নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

আগলে রাখবো স্বাধীনতার শিখাটুকু

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫১

কালো রাত পেরিয়েছি বহু আগে,
এমনি এমনি ভাবছো,
হা হা হা বোকা সব,

না এমনি নয়,
স্ত্রীর বাহুবন্ধন থেকে কেড়ে,বাবার ওষুধ হাত থেকে ফেলে,
মেশিনগানের কামড়ে ঝাঁজরা হয়ে যাওয়া শিশুর দেহ মাড়িয়ে,
বুড়ো লোকটারো চশমাটা খসে পড়েছিলো মগজ মাখা বইয়ের পাতার ওপর,

মেলা সে গল্প, অনেক দিনের কথা,
কাদা শুখিয়ে গেছে মেঠো পথের বর্ষা শেষে,
হয়তবা,
কিন্তু রক্তের দাগ শুখায়নি আজো,
হাজারো রাত কেঁদে,
যারা হারিয়েছিলো,
স্বপ্ন,স্বজন আর সব কিছু অবশেষে।

তবুও আজ সুখের আভা মুখে,
একটা স্বাধীনতা আছে,
একটা পতাকা আছে, লাল সবুজে ছোপানো কাপড়ের নয়,
মানচিত্র আঁকা রক্ত ঘাম দিয়ে আর সবুজ স্বপ্ন দিয়ে।
বাংলাদেশের প্রতিকৃতি নিয়ে হৃদয় মাঝে।

আভা চোখ থেকে চোখে,
বিজয়ের উল্লাসী আগুন চোখ থেকে মোমে,
ওটা এখন আর একদলা আর্টিফিসিয়াল মোম নেই,
ওটা স্বাধীনতা হয়েছে আজ সবশেষে।

হাত আছে, কইলজা আছে, চেতনা আছে,
আসুক দেখি কতো ঝঞ্ঝা,
আগলে রাখবো ঠিকই স্বাধীনতার শিখাটুকু,
চিরকাল এমন করে,
স্মিত হাসি হেসে,
বড্ড ভালোবেসে ।

রুদ্র রাফি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.