নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

প্রথম লিখলাম

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১১

পবিত্রভূমি


মনো লজ্জায়
নাকি
দেহ সজ্জায়,
কোনটায় ভরে ওঠো তুমি?
আনাচে কানাচে তাই
খুঁজে ফিরি আমি
পবিত্র ভূমি!

পাখির পালকের মত ছড়ানো
সব হাড়গুলো যেন
এক একটি অশ্রুবিন্দু!
ডুকরে কেঁদে ওঠে ওরা
তীব্র লাঞ্ছনার যন্ত্রনায়,
সুতীব্র হাহাকার চাপার কষ্টে।
ফেলে আসা সব স্মৃতি ছেড়ে
ওরা আজ মুক্ত হয়েছে।
তবু মুক্তির স্বাদ পায়নি,
তাই ক্ষয়িষ্ণু আত্মারা বারবার জাগে।

জেগে উঠেই চিৎকার করে,
আমি শাস্তি চাই
আমার এই অপমানের,
এই অবহেলার,
এতবার নিগৃহীত হওয়ার।
যন্ত্রনাক্লিষ্ট মুখ
পাহাড় ডিঙ্গাতে চায়।
ওপারে নাকি শান্তি আছে, সম্ভ্রম আছে।
নির্যাতনের কোন বালাই নাই।

আর অসুররূপী মুখগুলো
শুধু হিংস্রতা বোঝে,
হিংসার জ্বলন্ত খোপে
যেন সবাইকে পোড়াবে ওরা।
পবিত্রভূমির আত্মারা
তাই আজ ফুঁসলে উঠেছে,
অনেক হয়েছে সভা সময়,আর না।
অনেক ক্ষয়েছে কাল নষ্ট স্রোতে,
এবার নোংরা জল ধুয়ে
পবিত্রভূমি শোধরাতেই হবে।


মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪০

বর্ষন হোমস বলেছেন: ভালই লিখছনে

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: আমার প্রথম লেখার থেকে বেশ কয়েক গুণে এগিয়ে। শুভকামনা! আনন্দ নিয়ে লেখুন!

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৭

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে উৎসাহিত হলাম।

৩| ২০ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৪০

রক্তিম দিগন্ত বলেছেন:
ভালই লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে কৃতজ্ঞ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্টটা পড়ে শুভকামনা জানিয়ে গেলাম। ব্লগিং জগতে সুস্বাগতম! এখানে আপনার অবস্থান নিরাপদ হোক, বিচরণ আনন্দময় ও স্বচ্ছন্দ হোক!
কবিতা ভাল লেগেছে, তবে শুদ্ধ বানানের প্রতি আরেকটু যত্নবান হলে ভবিষ্যতে ভাল করবেন। কিছু ভুল বানান বা টাইপোঃ
শিরোনামে লেখা পবিত্রভূমি কথাটা পবিত্র ভূমি হবে। তেমনি লাঞ্চনার<লাঞ্ছনার, ক্ষয়িষ্ঞু<ক্ষয়িষ্ণু,
নিগৃহিত<নিগৃহীত হবে।

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২২

চঞ্চল হরিণী বলেছেন: ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। পবিত্রভূমি বাদে বাকি সবগুলো ঠিক করে নিচ্ছি। আমি ইচ্ছে করেই পবিত্রভূমি লিখেছি, পবিত্রটাকে আলাদা বিশেষণ না করে পুরো শব্দটাকে একটি বিশেষ্য হিসেবে ব্যাবহার করেছি। কবিতা পাঠের জন্য আবারও ধন্যবাদ।

৫| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: পবিত্রটাকে আলাদা বিশেষণ না করে পুরো শব্দটাকে একটি বিশেষ্য হিসেবে ব্যাবহার করেছি - ঠিক আছে, গ্রহণযোগ্য যুক্তি। বাকী টাইপোগুলো সম্পাদনা করে নেয়াতে কবিতাটি দৃষ্টিনন্দন ও সুখপাঠ্য হয়েছে।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৩

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগছে

২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০০

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

বিজন রয় বলেছেন: আপনার প্রথম লেখায় আমার স্মৃতিটুকু থাক।

কবিতাটি ব্যতিক্রম লাগল।

শুভকামনা রইল।

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ২:০৫

চঞ্চল হরিণী বলেছেন: প্রথম লেখায় বিজন নামে সুজনের স্মৃতি পেয়ে সত্যিই অনেক কৃতজ্ঞ হলাম। কবিতাটি আপনার ব্যতিক্রম লেগেছে শুনে ভালো লাগা দ্বিগুণ বেড়ে গেলো। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্যও।

৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ৩:৩৫

রাকু হাসান বলেছেন: প্রায় দুই বছরের আগেই লেখা! প্রথমেই চমক দিয়েছেন । আগমনী বার্তা যে আমি আসছি :-B । আর এখনকার চঞ্ঝল হরিণী আপু তো আরও পরিণত । শুভকামনা রইলো । দীর্ঘ দিবস রজনী হোক ব্লগিং ।

২৮ শে জুন, ২০১৮ রাত ৩:৫৯

চঞ্চল হরিণী বলেছেন: এতদিন পরে হঠাৎ এই পোস্টে মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে রাকু হাসান। কৃতজ্ঞ হলাম ব্লগে আমার প্রথম লেখাটি পড়ার জন্য :)। অনেক অনেক ধন্যবাদ।

৯| ২৩ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

স্রাঞ্জি সে বলেছেন: আপনার আজকের ব্লগ টা পড়ে এখানে টুঁ মারলাম।

কবিতায় মন্দ লাগেনি।

পবিত্র ভূমিগুলো লুকিয়ে থাকে, তা খুঁজে বের করে আনতে হয়।

তো নাহার কৃপা এটা কি আপনার নাম?

২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৩

চঞ্চল হরিণী বলেছেন: হায়হায় প্রথম পোস্টে যে আমার নাম দেয়া আছে সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম :-* ! হ্যাঁ, স্রাঞ্জি সে, লুকানো নামটি আপনার কাছে বের হয়ে গেলো। ব্লগে ঢুঁ মেরে কবিতাটি পড়ে আপনার মন্তব্য রেখেছেন বলে অনেক আপ্লুত হলাম। ভালো থাকুন, নির্মল থাকুন। প্রীশু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.