নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

— জীবনমরণের সীমানা ছাড়ায়ে,বন্ধু হে আমার,রয়েছ দাঁড়ায়ে...

রুদ্র জাহেদ

অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়— আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে

রুদ্র জাহেদ › বিস্তারিত পোস্টঃ

মার্কেজের বিদায়ী চিঠি

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২২



ঈশ্বর যদি মুহূর্তের জন্য ভুলে যায় যে আমি এক কাপড়ের পুতুল এবং আমাকে সে দান করে একটু জীবন, তাহলে যা ভাবছি তার সবটুকু হয়তো বলব না, তবে যা বলব-সেসব নিয়ে নিশ্চয় ভাবব।

যার যে মূল্য প্রাপ্য, তাকে সে মূল্য দেবো তার গুরুত্বের জন্য। ঘুমাবো অল্প, স্বপ্ন দেখব বেশি, কারণ প্রতি মিনিটে চোখ বন্ধ করা মানে ৬০ সেকেন্ড আলো থেকে বঞ্চিত হওয়া। হাঁটব, যখন সবাই দাঁড়িয়ে পড়বেন। জেগে উঠব, যখন সবাই ঘুমিয়ে থাকবেন। শুনব, যখন সবাই বলেন। উপভোগ করব ঠান্ডা চকলেট আইসক্রিম।

ঈশ্বর যদি আমাকে এক টুকরো জীবন দান করে, তাহলে একেবারে সাধারণ কাপড়চোপড় পরব, উবু হয়ে শুয়ে থাকব সূর্যালোকে, কেবল শরীরই নয়, আমার আত্মাকেও নেংটো করে দেব।

যদি আমার হৃদয় থাকে,তাহলে বরফের বিরুদ্ধে লিখব আমার যত ঘৃণা; আর অপেক্ষা করব কখন সূর্য আসে। ভ্যান গগের স্বপ্ন নিয়ে নক্ষত্র সম্পর্কে আঁকব বেনেদেত্তির একটি কবিতা। আর সেররাতের একটি গান হবে, চাঁদকে উৎসর্গীকৃত এক সেরেনাতা। কাঁথার আঘাত আর পাপড়ির মাংসল চুম্বন অনুভব করার জন্য গোলাপকে চোখের জলে ভিজিয়ে রাখব।

হে ঈশ্বর যদি আমার এক টুকরো জীবন থাকত, তাহলে মানুষকে যে আমি ভালোবাসি-সে কথা বলতে আমি একদিনের জন্যও ভুলব না। প্রত্যেক নারী-পুরুষকে বোঝাতে চেষ্টা করব যে তারা আমার প্রিয়, তারা যেন ভালোবাসার প্রেমে জীবন যাপন করেন।

বৃদ্ধ হলেই ভালোবাসাকে একপাশে সরিয়ে রাখতে হবে-যারা এ রকম ভাবেন, তাঁরা যে কত ভুল সেটা প্রমাণ করে দেখিয়ে বলতে চাই, প্রেমহীনতাই বৃদ্ধত্ব। শিশুকে দেব ডানা, যাতে সে উড়তে শেখে। আর বৃদ্ধদের শেখাব এই কথা যে বৃদ্ধত্ব নয়, বি্নৃতিই মৃত্যুর কারণ। আপনাদের কাছ থেকে আমি এত কিছু শিখেছি, জেনেছি, সবাই বাস করতে চাই পাহাড়ের চূড়ায়, কিন্তু সত্যিকারের সুখ এবড়ো-খেবড়ো পাহাড়ি পথে আরোহনের মধ্যে। সদ্যজাত কোনো শিশু যখন তার ছোট্ট হাতের মুঠোয় প্রথমবারের মতো বাবার আঙুল চেপে ধরে, তখন সে তা চেপে ধরে চিরকালের জন্য।
যা ভাবেন, তা সব সময় করবেন; যা অনুভব করেন, তা বলুন। যদি জানি যে আজই তোমাকে শেষবারের মতো ঘুমিয়ে থাকতে দেখব, তাহলে তোমাকে আমার গভীর আলিঙ্গন দেব আর ঈশ্বরের কাছে তোমার আত্মার সুরক্ষা প্রার্থনা করব। যদি জানতে পারি এটাই হবে তোমাকে দরজা দিয়ে শেষবারের মতো বেরিয়ে যেতে দেখা, তাহলে তোমাকে দেব আলিঙ্গন, চুমু আর আরও কিছু দেওয়ার কথা বলব। যদি জানি যে এটাই হবে তোমাকে শেষবারের মতো শোনা, তাহলে নিশ্চিতভাবে বারবার শোনার জন্য তোমার কণ্ঠের প্রতিটি শব্দ রেকর্ড করে রাখব। যদি জানি যে এগুলোই হচ্ছে তোমাকে দেখার শেষ মুহূর্ত, তাহলে বলব ‘তোমাকে ভালোবাসি! আগামীকাল আর কর্তব্যগুলো সঠিকভাবে পালনের জন্য জীবন আমাদের আরেকটি সুযোগ এনে দেয়। কিন্তু যদি আমি ভুল করি আর আজকের দিনটিই যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে বলব-তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি কোনো দিনই ভুলব না।

তরুণ কিংবা বৃদ্ধ কারোর জন্যই আগামীকালটি নিশ্চিত নয়। হতে পারে আজই তুমি শেষবারের মতো দেখতে পাচ্ছ, যাকে তুমি ভালোবাসো। অতএব, আর অপেক্ষা না করে যা করার তা আজই করে নাও, যেহেতু আগামীকাল কখনো আসবে না। তখন ব্যস্ত থাকার কারণে শেষ আকাঙ্ক্ষাটি বলতে না পারার জন্য এবং একটি হাসি, একটু আলিঙ্গন আর একটি চুমুর জন্য সময় না পাওয়ার জন্য নিশ্চিতভাবেই বিলাপ করবে। যাদের ভালোবাসো তাদের তোমার কাছে রাখো; তাদের কানের কাছে গিয়ে বলো যে তাদের তোমার ভীষণ প্রয়োজন এবং তাদের তুমি ভীষণ ভালোবাসো। সব সময় তাদের সঙ্গে সুব্যবহার কোরো; ‘আমি দুঃখিত’, ‘আমাকে মাফ কোরো’, ‘দয়া করে’, ‘ধন্যবাদ’ এবং ভালোবাসার সব শব্দ বলার জন্য সময় রেখো।
তোমার গোপন ভাবনার জন্য তোমাকে কেউ স্মরণ করবে না। তোমার শক্তি আর জ্ঞ্যান প্রকাশের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তোমার বন্ধুদের বুঝতে দাও যে তারা তোমার কাছে গুরুত্বপূর্ণ।

মার্কেজের বিদায়ী চিঠি
স্প্যানিশ থেকে অনুবাদঃ রাজু আলাউদ্দিন

[ Photo: Author Gabriel García Márquez poses with a copy of his immortal classic “One Hundred Years of Solitude” in 1975 in Colombia ]

The New Archive of Gabriel García Márquez

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

আখেনাটেন বলেছেন: যা অনুভব করি, তা কি বলার দিন আছে ভাই। চুপ থাকায় এখন জ্ঞানীর লক্ষণ।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাঁ, যা অনুভব করি তা প্রকাশের একটা সুষ্ঠু স্বাভাবিক পরিস্হতি নেই। কিন্তু জীবনতো একটাই, তাই কৌশুলী হয়ে আমাদের কর্ম করে যেতে হয় জীবনযাপনটাকে আরো উৎকর্ষে নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: [ চিঠিটি আমার ভীষণ প্রিয়। মাঝে মাঝে পড়ি, মন ভাল হয়ে যায়।স্প্যানিশ থেকে প্রিয় লেখক রাজু আলাউদ্দিন অসাধারন অনুবাদ করেছেন। চিঠিটা এখানে রাখতে ইচ্ছে হল। ]

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৫

মিথী_মারজান বলেছেন: সুন্দর এবং শিক্ষণীয়।:)

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

রুদ্র জাহেদ বলেছেন: একদম একদম। যত পড়ি তত ভালো লাগে...

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০

ঋতো আহমেদ বলেছেন: রাজু আলাউদ্দিন এর এই অনুবাদ টি চমৎকার ও যথাযথ হয়েছে। ভালো একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

রুদ্র জাহেদ বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ সব কথা। যদিও সব কথা বলা যায়না।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

রুদ্র জাহেদ বলেছেন: হ্যাঁ আপু, অনেক কথা নীরবতার ভাষায় থেকে যায়। চিঠিটা আমার খুব প্রিয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.