নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ৭০০ বছর ক্রায়োজেনিক টিউবে থাকার পর অতীতে সময় পরিভ্রমণ করতে গিয়ে বিকল্প বাস্তবতায় চলে এসেছি। আমার ফেসবুকঃ https://www.facebook.com/rufiusmillennium

রুফিয়াস মিলেনিয়াম

আমি ভূত

রুফিয়াস মিলেনিয়াম › বিস্তারিত পোস্টঃ

প্রেম ও পথশিশু - দুটি ভিন্ন অনুকাব্য

২৬ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১০



(১)

একদিন খুব ভোরে
দাঁড়িয়ে পৃথিবীর কিনারে
জড়িয়েছিলেম তারে।

যেখানে ঝর্ণার সুর থামিয়ে দিয়েছে সকল রণধ্বনি
সেখানে তুমি আর আমি

জীবন গোধুলী বেলায়
রেখে তরবারি
আমাদের ঐ আনাড়ি প্রেমের খেলায়
সেদিন করেছি সমর্পণ

অধর-ললাটে স্পর্শে কাতর
আধেক চুম্বন
হৃদয়ে হৃদয়ে
তোমার আমার প্রথম আলিঙ্গন


(২)

সারা গায়ে জখম নিয়ে
মাটির উপর আছিস পড়ে
ঘুম পাড়ানি মাসি পিসি
আসবে না রে বাপ

ময়লা থলি জড়িয়ে ধরে
উষ্ণতা তুই পাবি না রে
অন্ধকারে, করুণ জীবন
দারুণ অভিশাপ

শব হতে যার জন্ম হল
কিসের তার আর মাতৃস্নেহ
অস্থি থেকে অস্তিত্বের
সবটুকু তোর পাপ




(বার্সার্ক- নামের গ্রাফিক নভেলটি পড়ার সময় কিছু দৃশ্য দেখে এই দুটি জিনিষ লিখেছিলাম। যেহেতু এখানকার পাঠকদের গ্রাফিক নভেলটি পড়ে থাকার সম্ভাবনা খুবই কম, তাই সেই গল্পের চিত্র/প্রসঙ্গ এখানে আনলাম না। উপরের ছবিটা পোলিশ পেইন্টার zdzisław beksiński এর আঁকা। )

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:



দু'টোই ভাল লেগেছে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ ^_^

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০২

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: দুটো ই ভালো হয়েছে।২য়টি একেবারে হৃদয় বিদীর্ণ করে দিলো।।+

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ ^_^

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৪২

বিনম্র বলেছেন: ঝকঝকে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: :``>> ধন্যবাদ

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

অর্ধ চন্দ্র বলেছেন: আমি আজ বিবর্ণ ঠিক তাই

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

Abdur Rahim nil বলেছেন: ভাল লাগলো

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১

সৈয়দ ইসলাম বলেছেন: ঝিলিক মারলো বাপু

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগলো
++++

১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৩

রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ B:-/

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

মো: মাহমুদুল হাছান বলেছেন: ভালো লেগেেছে ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:২০

রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:
তুমি কোথায়?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -
তোমাকে স্পর্শ করতে ইচ্ছা করে।
ইচ্ছা করে ছুয়ে দেখি তোমার মিষ্টি ঘ্রাণ।
ইচ্ছা করে প্রাণের সাথে মিলাই প্রাণ।
ইচ্ছা করে তোমার হাত ধরে হাটি।
ইচ্ছা করে তোমার পদচিহ্ন ধরে হাটি।
তুমি কি কল্পনা?
নাকি তুমি অলিক কোন ভাবনা?
তোমাকে জানার খুব ইচ্ছা আমার।
তুমি কি এই জগতের জাগ্রত রুপ?
নাকি অমাবস্যা নেমে আসা কোন রজ্যের রাজ্যেশ্বরী
তুমি কি পূর্ণিমা কোনো রাতের পথ।
নাকি নাবিকের দূরদৃষ্টি।
নারী তুমি কি মায়াবী?
নাকি মায়ারাজ্য তোমাতে আছে লুকায়িত?
তোমার ঘ্রাণ বারবার মুগ্ধ করে।
বারবার জানতে ইচ্ছা করে।
তুমি কে,
কি তোমার পরিচয়।
এই যে কবিতা।
এই কবিতার যে কবি।
সেও বলতে পারেনি।
তুমি কে।
কেনো বলতে পারেনি?
তার উত্তর আমার জানা নাই।
বড্ড ইচ্ছা করে।
তোমার চুলের ঘ্রাণ প্রাণে মাখি।
তোমার মনে এই প্রাণ রাখি।
তার সাহস কোথায়!
কবি তো আমি বিদ্রোহী কবিতা লেখি।
আমার কবিও তো নিরব।
এই কবিতা যে করেছে সৃষ্টি।
যে আমার স্বপ্ন দ্রষ্টা।
সেও আমাকে কোন পথের ঠিকানা বলেনি।
বলেনি কোথায় গেলে পাবো তোমাকে।
তোমার আপন সত্তাকে।
তুমি কোথায়?
সে ঠিকানা আমার জানা নাই।
বলেনি সে ;
কবিতা লিখেছে যে।
আমার জীবন কবিতা।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

ইমরান আল হাদী বলেছেন: চমৎকার।

০১ লা মে, ২০১৮ ভোর ৫:০৮

রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ

১৩| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: ২য়টি এতো ভাল লেগেছে যে সেটা বলে বুঝাতে পারব না। যা হোক, এতো ভাল লেখা কেথা হতে শিখলেন, জানাবেন কিন্তুু ।

১৪| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: পাপের তরে জীবন গেল ,
ওষ্টাগত নষ্ট দেহ ।
এ ধরনী পথ দেখাও,
এবার একটু আলো দেখি ।

১৫| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

রাকু হাসান বলেছেন: বাহ ! বেশ ভাল লিখেছেন । ভাল লাগলো .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.