নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র রাফি

কিছু ই জানি না

রুদ্র রাফি › বিস্তারিত পোস্টঃ

আমি বখাটে

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫৪

ভ্যাগাবন্ডগুলো ছন্নছাড়া হয়, মোড়ে দাঁড়িয়ে সিগারেট ফোঁকে,রাত একটায় দু তিন কিলো হেঁটে যায় চা খেতে। মন না চাইলে বাড়ি ফেরে, না ভুলেও কদাচিৎ না। ওরা বাড়ি ফেরে না। আজ রাত্তিরে পুলিশ তাড়া দিলে কাল ও গলি ঘুরে যায়, তবুও মাঝরাত্তিরের ঘন গরুর দুধের চা টা ঠিকই খাওয়া লাগবে।



ওদের একটাই দুর্বলতা ছাদ। গৃহস্বামীর কড়া নিষেধের তালা ভেঙে ঠিকই মাঝরাতে ছোটে একা ছাদটাতে সঙ্গ দিতে। এতো আকুলতা কেনো? গল্পটা তো এখানেই।



আকাশ।



ভ্যাগাবন্ডদের আকাশ থাকে। হুমম সবার থাকে জানি। তবে ওদেরটা একটু অন্য রকম। বড্ড মায়াকাড়া আকাশ। সে আকাশে খেলা চলে দিনরাত, চোখাচোখির খেলা, ভরদুপুরে শাসন, ক্লান্ত দুপুরে ছায়ার তন্দ্রাবিলাস আর সন্ধ্যায় গোধূলি। সব কিছুতেই আকাশ। মাঝরাতেও গভীর অন্ধকারে একটা মায়াকাড়া আকাশ। ওদের সারাটা দিন বখাটে সেজে এই আকাশের নিচে ঘুরঘুর করতে হয়। তাই এ আকাশ ওদের প্রেয়সী, সজনী, মায়া বতী, নৈশব্দচারিণী । বড্ড মায়া না থাকলে ভবঘুরে বাউন্ডুলে ছেলেটাযে সাদামাটা আকাশের নিচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে, কোন এক কুক্ষণে ঘরে ফিরে ঘুমোতে চাবে।



এ আকাশ মায়াবিনী কুহকিনীর মতো ওদের আটকে রাখে, মাঝরাত্তিরে মন চাইলে জোছনা দেয়। ওরা পঙ্গপালের মতো নেশায় ছুটে চলে এ আকাশের নিচে, একলা হাঁটে,জটলা করে, তবুও আকাশ।



তাইতো ওদের বখাটে বলে। আমিও তাই বখাটে। আমার আকাশ জুড়ে বড্ড মায়া, আমাদের নিত্য দিবারাত্রি প্রেম চলে । তাইলো ভুলোমনে বাড়ি ফেরা হয়না।



আমি আকাশ ভালোবাসি। আমি ছন্নছাড়া সে আগন্তুক পথচারী, ভবঘুরে। তাই তোমরা ডাকো বখাটে, সন্তর্পণে।



আমি আকাশ ভালোবাসি। তাই হাসিমুখেই আমি সেই "বখাটে"।



রুদ্র রাফি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ২:১৫

ক্থার্ক্থা বলেছেন: আজ রাত্তিরে পুলশ তাড়া দিরে কাল ও গলি ঘুরে যায়, গবীর অন্খারে,ঔদের । ভাল লাগলো । আপনিও একবার ভাল করে দেখে নিবেন ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৪

রুদ্র রাফি বলেছেন: স্যরি টাইপিং মিসটেক। ধন্যবাদ ভুলগুলো দেখিয়ে দেওয়ার জন্য :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.