নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বই পড়তে ও অন্যদের সাথে বই শেয়ার করতে ভালোবাসি। আমার ব্লগ:\nhttp://bangla-pdf-books.blogspot.com

রুহুল আমিন সোহেল

আমি বই পড়তে ও অন্যদের সাথে বই শেয়ার করতে ভালোবাসি। আমার ব্লগ:http://bangla-pdf-books.blogspot.com

রুহুল আমিন সোহেল › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন ওমেগা পয়েন্ট

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

ওমেগা পয়েন্ট হুমায়ূন আহমেদের লেখা অসাধারণ একটি সায়েন্স ফিকশন।

বইটির কাহিনী সংক্ষেপঃ
রফিক নামের একটি ছেলে জায়গীর থাকে ইয়াসীন সাহেবের বাড়ী। এখানে সে ইয়াসীন সাহেবের মেয়ে শেফাকে প্রাইভেট পড়ায়। রফিক অংকে অসাধারণ পারদর্শী, তার অংক করতে খাতা-কলম লাগে না, সে মুখে মুখে অনেক বড় বড় জটিল অংক করে ফেলে। এজন্য গ্রামে তার অনেক সুনাম।

রফিক যখন ঘুমিয়ে পরে তখন সে চলে যায় অন্য একটি জগতে, অন্য একটি সময়ে, সেখানে তার নাম রেফ। সেখানে সে একজন মানসিক রোগী হিসেবে বিজ্ঞান কাউন্সিলের অধীনে একটি ঘরে বন্দি জীবন কাটাচ্ছে গত চার বছর ধরে। এর আগের স্মৃতি তার মাথা থেকে সরিয়ে ফেলা হয়েছে। শেফ নামে একটি অষ্টম দ্বারার মানবিক আবেগ সম্পন্ন রোবট তার দেখাশোনা করে।

বইটির ডাউনলোড লিঙ্কঃ Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: এই বইটা পড়ি পড়ি করেও পড়া হচ্ছে না। রিভিউটা দেখে পড়তেই হবে মনে হচ্ছে। সময় বের করাই কষ্ট। তবুও দেখি, রাতের এক ফাঁকে সেরে ফেলব পড়ার কাজটা।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১১

রুহুল আমিন সোহেল বলেছেন: পড়ে ফেলুন। পড়ি পড়ি করলে কখনোই পড়া হয় না!!

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

নীল সঞ্চিতা বলেছেন: পড়েছি অনেক আগে। হুমায়ূন আহমেদ এর কিছু বই আমার ২/৩বার করে পড়া। এটাও আবার পড়ব ভাবছি।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

মৈত্রী বলেছেন: খুব ভালো লিখেছেন, এখন "শুন্য" বইটারও একটা রিভিউ লিখে দেন :)

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

রুহুল আমিন সোহেল বলেছেন: শুন্য বইটা তো পড়িনি। পড়লে রিভিউ লিখে ফেলব অবশ্যই। :)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: হুমায়ুনী গান
ইমন জু্বায়ের

দেহখাঁচা রইল পড়ে মর্তলোকে
আত্মাপাখি উড়াল দিল দূর আকাশে;
পাখির ছায়া চিরস্থায়ী মাটির বুকে
পাখির গানে রইব বেঁচে দুঃখ-সুখে।

নেত্রকোনার সজল মাটির মায়া মেখে
ভেসেছিলেন ভাটির গানের খর আবেগে?
পাগল-মানুষ, স্নান করতেন জ্যোস্নালোকে
নামত পরী অলীক রাতের জলের ধারে?
লিখে গেলেন অবাক-মানুষ নতুন করে।

গল্পে ডুবে কাটত কেমন অলস দুপুর;
দুপুর এখন কান্না মেশা শুন্য উঠান
পাখির ডাকে চমকে-ওঠা হুমায়ূনী গান ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.