবিতাটি পড়ে সত্যিই ভাল লেগেছে অনেক। অনেক অনেক শুভকামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপুনি।লেখাটি ভিন্ন ধাঁচের ছন্দে লিখতে চাইছিলাম।একটা ফরাসি কবিতা পড়তে গিয়ে প্রিয়তমার কথা ভাবতে ভাবতে লিখে ফেললাম

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: তুমি অনুরণন জাগানো বিলসিত রৌদ্র শাদা
পাইনের বনে অরুণিমায়
প্রিয়তম ঘোষণা করছি শূন্যে এ এক
শূন্যে ছুঁড়ে দেওয়া দশ লক্ষ বিষণ্ণতা


লাইনগুলো খুব সুন্দর

শুভেচ্ছা :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।উৎসাহিত হলাম

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

নীলপরি বলেছেন: পড়তে ভালো লাগলো। শুভকামনা ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নীলপরি আপু

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ওরে বাপরে নামেই তো ডেঞ্জারাস ব্যাপার স্যাপার !!! ভাল লেগেছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪

রুদ্র জাহেদ বলেছেন: হাহা,একটু সিরিয়াস তাই ডেঞ্জারাস লাগতেছে।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: চমৎকার ভালো লাগলো

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।নিরন্তর ভালো থাকবেন।শুভেচ্ছা ও শুভকামনা রইল

৩১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ হয়েছে কবি রুদ্র । অনেক ভালো লাগলো সুন্দর অনুভূতিতে ।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগল আপুনি।অনেক অনেক ভালো থাকবেন সবসময়

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

আবু শাকিল বলেছেন: চমৎকার লিখেছেন।কবিতায় অনেক ভাল লাগা রইল।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে দারুণ প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।ভালো থাকবেন সবসময়

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

আরজু পনি বলেছেন:
জীবন কি এক নিঃসঙ্গ ব্রোথেল?
পুরো কবিতা পড়ার পর এখানে আটকে গেলাম !
অনেক ভাবনার অবকাশ থেকে যায় এই লাইনটিতে...

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

রুদ্র জাহেদ বলেছেন: এ লাইনটিতে নিজের চিন্তার অনেককিছুই বহন করে।একান্ত নিজস্বই বলা যায়।তাই বলা যায় লাইনটি মোটেও শাব্দিক অর্থে ব্যবহার করিনি। অনেক ধন্যবাদ আপুনি।আপনার ভাবনা এসে অনেকটাই আমার সাথে মিলে গেল

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

মিঃ এলিয়েন বলেছেন: খুব সুনন্দর হয়েছে কবিতাটি

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৩

তামান্না তাবাসসুম বলেছেন: অনবদ্য :)
এবার অনেক বিরতির পর লেখা পেলাম বলে মনে হল।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: হবিজাবি অনেক লেখা আছে।ঐসব প্রকাশ করতে ইচ্ছে হয় না।নতুন লেখার সময়ও পায় না।আপাতত পাঠক হিসেবেই সন্তুষ্ট। আবার এসে পড়ার জন্য এবং খোঁজ নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৮

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার হয়েছে... ভালো লাগলো ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

কাবিল বলেছেন: সুন্দর
অনেক অনেক ভাল লাগা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০১

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল, আপনি কি আমার ফেসবুকে যুক্ত আছেন ? থাকলে একটা মেসেজ দেবেন আশা করছি

১৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: প্রিয় কবি-লেখক আপনাকে পেয়ে অসম্ভব ভালো লাগছে।না,আমি আপনার সাথে ফেসবুকে যুক্ত নেই।ফেসবুকেও কি এই নাম?

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৬

নুরএমডিচৌধূরী বলেছেন: ♠তোমার হৃৎপিণ্ডে আমাকে স্বাগতম..

অনেক অনেক ভাল লাগা রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১০

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।নিরন্তর ভালো থাকা হোক

৪০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১

সুমন কর বলেছেন: এখানে আমার মন্তব্য নাই কেন !! খুব, খুব ....খারাপ !!

কি করে যে মিস হয়ে গেল....বুঝতে পারলাম না... :(

ভালো হয়েছে এবং প্লাস।

১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

রুদ্র জাহেদ বলেছেন: এইতো মন্তব্য--খুব সুন্দর মন্তব্য।অনেক অনেক আনন্দিত হলাম প্রিয় ব্লগার।কেমন আছেন?আশাকরি ভালো আছেন।নিরন্তর ভালো থাকা হোক

৪১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

নুরএমডিচৌধূরী বলেছেন: রুদ্র জাহেদ ভাই,

আপনাদের মত গুনি লেখকদের
দুই একটা কমেন্টস পেলে না
প্রাণটা একেবা্রেই
প্রফুল্ল হয়ে উঠে
শুভ কামনা জানবেন

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: আপনার আন্তরিকতায় পরম আনন্দিত হলাম প্রিয় ব্লগার।সাথে থাকবেন...বিকশিত জীবনের জয় হবেই হবে।নিরন্তর ভালো থাকা হোক...

৪২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: এ এক বিমূর্ত আবেশ, কবিতায়-লেখায়। অনাবিল স্পন্দন এক লহমায় চোখে ভাসে;নৃত্য করে-জানায় কবি আছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ কবি।নিরন্তর ভালো থাকা হোক

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

রুদ্র জাহেদ বলেছেন: এই ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।শুভেচ্ছা জানবেন

৪৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার ! ভালোলাগা।+

১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি।আপনি দারুণ লিখেন,আপনার লেখা আমার খুব খুব ভালো লাগে

৪৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

আহমেদ জী এস বলেছেন: রুদ্র জাহেদ ,




এতো আবেগীয় একটি মনের কথা ভরা, একজনে সমর্পিত মনটাকে " ব্রোথেল" বলাটা ঠিক হলোনা মনে হয় !

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় লেখক ব্লগার। ব্রোথেল শব্দটি তেমন শাব্দিক অর্থে আনিনি,অনেকটা প্রতীকী। লাইনটা অনেক ভাবায়।
তাই নিজের সত্তার কাছেই প্রশ্ন,জীবন কী এক নিঃসঙ্গ ব্রোথেল?

৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক সুন্দর কবিতা......
খুব ভালো লাগলো।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:১৯

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ভালো লাগল।অনেক অনেক ধন্যবাদ আপুনি।নিরন্তর ভালো থাকা হোক

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

রুদ্র জাহেদ বলেছেন: এই ব্লগবাড়িতে প্রথম এসেছেন।স্বাগতম আপুনি

৪৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সুন্দর কবি ও কবিতা। শুভকামনা।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে দারুণ প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

রুদ্র জাহেদ বলেছেন: এই ব্লগবাড়িতে প্রথম কমেন্ট করেছেন।স্বাগতম এই ব্লগবাড়িতে

৪৭| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৬

বলেছেন: মন প্রাণ উজার করে পড়ার মতো লিখেছেন।

হাসি আসুক আপনার এ জীবনে। :)

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক প্রীত হলাম।সেটাই চাওয়া,আমাদের জীবনে অন্তহীন আনন্দ বিরাজ করুক।আমরা সবাইতো বিকশিত মানুষ। নিরন্তর ভালো থাকা হোক

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: আপনার নিকটা একদম ইউনিক ব্যতিক্রম।এই ব্লগবাড়িতে প্রথমবার আপনাকে পেলাম।শুভেচ্ছা...

৪৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪০

মাশরিক রুসাফী বলেছেন: অনেক সুন্দর।সাথে অনেক ভাল লাগা ও শুভেচ্ছা।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ব্লগার

৪৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম আমার হৃৎপিণ্ডে
নির্মল জোছনায় প্রাণ জুড়ানো হিম শীতল পরশে।
প্রিয়তম আমার জ্বলা সত্তায় আবারো
বলছি প্রিয়তম আমার অস্তিত্ব জাগানো প্রিয়তম।
নির্মল জোছনায় প্রাণ জুড়ানো হিম শীতল পরশে একেবারে
হৃৎপিণ্ডের ভেতরে সুরেলা ধ্বনিতে।
দীর্ঘ সবুজ পাইনের বনে আমার প্রিয়তম সে
তুমি অনুরণন জাগানো বিলসিত রৌদ্র শাদা
পাইনের বনে অরুণিমায়
প্রিয়তম ঘোষণা করছি শূন্যে এ এক
শূন্যে ছুঁড়ে দেওয়া দশ লক্ষ বিষণ্ণতা।
তোমার জীবন পরশ পাথর!
হাত দুটি ফুল অার চোখ দুটি আমারই প্রতিবিম্ব!


রুদ্র জাহেদ,

আপনি একজন অসাধারণ লেখক। কবিতা সরাসরি প্রিয়তে। শুভকামনা জানবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

রুদ্র জাহেদ বলেছেন: যদিও অত বিশাল প্রাপ্তির যোগ্য নই,তবে শেখার জন্য অনুপ্রাণিত করলেন।আগামীর জানার পথ এগিয়ে যাওয়ার পাথেয় হয়ে থাকবে।অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: এত সুন্দর কবিতা!!
খুব ভাল লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে দারুণ ভালো লাগল।অনেক অনেক ধন্যবাদ। নিরন্তর ভালো থাকা হোক

৫১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

মাটিরময়না বলেছেন: চমৎকার লিখেছেন।

শুভেচ্ছা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই পাঠ ও মন্তব্যের জন্য

৫২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

আইএমওয়াচিং বলেছেন: কবিতা পড়ামাত্র এক স্নিগ্ধ অনুভূতির পরশ পেলাম ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫১

রুদ্র জাহেদ বলেছেন: এতটুকু দিতে পারায় অনেক আনন্দিত হলাম।আপনাকে এই ব্লগে পেয়ে ভালো লাগল।অনেক ধন্যবাদ ভাই

৫৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

তাহসিনুল ইসলাম বলেছেন: কবিতায় ভালো লাগা ।
শুভকামনা রইলো ।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৫৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

অভ্রনীল হৃদয় বলেছেন: নতুন লেখা কথায় ভ্রাতা? সেই শেষ কবে লিখলেন। এরপর আর কোনো খোঁজ নেই! :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

রুদ্র জাহেদ বলেছেন: পাঠক হিসেবেই অধিক তৃপ্তি পাই।সিরিয়াস স্ট্যান্ডার্ড লেখা আমার দ্বারা এখনো হচ্ছে না।তাই ছাইপাশ লেখা পোস্ট করতে ইচ্ছে হয়না।মনে রাখিবার জন্য অনেক ধন্যবাদ ভ্রাতা।হয়ত হঠাৎ হঠাৎ পোস্ট দিব প্রিয় লেখা শেয়ার করব।শুভকামনা রইল।নিরন্তর ভালো থাকা হোক প্রিয় ভাই প্রিয় ব্লগার

৫৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

গেম চেঞ্জার বলেছেন: ঢের ভাল লাগার মতো একটি কবিতা। রোমান্সের চেয়ে মুগ্ধতাই অনুভূত হচ্ছিল বেশি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

রুদ্র জাহেদ বলেছেন: রোমান্সের চেয়ে জীবন অনুভূতি বেশি উপলব্ধি করে লাইনগুলো লেখা হয়ত তাই।একদম ঠিক ধরেছেন।সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৫৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

মহা সমন্বয় বলেছেন: প্রিয়তম ঘোষণা করছি শূন্যে এ এক
শূন্যে ছুঁড়ে দেওয়া দশ লক্ষ বিষণ্ণতা।
তোমার জীবন পরশ পাথর!
হাত দুটি ফুল অার চোখ দুটি আমারই প্রতিবিম্ব![/si

আহা কতই না ভাল লাগল। :)
পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। নিরন্তর ভালো থাকা হোক

৫৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

আরজু নাসরিন পনি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩

রুদ্র জাহেদ বলেছেন: থেংকু আপুনি

৫৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

সঠিক পথের সন্ধানী বলেছেন: অনেক ভালো লিখেছেন। carry on

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৫৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

তার আর পর নেই… বলেছেন: পাইনের বন দেখতে কেমন?
দশ লক্ষ বিষন্নতা …

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: পাইনের বন নিয়ে সামুতে একটা পোস্ট আছে।সার্চ দিয়ে দেখে ফেলুন

৬০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

ইশতিয়াক ফাহাদ বলেছেন: নির্মল জোছনায় প্রাণ জুড়ানো হিম শীতল পরশে একেবারে
হৃৎপিণ্ডের ভেতরে সুরেলা ধ্বনিতে।

ভাল লেগেছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।নিরন্তর ভালো থাকা হোক

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: এই ব্লগবাড়িতে স্বাগতম

৬১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কবিতায় মুগ্ধতা।

হ্যাপী ভ্যালেন্টাইন ডে। :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

রুদ্র জাহেদ বলেছেন: অনেক প্রীত হলাম প্রিয় ব্লগার।

হ্যাপি ভ্যালেন্টাইন ডে...

৬২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫২

মেটামরফোসিস বলেছেন: অনবদ্য-অসাধারন কবিতা
+++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৮

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১১

গীতবিতান কাফকা বলেছেন:
তোমার জীবন পরশ পাথর!
হাত দুটি ফুল অার চোখ দুটি আমারই প্রতিবিম্ব!

অসাধারন কবিতা+++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

৬৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২

তাহ্ফীর সাকিন বলেছেন: শেষের লাইনটা সত্যিই বাস্তবতা..

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

রুদ্র জাহেদ বলেছেন: সাময়িক সবকিছুর পর বোধহয় ওই শূন্যতাই সঙ্গী হতে চায় অধিকাংশ সময়।পাঠ ও সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ সুপ্রিয়

৬৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

নেক্সাস বলেছেন: কবিতায় নান্দনিক ভাললাগা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক অনেক ভালো লাগা।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৬৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একরাশ ভাল লাগা

ভাল থাকবেন সবসময়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও মন্তব্যে দারুণ ভালো লাগা।আপনার উপস্হিতি খুব ভালো লাগল সুপ্রিয় ব্লগার

আপনিও কিন্তু ভালো থাকবেন সবসময়

৬৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৩

রিপি বলেছেন: চমৎকার লেখেন আপনি। অনেক শুভেচ্ছা রেখে গেলাম। :)

১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২

রুদ্র জাহেদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাই আপুনি।মন্তব্যে দারুণ প্রীত হলাম।আশাকরি আমাদের সাথেই পাব আগামীতেও...
ভালো থাকুন অনন্তকাল

৬৮| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৫

দিয়া আলম বলেছেন: দারুন
আপনি অনেক ভালো একজন লেখক রুদ্র
ধন্যবাদ


১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে প্রীত হলাম।অনেক অনেক ধন্যবাদ আপুনি

৬৯| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

জেআইসিত্রস বলেছেন: অনেক চমৎকার কথামালা । ভালোলাগল ।

২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার

৭০| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৪

শিখা রহমান বলেছেন: রুদ্র আপনিতো দারুন সুন্দর কবিতা লেখেন। ভালো লেগেছে। :)

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে প্রীত হলাম।পুরোপুরি হয়ত কবিতা হয়ে উঠেনি।জীবন অনুভূতিকে ভাষায় প্রকাশ করা।অনুপ্রাণিত হলাম

৭১| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:০০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: জটিল লিখনি,খুব ভাল লাগল কবি।

১০ ই মে, ২০১৬ দুপুর ১:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.