নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

সাদা রঙধনু আর ওরা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৭


রাত বাড়ছে তোমাদের নগরের বুকে, ট্রাফিকটাও ক্লান্ত হয়ে পড়ে,
এবার ফেরার পালা,

হুমমম, এখন নিয়মের চোখ রাঙানি নেই ,
ট্রাফিক পুলিশটাও বাড়ি ফিরবে ,

জীবনের পথটুকুতে পাহারা নেই ,
ও ভাই চলোনা একটু পা লাগিয়ে,
সে কি পিছনে পড়ে যাচ্ছ, বটে,
দাঁড়াও আমিও নাহয় খনিক থামি, এবার এসো,
হলদে আলোয় স্বপ্ন কুড়োই , মুঠি ভরে নিওনা,
আরও পিছনে ওরা পড়ে আছে যে,

সে কি তুমিযে বড্ড কেমন ,সব বুঝি একাই নেবে,
তা নাও নাও, এবার পা চালিয়ে বাড়ি ফেরো ,
তোমার দেরীতে যে ঘরে দুঃস্বপ্ন বাসা বাঁধছে।

আর আমি।
অতঃপর আমি আবারো ফিরে নিজ চেহারায়,
ট্রাফিকের ছুটিতে নিজেই বসে যাই গুনতে,
একটা, দুটো, তিনটে নিশাচর ,
একা হাঁটছে স্বপ্ন কুড়োনোর আশায় তোমাদের এই নগরীতে।

স্বপ্ন বুকে নিয়ে বাঁচা পথশিশুদের একজন বলে উঠল বুুঝি,

কিরে রহিম্মা, ঘুমাবিনা, আয় পলিথিনের ভিত্রে আয়
দেখ দেখ সোহরাওয়ার্দী দিয়া আকাশে সাদা রংধনু উঠছে।

আচ্ছা রংধনু কখনো সাদা হয়,
হয়তবা হয় ,

পথের ধুলোয় স্বপ্নরাজ্য ধূসর হলে,
আর ট্রাফিক পুলিশটা সরতেই ফুটপাতে যখন ওরা ঘুমিয়ে পড়ে।

হয়তবা,
আমিও ঠিক জানিনা,
হয়তবা ওরা জানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.