নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

বটে..ওরা কি সত্যি হতচ্ছাড়া

২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩

কাদের হতচ্ছাড়া বলো o.O ......মাঝরাতে একা বারান্দায় বসে নিকোটিন খোর ছেলেটাকে ...কিংবা.... ওই গলির আবছা অন্ধকারে আরো অন্ধকার জড়িয়ে........ ঠোঁটে কড়া করে সস্তা লিপিষ্টিক দেওয়া পতিতাটাকে :O

ওরা হতচ্ছাড়া নয় ....এ নগর কাল বিশেষে হতচ্ছাড়া.....কেমন যেন পাথর গড়ে দেয় বুকের বামপাশে .....হিয়া বলতে যেটা থাকে ওটা নিখোঁজ হয়ে যায় .....উদভ্রান্ত যুবক এগলি ও গলি পেরিয়ে একটা সিগারেট জ্বালায় ....কুয়াশা ঘন হয় ....নিকোটিনের আদর মেশে ফুসফুসে আর কুয়াশায় .....যদিবা নগর কিংবা কুয়াশা বেঁচে থাকে ....হতভম্ব হয়েছিল একদিন যে যুবক ....যার আঙুলের ফাঁক গলে ভেগেছিলো স্বপ্ন ..হ্যাঁ সে এখন স্বপ্ন দেখে এক মোড়া গাঁজা কিংবা একটু ফেনসিডিলের ....সে একদিন ফুসফুস পঁচে মিশে যায় এই কুয়াশাতেই ......মাঝরাতে তার আর্তনাদে শুধু রাস্তার কুকুরগুলো ডুকরেডুকরে কাঁদে ।

হা হা হা।
এনগরে শুধু অলিখিত দীর্ঘশ্বাস আর অসমাপ্ত উপাখ্যানের জন্য দেয় হতভম্ব যু্বক গুলো.....মাঝরাতের অন্ধকার ছেড়ে বেরিয়ে আসে তোমাদের কথিত সেই হতচ্ছাড়া মেয়েটা ....এমা ও তো মরে গেছে....হয়তবা মাতালটার ক্ষুর ওর বুক ছুয়েছিলো ..আরো বেশি ছোঁয়ার নেশায় হৃৎপিন্ডটাই ফুটো করে দিয়েছে ...ওটা হৃৎপিন্ড ছিলো বটে ....ইট পাথরের ....নগরটার সাথে অভিযোজন করার সন্ধীতে ....
হা হা হা...
এবার আর আবছা আলোয় গাড় অন্ধকার জন্ম নেবে না গো প্রতিরাতে ....কটা দিন পরে আরেক হতচ্ছাড়া না আসলে :)

আচ্ছা এ নগর কি কখনো কাউকে ভালো বেসেছিলো o.O

জানিনা আমি....তুমি কিংবা তোমরা জানো o.O

হয়তবা .....হয়তবা না :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

নিলু বলেছেন: কোনও কোনও সময় জীবনের মোহ আর রহাকে না , তাই তারা হৃদপিণ্ডটা কানা করে দিতে চায় , ধন্যবাদ , লিখে যান

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

রুদ্র রাফি বলেছেন: হুমমম বড্ড আপেক্ষিক এ জীবন। আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.