নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

অভিমানেরা, তোমাদের গলা টিপে দেবো

২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

অভিমানেরা...
হু,তোমাদেরই বলছি..
শেষ রাতগুলোতে কেন নিত্য বাড়াবাড়ি...গলা টিপে দেবো....
রাতেরা তোমরা ফুরোননোর বেলায় বিষমন্ত্র ঢালো...
আমার ভোরগুলো কাটে অসহ্য সুখে.. আবছায়ায়...
অভিমানেরা...
তবুও কেন চোরাকাঁটা হয়ে বিঁধো।

আগল খুলে ললাটে দাও চন্দনটীকা...
ভবঘুরের বেশে.... ছন্নছাড়া এনগর ওনগর...
ভোরের রমনা কেন আমায় ডাকে।

ও সুতো সেই কবে ছিঁড়েছে..
গেরো পড়বেনা রেশমি ভাঁজে....
ও মায়ার সুতো জুড়োনা....হারানোর পালা নির্বাসনে।

আর কোন বিকেলে... ছন্নছাড়া কোন ছেলের হাত যেন কেউ না ধরে...
কেউ যেন আর ডুকরে উঠে থাকতে বলে সাথে...
বহুদিনের কথা.. হয়তবা সেদিনের....
সে বিকেলগুলোয় অভিশাপ ছিলো....
পথ দুটো হয়েছে অবশেষে।

আচ্ছা মেয়ে....এলোমেলো কটা কথা বলা হয়নি...
হু দোষ মেনেছি...পথ এঁকেছি মধ্যখানে কালো দাগ এঁকে, শুভ্র সে পথ...
দুটো করেছি।

তবুও শোন....
মাঝে মাঝে না বড্ড কষ্ট হয়....
এ কেমন অভিশাপ ছিলো.... মুক্তি দিয়ে ছিলাম...
অভিশপ্ত হয়েছি।

জানো বনস্পতি বুড়ো হয়েছে...
ধূসর জটা পাকানো বুড়ো....কটা স্বপ্ন এখনও সবুজ হওয়া কচি পাতার স্বপ্ন দেখে।

সুতো,সম্পর্ক,পরোক্ষ সুখ দান আর অভিশাপ।

সে হারিয়ে গেছে নির্বাসনে...
আরো খুজোনা তাকে....
এখন সে শেষ রাত জাগে বুড়ো বনস্পতির,,,
সবুজ হয়ে যাওয়া কটা কচি পাতির স্বপ্নে।

নীলচে আকাশ, ধূসর বাকল, জটা পাকানো দাঁড়ি আর সবুজের গল্পে।

সে হারিয়ে গেছে অবশেষে....
তীব্র অভিশাপ ছুঁড়ে ফেলে,,
নির্বাসনে।

আচ্ছা অভিমানের রং কি

অভিমানেরা,
হু তোমাদের বলছি,
একদিন দেখো সত্যি গলা টিপে দেবো

রুদ্র রাফি

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

মাঝিবাড়ি বলেছেন: সরল কথা ভাল লেগেছে!

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

নিলু বলেছেন: ভালো , লিখে যান

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

রুদ্র রাফি বলেছেন: ধন্যবাদ মাঝিবাড়ি :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.