নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

আমার বৈরাগী একবেলা

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১





জানিতো চুরি হয়েছে দিনগুলো,

ক্যাম্পাসের এককোেণ যখন উদাস স্বপ্ন বোনা,

নীলাভ পাঞ্জাবীর ছেঁড়াটা চোখ এড়ায় না,

তবে কেমনে মনের ছেঁড়াটা চোখ এড়ালো আজও বুঝি না,

আবার সেই উদাস বেলা।



পথের ফেরিওয়ালাই হিরো তোর,

মলের ঐ এসিতে দমবন্ধ মন,

বারবার ঘুরে যায়,

নীল কাঁচের চুড়ি ছুঁয়ে,

চঞ্চল মন এপার ওপার,

ফেরিওয়ালার বাঁশের ঝুড়িতে পড়েছে যে,

মন আটকা,

সেদিনের মধ্য দুপুরে।



গোত্তা খাওয়া বাতাসে যখন,

মুঠো ভরে ধুলো মাখা ভালোবাসা,

পালায় দূরে পলিথিনটা,

ভেসে যতদূর যাওয়া যায়,

চুরি করে তিল তিল ভালোবাসা ,



কাঁচের নীল চুড়ি,

বাজা ,বাজা রে মানবী,

বাজা রে মন তোর ঘরে,

বৈরাগীর বেলা আজ অনেক দিন,

কতকাল আর রব এমনে,



দুরন্ত যে ভবঘুরে,

সে যদি আজ নীড় খোজে চোখের মায়ায়,

তবে আমি কে রে,

বৈরাগী তোর বৈরাগ্য নে রে,

আমি এবার চাই সারাবেলা,

নীল চুড়িভরা হাতের স্পর্শে অস্পর্শে ,

উদাসী চোখের মায়ায় তন্দ্রাবিলাশের শেষ বেলা ।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

বটবৃক্ষ~ বলেছেন: আমি কবিতা কম বুঝি!!
বিশিষ্ট কবিদের মন্তব্য আশা করছি!! :) :)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

রুদ্র রাফি বলেছেন: তুমি ছাড়া আর কেউ নাই তো বটাপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.