নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ৭০০ বছর ক্রায়োজেনিক টিউবে থাকার পর অতীতে সময় পরিভ্রমণ করতে গিয়ে বিকল্প বাস্তবতায় চলে এসেছি। আমার ফেসবুকঃ https://www.facebook.com/rufiusmillennium

রুফিয়াস মিলেনিয়াম

আমি ভূত

রুফিয়াস মিলেনিয়াম › বিস্তারিত পোস্টঃ

ওয়েব কমিক রিভিউঃ দ্য ক্লিফ

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৩




দুই বন্ধু মিলে গিয়েছিল এক পাহাড়ে হাইকিং করতে। সেখানে পাহাড়ের রাস্তা পেরিয়ে এক সংকীর্ণ চূড়ায় দাঁড়িয়ে দুজনে ক্যামেরা সেট করে ছবি তুলতে চাইলো। কিন্তু তাদের দুজনের ভারে পাহাড়ের ক্লিফ গেল ভেঙ্গে। দুজনে গিয়ে পড়ল নিচে।

নিচে বলতে পাহাড়ের পাশের এক কিনারে তারা গিয়ে পড়ল। সেই উঁচু কিনার থেকে না আছে নিচে নামার কোনো পথ, নেই উপরে উঠবার কোনো উপায়। এদিকে দুজনের মোবাইলে সিগন্যাল নেই, সাথে খাবার নেই। তাদের ২ সপ্তাহের জন্য পাহাড়ে ঘুরবার কথা ছিল, তাই কেউ তাদের খোঁজও করবে না। প্রচণ্ড ক্ষুদা, তৃষ্ণা, ক্লান্তি আর তার উপর অসহনীয় শীত। এই সবকিছু মিলে একসময় জন্ম দেয় এক ভয়ঙ্কর পেরানয়ার। এই দুই বন্ধু কিভাবে বাঁচবে এখানে?

মাত্র ৯ চ্যাপ্টারের ছোটো এই ভুতের গল্পে চরিত্রগুলোর মধ্যে একইসাথে এবং স্বল্প আঙ্গিকে ভয়, স্বার্থপরতা, অপরাধবোধ আর কাপুরুষতার উপস্থিতি টের পাওয়া যাবে। গল্পের শেষ অবধি অনিশ্চয়তা টিকিয়ে রাখা হয়েছে। গল্পটা তাহলে পরে ফেলুন, মাত্র কয়েক মিনিটই তো লাগবে :)

ওয়েবটুন/মানহয়াটি পড়ুন এখানেঃ লিঙ্ক

নাম: The Cliff
জনরা: হরর, থ্রিলার, ওয়েবটুন, কোরিয়ান কমিক্স, মানহয়া
লেখক: Seongdae Oh
চ্যাপ্টার: ৯টি
এরকম কমিক্সের রেকমেন্ডেশন: Tales of the Unusual, The Red Book
সময়কাল: ২০১৪
ট্রিভিয়াঃ এই লেখকের লেখা চলচ্চিত্র “হরর স্টোরিস ২” এ এই গল্পটির লাইভ অ্যাকশন দেখানো হয়েছে।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

ফয়সাল রকি বলেছেন: যাই, লিংকটা দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.