নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

— জীবনমরণের সীমানা ছাড়ায়ে,বন্ধু হে আমার,রয়েছ দাঁড়ায়ে...

রুদ্র জাহেদ

অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়— আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে

রুদ্র জাহেদ › বিস্তারিত পোস্টঃ

♣অরুণিমা:বিলসিত জীবন...♣

০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫২



আমাকে হত্যা করলে আমি অরুণিমার কাছে পৌঁছে যাব—

অরুণিমার সাথে আমার মরণোত্তর দশ লক্ষ প্রেম;

আমি শুধু অরুণিমাকেই ভালোবাসি।

প্রকৃত অর্থে মৃত-অরুণিমা বলে কারও অস্তিত্ব তো নেই—

অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্ত্বার বিকাশ;

আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে...




ফটো:Salvador Dali,Metamorphosis of Narcissus

মন্তব্য ১১৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:২৬

উল্টা দূরবীন বলেছেন: অরুণিমার সাথে আমার মরণোত্তর দশ লক্ষ প্রেম...
খুব ভালো লাগলো।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫২

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।কেমন আছেন?

২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্তার বিকাশ;
আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে...
-- সুন্দর হয়েছে। +।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।আপনাদের উপস্হিতি,সংস্পর্শে নতুন প্রাণ পাই।তাই প্রিয় সামুতে আসতেই হয়

৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় ছড়াকার

৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
খুব ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:০১

রুদ্র জাহেদ বলেছেন: আপনার কবিতাগুলো অনেক সুন্দর।অন্যরকম অনুরাগ নিয়ে পড়তে হয়।সুন্দর মন্তব্যে অনেক অনুপ্রাণিত। এভাবেই প্রিয়দের চাই।অনেক ভালো থাকা হোক

৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:১৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! সুন্দর বলেছেন, ভালো লাগলো।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:০৬

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক অনেক ভালো লাগল

৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৫১

দরবেশমুসাফির বলেছেন: প্রকৃত অর্থে মৃত-অরুণিমা বলে কারো অস্তিত্ব তো নেই—

অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্তার বিকাশ;

আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে.

অসাধারন। অনেক বেশি অসাধারন। কে বলেছে কবি আর দার্শনিক দুই বিপরীত মেরুর লোক? কবিই দার্শনিক, দার্শনিকই কবি।আপনার কাব্য তারই বহিঃপ্রকাশ।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ বলেছেন।পুরোপুরি মনের কথাটা বলেছেন।লাইনগুলো আমার অন্যতম প্রিয় লেখক সরদার ফজলুল করিমের বই পড়ার সময়ে লিখেছিলাম আর সাথে প্রিয়তম মানুষের কথা যা অণুরণন জাগায়

৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩২

মিজানুর রহমান মিরান বলেছেন: আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে...

দারুন বলেছেন!

০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

৮| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লাগলো।
অরুনিমাদের মৃত্যু বা বিচ্ছেদ বলতে আসলেই কিছু নেই।

ভাল থাকবেন সবসময়।


০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫১

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার

ভালো থাকবেন সবসময়

৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৩৮

গীতবিতান কাফকা বলেছেন: দরবেশমুসাফির বলেছেন: প্রকৃত অর্থে মৃত-অরুণিমা বলে কারো
অস্তিত্ব তো নেই—
অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্তার বিকাশ;
আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে.
অসাধারন। অনেক বেশি অসাধারন। কে বলেছে কবি আর দার্শনিক দুই বিপরীত মেরুর
লোক? কবিই দার্শনিক, দার্শনিকই কবি।আপনার কাব্য তারই বহিঃপ্রকাশ।

০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:৩০

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৩৮

গীতবিতান কাফকা বলেছেন: লেখক বলেছেন: দারুণ বলেছেন।পুরোপুরি মনের কথাটা বলেছেন।
লাইনগুলো আমার অন্যতম প্রিয় লেখক সরদার ফজলুল করিমের বই পড়ার
সময়ে লিখেছিলাম আর সাথে প্রিয়তম মানুষের কথা যা অণুরণন জাগায়

০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:৩১

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ

১১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৩৯

গীতবিতান কাফকা বলেছেন: আমাকে হত্যা করলে আমি অরুণিমার কাছে পৌঁছে যাব—

০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:৩২

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ

১২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪০

গীতবিতান কাফকা বলেছেন: অরুণিমার সাথে আমার মরণোত্তর দশ লক্ষ প্রেম;

০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ

১৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪০

গীতবিতান কাফকা বলেছেন: আমি শুধু অরুণিমাকেই ভালোবাসি।

০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল

১৪| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪১

গীতবিতান কাফকা বলেছেন: প্রকৃত অর্থে মৃত-অরুণিমা বলে কারো অস্তিত্ব তো নেই—

০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ

১৫| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪১

গীতবিতান কাফকা বলেছেন: অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্তার বিকাশ;

০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ

১৬| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪২

গীতবিতান কাফকা বলেছেন: আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে...

০২ রা মার্চ, ২০১৬ রাত ২:১৮

রুদ্র জাহেদ বলেছেন: আরেব্বাস আপনিতো বন্যা নিয়ে আসছেন!আমি আপ্লুত

১৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪৩

গীতবিতান কাফকা বলেছেন: দারুন জীবনদর্শন।দর্শনের চমৎকার সংমিশ্রণে অসাধারন অরুণিমানামা

০২ রা মার্চ, ২০১৬ রাত ২:১৯

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন সুন্দর মন্তব্য।অনেক ভালো থাকবেন সুপ্রিয়

১৮| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪৫

গীতবিতান কাফকা বলেছেন: আমাকে হত্যা করলে আমি অরুণিমার কাছে পৌঁছে যাব—
অরুণিমার সাথে আমার মরণোত্তর দশ লক্ষ প্রেম;
আমি শুধু অরুণিমাকেই ভালোবাসি।
প্রকৃত অর্থে মৃত-অরুণিমা বলে কারো অস্তিত্ব তো নেই—
অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্তার বিকাশ;
আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে...
ফটো:Salvador Dali,Metamorphosis of Narcissus

লাইনগুলো আপনার পূর্বের কোনো পোস্ট করা কবিতায় পড়েছিলাম।অসাধারন প্রকাশ
++++++++++++++++++++

০২ রা মার্চ, ২০১৬ রাত ২:২০

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাঁ, বিলসিত জীবন-০২ এ পোস্ট করেছিলাম।তবে লাইনগুলো আলাদাভাবেই লেখা

১৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৫৫

গীতবিতান কাফকা বলেছেন: আপনি বোধহয় কম লেখা পোস্ট করেন।আরো লেখা চাই...পাঠক আমরা পড়ি :)

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২০

রুদ্র জাহেদ বলেছেন: অমিও মূলত পাঠক।আর এখন একটু একাডেমিক পড়ার চাপ,তাই সেভাবে লেখার চেষ্টা করার সুযোগ পাই না।তাই প্রিয় লেখক-ব্লগারদের লেখা পড়ে দিই ছুট,এভাবেই আপাতত প্রাণপ্রিয় সামুতে যাওয়া আসা হয়।

২০| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৫৬

গীতবিতান কাফকা বলেছেন: শুভরাত্রি কবি ;)

০২ রা মার্চ, ২০১৬ রাত ২:২১

রুদ্র জাহেদ বলেছেন: শুভরাত্রি আপনাকেও

২১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:১০

কালনী নদী বলেছেন: বুঝার ব্যাপার আছে, সংগ্রহে রাখার মত।

০২ রা মার্চ, ২০১৬ রাত ২:২৪

রুদ্র জাহেদ বলেছেন: অনেক বড় পাওয়া।এভাবে নিজেকে মেলাতে পারলে খুব প্রীত হই।আবার জন্ম নিয়ে জীবন শুরু করতে ইচ্ছে হয়

২২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:১৩

কালনী নদী বলেছেন: আমার জীবনেত আপনি অরুনিমার অস্থিত্ব জাগিয়ে দিছেন। এইটা কি শুধু হত্যার বেলা নাকি স্বাভাবিক মৃত্যুথেও অরুনিমা প্রাপ্তি হয়?

০২ রা মার্চ, ২০১৬ রাত ২:২৬

রুদ্র জাহেদ বলেছেন: উহু হত্যা ব্যাপারটাতো মৌল নয়।স্বাভাবিক কিন্তু মহাজীবনের একটা পরম চাওয়া যার থেকে হবে পরম পাওয়া যে অরুণিমা মানেই আমি এক স্বত্তা।ওইযে মৃত্যু বলতে মৃত্যুরই মরণ ঘটবে...

২৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩২

আরজু পনি বলেছেন:
অনেক সুন্দর প্রকাশ, রুদ্র।

ছবিটা অসাধারণ !

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি।খুব খুব প্রীত হলাম

২৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৭

বিজন রয় বলেছেন: অরুণিমা নামটি সুন্দর। কবিতার ভিতরটি দোল দিয়ে যায়।
++++

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৬

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি-ব্লগার

২৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

জনৈক অচম ভুত বলেছেন: অরুণিমার সাথে আমার মরণোত্তর দশ লক্ষ প্রেম;

ভাল লেগে গেল।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।অনেক ভালো থাকা হোক

২৬| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৯

বিজন রয় বলেছেন: আমি কবি নই। আমি কিছু লেখার চেষ্টা করি মাত্র।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২৩

রুদ্র জাহেদ বলেছেন: সেটাইতো সর্বোত্তম।বড় পরিসরে বলতে গেলে অনেক কথা বলা যায়,কিন্তু তা অবশ্য আপনিও জানেন।অনেক অনেক ভালো থাকা হোক প্রিয় ব্লগার

২৭| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫

মেটামরফোসিস বলেছেন: দরবেশমুসাফির বলেছেন: প্রকৃত অর্থে মৃত-অরুণিমা বলে কারো
অস্তিত্ব তো নেই—
অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্তার বিকাশ;
আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে.
অসাধারন। অনেক বেশি অসাধারন। কে বলেছে কবি আর দার্শনিক দুই বিপরীত মেরুর
লোক? কবিই দার্শনিক, দার্শনিকই কবি।আপনার কাব্য তারই বহিঃপ্রকাশ।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

রুদ্র জাহেদ বলেছেন: আবার নিন ধন্য...

২৮| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫

মেটামরফোসিস বলেছেন: লেখক বলেছেন: দারুণ বলেছেন।পুরোপুরি মনের কথাটা বলেছেন।
লাইনগুলো আমার অন্যতম প্রিয় লেখক সরদার ফজলুল করিমের বই পড়ার
সময়ে লিখেছিলাম আর সাথে প্রিয়তম মানুষের কথা যা অণুরণন জাগায়

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ ভাই

২৯| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯

মেটামরফোসিস বলেছেন: কবিতা সম্পর্কেও জেনে ফেললাম।খুব ভালো লাগল।কবিতার লাইনগুলো অসাধারন।ছবিটাও দারুন ছবির শিরোনামেতো আমার নাম চলে এসেছে :) সালভাদর ঢালির কাজগুলো অদ্ভুতরকমের ভালো লাগে
+++

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫০

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।হুম দেখতেছিতো নামের সাথে চিত্রকর্মের মিল মেটামরফোসিস। আমাকেও দারুণ টানে এই অসাধারন কাজগুলো

৩০| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫

জ্যোস্নার ফুল বলেছেন: কয়েক লাইন এর কবিতাটা ঘোরে ফেলে দেয়, বেশি হলে মেরেই ফেলে দিত

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

রুদ্র জাহেদ বলেছেন: হাহহা আপনার সুন্দর কমেন্ট পড়ে আমি নিজেও ঘোরের মধ্যে পড়ে গেলাম।মাত্রই সাংঘাতিক কাব্য পড়ে আসলাম

৩১| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৭

অভ্রনীল হৃদয় বলেছেন: আমরা অরুনিমা নামক এক অদৃশ্য অস্তিত্বকে ভালোবেসে থাকি। সবকিছুর অবসান ঘটলেও এর বোধহয় কখনো শেষ হবে না। ভালো লাগলো কাব্য।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১১

রুদ্র জাহেদ বলেছেন: আমরা অরুনিমা নামক এক অদৃশ্য অস্তিত্বকে ভালোবেসে থাকি। সবকিছুর অবসান ঘটলেও এর বোধহয় কখনো শেষ হবে না।
...দারুণ বলেছেন ভাই
আসলেই এই অরুনিমা আত্মার সাথে মিশে এক স্বত্তা হয়ে থাকে...

৩২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার কথা মালা!! পড়ে প্রিত হলাম।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে আমিও প্রীত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৩৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

তার আর পর নেই… বলেছেন: ছোট্ট, সুন্দর! +++

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৩

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার তার আর পর নেই...

৩৪| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: স্বল্প চরণের বিস্তর কবিতা । ভাল লেগেছে ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় কবি-ব্লগার কথাকথিকেথিকথন

৩৫| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

ফেরদৌসা রুহী বলেছেন: আমাকে হত্যা করলে আমি অরুণিমার কাছে পৌঁছে যাব—

অরুণিমার সাথে আমার মরণোত্তর দশ লক্ষ প্রেম;
:)

হুম।

ছোট কিন্তু অনেক কথা জড়িয়ে আছে কথাগুলিতে।

ছবিটাও সুন্দর।

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

রুদ্র জাহেদ বলেছেন: আপুনি বলেছে,
ছোট কিন্তু অনেক কথা জড়িয়ে আছে কথাগুলিতে।

এই উপলব্ধি আমায় আরো ছুঁয়ে দিল।ভালোবাসা জানবেন প্রিয় ব্লগার

৩৬| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

সোজোন বাদিয়া বলেছেন: সত্য বলতে কী, বুঝতে পারি নি।

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: সেটাও একরকম ঠিক,ধরুন আপনি সুররিয়াল ফ্লেভর নিলেন পুরো রিয়েল একটা ব্যাপারের মধ্যে।ধন্যবাদ পাঠ ও মন্তব্যে।ভালো থাকা হোক প্রিয় ব্লগার

৩৭| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মানসী বলেছেন: আসলে আমরা প্রত্যেকেই অরুণিমা হতে চাই, কিম্বা অরুণিমার কাছে পৌঁছাতে চাই, কারণ এটাই গভীরতম জীবন।

ভালো লেগেছে।

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: ঠিক বলেছেন।কিন্তু আমরা অধিকাংশই সেই অনুরাগকে রাগে মহাজীবনের মিলনে পরিণত করতে যে কর্মের প্রয়োজন তা করি না বা সুযোগ পাই না।অবশ্য কেউ কেউ দারুণভাবে সফলও হয়

৩৮| ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার

০২ রা মার্চ, ২০১৬ রাত ৮:০২

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ ভাই

৩৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: রুদ্র জাহেদ ,



মৃত্যু যে মৃত্যুরই মরণ ঘটায়, এই লাইনটিই একটি দর্শন হয়ে গেছে মনে হয় ।
মৃত্যু শাশ্বত । মৃত্যুর মরন নেই , জীবনের আছে । তাই মৃত-অরুণিমাই শাশ্বত ।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:০১

রুদ্র জাহেদ বলেছেন: প্যারাডক্স হয়ে গেল বোধহয়।সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৪০| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:০৪

জেন রসি বলেছেন: কবিতা দর্শন মিলেমিশে একাকার।

চমৎকার।

++

০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:২৩

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর মন্তব্যে দারুণ প্রীত হলাম।অনেক ধন্যবাদ প্রিয় লেখক-ব্লগার

৪১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি তো কখনো অরুণিমাহীন কিছু দেখি না যার অস্তিত্ব আছে। অনেক অনেক ভালো লাগা কবিতায়। +

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: আমিও দেখি না।তাই স্পষ্ট করে অরুণিমাকে জানিয়ে দিলাম।সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা।অনেক ধন্যবাদ প্রিয় কবি-ব্লগার

৪২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২২

খোলা মনের কথা বলেছেন: অসাধারন কবিতা। ছোট হলেও খুব ভাল লাগলো।

অরুণিমার সাথে আমার মরণোত্তর দশ লক্ষ প্রেম; কথাটি দারুণ লেগেছে।

০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

ভালো থাকা হোক সবসময়

৪৩| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার!

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ প্রাণ পেলাম।অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক-ব্লগার

৪৪| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ‘‘মরণোত্তর দশ লক্ষ প্রেম...”

মরণোত্তর সময়টাকে নির্দিষ্ট করে আপনি প্রেমের সীমা টেনেছেন আর মরণোত্তর সময়টাকেও গন্ডিবদ্ধ করে ফেলেছেন!

ভালো লাগলো, ভালো কবিতা।

নিন্মলিখিত লিখাটি সমাজ সচেতনতায় পড়ুন এবং শেয়ার করুণঃ

http://www.somewhereinblog.net/blog/mrahim04/30112183

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

রুদ্র জাহেদ বলেছেন: হাহহা মজা পেলাম।কোন কিছুই পরম নয়,গতিটা ইতিবাচক পথে চললেই হলো...সেটাই চাওয়া।
আপনার পোস্টটা সময়করে অবশ্যই পড়ব

৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৪০

রোদেলা বলেছেন: অল্প কিছু কথায় বিশাল কিছু বলে দিলেন রুদ্র।আমি স্তম্ভিত।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ২:১২

রুদ্র জাহেদ বলেছেন: আপুনি আপনার সুন্দর মন্তব্যে আমিও মুগ্ধ।অনেক ধন্যবাদ ও ভালোবাসা প্রিয় কবি

৪৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

আমিই মিসির আলী বলেছেন: অনেক ভালো লাগলো।
:)

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:০৩

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

ভালো থাকুন সবসময়

৪৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

সুমন অনিরুদ্ধ বলেছেন: জীবন বলে কোথায় জীবনখেলছি শুধু কানামাছি।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: আসলেই।এখানে আপনার উপস্হিতি দেখে খুব ভালো লাগল।অনেক ধন্যবাদ প্রিয় কবি-ব্লগার

৪৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা রইলো।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৫

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

৪৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:০০

সাবরিনা নেওয়াজ বলেছেন: বাহ্ গভীর!

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:২১

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।এখানে আপনার উপস্হিতি খুবই ভালো লাগল।নিরন্তর ভালো থাকবেন

৫০| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম।অসংখ্য ধন্যবাদ নীলপরি আপু

৫১| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ভবোঘুরে বাউল বলেছেন: অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্তার বিকাশ
অসাধারণ!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩০

রুদ্র জাহেদ বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৫২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০২

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: চমৎকার।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৫৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: আমি শুধু .......কেই ভালোবাসি।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

রুদ্র জাহেদ বলেছেন: হুম,পরিপূর্ণ থাকা চায়

৫৪| ০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৪৯

আলোরিকা বলেছেন: তোমার ব্লগে মাঝে মাঝেই ঢুঁ দেই বেশির ভাগ সময়েই অনুবাদ বা শেয়ার এই জাতীয় বিষয়গুলোই পাই - এই প্রথম একটি মৌলিক কবিতা পড়ে আপ্লুত হলাম । চমৎকার ! আরও বেশি বেশি করে নিজের লেখা পোস্ট কর । অনেক অনেক শুভকামনা রুদ্র ভাইয়া :)

০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:১০

রুদ্র জাহেদ বলেছেন: হুম, শেয়ার করতেও ভাল্লাগে।তেমন সময় ও সুযোগ হয় না।তাই ঢু মেরে পড়ে যায় বেশি।লিখব,পড়ার আর লেখার মজা অন্যরকম,যা অতুলনীয়।মন্তব্যে অনুপ্রণিত হলাম আপুনি।অনেক অনেক ধন্যবাদ

৫৫| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

নীল মনি বলেছেন: অনেক সুন্দর লেখেন :)

১০ ই মে, ২০১৬ দুপুর ১:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।আপনাকে এখানে পেয়ে দারুণ ভালো লাগল।

ভালো থাকবেন সবসময়

৫৬| ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার

০৩ রা জুন, ২০১৬ রাত ১:২২

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।আপনাকে ক্ষুদ্র ব্লগবাড়িতে পেয়ে মহাখুশি

৫৭| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:১২

তানজির খান বলেছেন: অসাধারণ কবিতা। ভালবাসা নিবেন

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: নিরন্তর ভালোবাসা কবি

৫৮| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: ছবির সাথে লেখার অদ্ভুত মিল ভাল লেগেছে!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫২

রুদ্র জাহেদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.