নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুভূতি গাঁথার সাধনায় মগ্ন।

চঞ্চল হরিণী

এই পৃথিবীর বাইরে কোথাও গিয়ে যদি কিছু লিখা যেতো ; এই অসহ্য মনোবৈকল্য দূর হতো। হে ভাবনা, দয়া করে একটু থামো। আমাকে কিছুটা মুক্তি দাও। আমার দম বন্ধ হয়ে আসছে তোমার অবিরাম পদচারণায়। বিচ্ছেদে যাও তুমি। ফুলে ওঠো পিঙ্গল বিভ্রম বেশে। আমাকে মৃত্যু দাও নয়তো চিৎকার করে ওঠার অপরিসীম ক্ষমতা দাও। আমি ক্লান্ত এই অমানিশায়। শান্তির খোঁজে মৃত্যুদূতের পরোয়া করিনা, পরোয়ানা জারি করো। গভীর, গভীর, গভীর। বোহেমিয়ান মন অভ্যস্ত জীবনের শিকল ভেঙ্গে ফেলো।

চঞ্চল হরিণী › বিস্তারিত পোস্টঃ

ওহে যুবক

২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩২


ওহে যুবক

মাঝরাতের দোরগোড়ায় ,
কে তুমি আগন্তুক ?
কি চাও হেথা
পথভ্রষ্ট যুবক ?

কতদূর যাওনি চলে,
পথ হারাবে বলে ?
কোন গাঁয়ের ভেঙ্গেছো মান,
লড়াই বিনে পলে ?

তোমার রূপের উল্টোগঙ্গায়
হরিধানের পাঁকা রং।
রূপসাগরে ডুবলে পরে
সোনা অঙ্গে ধরবে জং।

যেয়ো না তুমি অন্য পাড়ে,
দূর পাল্লার ওজন মেপে।
দেখো তোমার হৃদ-সাগরে
মুক্তো উঠছে কেঁপে কেঁপে।

হেরোনা পথিক কথার ছলে,
চাঁদ বিবাগী ডুববে জলে।
অন্তরে তার জোছনা ঢালো,
কিংশুক বর্ণে শুভ্র আলো।

আনয়ন করো শিশুর হাসি,
ত্রিতাল মায়ায় বাজিয়ে বাঁশী।
সন্ধিতে যবে নাচবে শাকি,
স্বপ্নে তার ভরিয়ো আঁখি।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৬

ইন্দ্রনীল উচ্ছ্বাস বলেছেন: ভালো লিখেছেন, তবে লিখার সাথে কেন যেন মনে হচ্ছে ছবিটা ঠিক মিলছে না। ক্ষুদ্র জ্ঞানে বল্লাম। ভুল হলে ক্ষমা করবেন

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৬

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যের বিবেচনায় আরেকটা ছবি যুক্ত করলাম সাথে। প্রথমটা ছিল লড়াইয়ের ছবি, এবার পালিয়ে আসা আগুন্তকের ছবি।

২| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন:
হেরোনা পথিক কথার ছলে,
চাঁদ বিবাগী ডুববে জলে।
অন্তরে তার জোছনা ঢালো,
কিংশুক বর্ণে শুভ্র আলো।

আনয়ন করো শিশুর হাসি,
ত্রিতাল মায়ায় বাজিয়ে বাঁশী।
সন্ধিতে যবে নাচবে শাকি,
স্বপ্নে তার ভরিয়ো আঁখি।


+++

তবে কবিতার শেষ দিকটা হালকা কঠিন ভাবে লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪১

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ ভাই। সমস্যা হোল নিজের লেখায় কোনটা কঠিন তা বোঝা প্রায় সময় কঠিন হয়ে দাঁড়ায়, হাহা। মন্তব্যে কৃতজ্ঞতা।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩০

নোমান প্রধান বলেছেন: হায় ললাট

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৫

চঞ্চল হরিণী বলেছেন: ললাটের কি হোল ভাই?

৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫১

চঞ্চল হরিণী বলেছেন: ধন্যবাদ সুধী।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৬

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগা রইল
+

২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৩

চঞ্চল হরিণী বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

রাকু হাসান বলেছেন: কেমন ঘুরলেন ;) B-)) .. ;) B-)) ..দৌঁড়ে পানি পিপাসা পেলে , নাও খাও ,,, :-B


হুম এখন বলি তাহলে ..।কেউ কে বলা যাবে না ,কিন্তু /:) , আজ বেশ কিছু প্রাচীন কালের ব্লগারের আইডি পেলাম , যা বুঝলাম ,তারা অনেক বেশি ভাল লেখে :|| বুকমার্ক করে রাখলাম তাদের , সময় সুযোগ পড়ে ,যেগুলো এখনো চাহিদা হারায়নি ,সেগুলো পড়বো ;) ,বলতেছো হায় হায় না জানি কি ভাবছি আমি :P ...আরও আছে তো , মুক্তিযোদ্ধ এর বইয়ের ব্যাপক লিষ্ট পাইছি,চলচ্চিত্র ,প্রামাণ্য চিত্র ,সব মিলিয়ে একদম ফাটাফাটি ব্যাপার আমার জন্য B-) , কিছূ প্রিয় জেল দিলাম , একটু দেখতেও পারো ,তুমিও হতাশ হবে না :-B

তোমাদের মত ব্লগারদের প্রায় সব লেখা পড়তে চায় । ;) ,অবশ্য তোমাকে দিয়ে অনেক আগেই শুরু করে দিলাম :-B ,কিন্তু :-< ,তাঁদের তো জ্বালাতে পারবো না |-) ,তোমার মত ।

সামু মামার সাথে তুমিও রাগ করবে ,লেখার ব্যাপারে কিছু না কইলে B:-/ ...কইবা কিছুই কইলো না ,ভাই টা |-)

কয়েকটা লাইন দিয়ে কমেন্ট করেও ভুল করলাম বলতে গেলে , কোন টা থেকে কোন টা কম মনে হচ্ছে না ।

তোমার রূপের উল্টোগঙ্গায়
হরিধানের পাঁকা রং।
রূপসাগরে ডুবলে পরেসোনা অঙ্গে ধরবে জং।
যেয়ো না তুমি অন্য পাড়ে,
দূর পাল্লার ওজন মেপে।
দেখো তোমার হৃদ-সাগরেমুক্তো উঠছে কেঁপে কেঁপে।
হেরোনা পথিক কথার ছলে,
চাঁদ বিবাগী ডুববে জলে ।

প্রাণে দোলা দিয়েছো এ লাইন গুলো দিয়ে ,পড়তেও আরাম পাচ্ছি, মজাও পাচ্ছি । কবিতাটি প্রত্যক যুবকের পড়া উচিত, মানুষ কেন বুঝে না X(( ,তুমি ভাল লিখ ,খুঁজে খুঁজে আগের পোস্ট গুলো পড়া উচিত । কবিতায় দেওয়া বার্তাগুলো যেন নিতে পারি ,সেই আশা করছি । খুব সুন্দর লিখছো :-B

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৪

চঞ্চল হরিণী বলেছেন: অবশ্যই প্রিয় তালিকায় কি কি নিয়েছো দেখবো। আমার ভাই ভালো জিনিসই পছন্দ করে, আমি সেটা জানি :-B
এই কবিতাটা আমার নিজের খুব পছন্দের। থাকে না কিছু লেখা নিয়ে কনফিউশন ভালো হল না খারাপ হল (?), এই লেখা নিয়ে কোন ফিউশন নেই আমার। কিন্তু ওই যে পাঠক না পাবার কারণ সেটাই আগে যা বলেছি :| । তুমি যে বার্তাটা অনুভব করতে পেরেছো, এটা আমার অনেক অনেক ভালো লাগছে। ব্লগে এমন অনেক আছেন যাঁরা খুব ভালো লেখেন অথচ নিভৃতে আছেন। তার কারণ হিট হওয়ার মত সেভাবে সময় দিতে না পারা। 'স্বপ্নের শঙ্খচিল' নামে একটা আইডি আছে দেখবে, খুবই ভালো লেখেন এবং বিচিত্র বিষয় বস্তু নিয়ে লেখেন, অথচ পাঠকই নেই । কেমন মিলে গেলো, তুমিও ভালো লেখা খুঁজে খুঁজে পড়, আমিও ব্লগ ঘুরে ঘুরে ভালো লেখা খুঁজি। আর বকবক না করে থেমে যাই :)

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১১

রাকু হাসান বলেছেন: সব তো ভাল বললে কিন্তু আমার গেম টা খেলা হলো না ,ঠিক মত :-<
এই লেখার মন্তব্য টা আগে দেখতে পারলে ,জমতো ..নোটিফেকশন ঝামেলার জন্য এটা হয়েছে ,মে বি । আচ্ছা দেখবো ,কোন লেখা যদি মনে করো ছোট ভাই পড়ুক ,বলবে ..েএই যে যেমন আইডির কথা বললে ,এখন ই দেখছি ।
হুম হিট হওয়ার মত সময় দিতে পারে না, তোমার টায় ধরো , এই লেখার কথাই ধরো ,এত কম পাঠক,আর মন্তব্য দেখে আমার ই খারাপ লাগছে । আসলে আমরা গিব এন্ড টেইক নিয়ম মেনে চলি তো .....ভাল টা খুব কম দেখি , আর আমার প্রতি এ বিশ্বাস জেনে খুব ভাল লাগলো

২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪০

চঞ্চল হরিণী বলেছেন: হাহা, ওই লেখায় তোমার মন্তব্য আগেই পড়েছি এবং খেলাটাও জমেছে। কিন্তু প্রতিমন্তব্য করতে একটু সময় নিয়েছি। তার কারণ ছিল, পড়ে দেখো। আমি আমার কিছু লেখা রিপিট করবো ভেবেছি। তোমার এমন মন্তব্যগুলো আমার উৎসাহ বাড়িয়ে দিচ্ছে অনেক। ভালো থাকো, সুস্বাস্থ্যে থাকো ভাই আমার। সনেট কবি ভাই তোমাকে নিয়ে সনেট লিখেছেন, পড়তে মিস করো না।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: উদ্দিষ্ট যুবক আপনার এ কবিতাটি পড়েছে কিনা, জানিনা। পোরে থাকলে নিশ্চয়ই সে উপকৃত হবে।
কবিতার শেষের ছবিটা দিয়ে কী বোঝাতে চাইছেন, একটু বললে ভাল হতো।
তোমার রূপের উল্টোগঙ্গায়
হরিধানের পাঁকা রং।
রূপসাগরে ডুবলে পরে
সোনা অঙ্গে ধরবে জং।
- এ কথাগুলোও একটু বুঝিয়ে বললে খুশী হতাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

চঞ্চল হরিণী বলেছেন: প্রথমেই আমার শ্রদ্ধা ও ধন্যবাদ নেবেন, খায়রুল আহসান ভাই। আসলে কোন সুনির্দিষ্ট একজন যুবককে তো আর উদ্দেশ্য করে লিখিনি, প্রকৃতপক্ষে এমন ধরণের সব যুবককেই বলা যারা লড়াইয়ের সময় ভীত হয়ে পালিয়ে আসে।

কবিতার ভাবের সাথে মিলিয়ে ঠিকমত ছবি পাওয়া মুশকিল বা সময় সাপেক্ষ। শেষের ছবিটাতে একটু মারামারি বা লড়াই ভাব আছে তাই দেয়া।

"তোমার রূপের উল্টোগঙ্গায়
হরিধানের পাকা রং।
রূপসাগরে ডুবলে পরে
সোনা অঙ্গে ধরবে জং।"

সমাজে একদিকে অলসতাময় বিলাস চাকচিক্যের উল্টোদিকে কঠোর পরিশ্রমের ফসলের ক্ষেতের সোনারঙ থাকে। এমন অলসতা ও বিলাসিতা মানব দেহ এবং মন দুটোকেই নষ্ট করে।

পরিশেষে আবারও আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন, স্যার। আপনার এমন ঘুরে ঘুরে পুরনো লেখা পড়াটা আমার ভীষণ ভালো লাগে এবং অনুপ্রাণিতও করে বটে।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: প্রথম লাইনে "পোরে" কথাটা পড়ে হবে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

চঞ্চল হরিণী বলেছেন: নিরন্তর শুভেচ্ছা, খায়রুল আহসান ভাই। ভালো থাকুন সবসময়। :)

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: আপনার ব্যাখ্যা পেয়ে কবিতাটি আবারও পড়লেম। এবারে আরো বেশী ভাল লেগেছে।
কবিতায় প্লাস + +

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

চঞ্চল হরিণী বলেছেন: আপনি আবারও মন্তব্য করায় ভীষণ ভালো লেগেছে এবং কৃতজ্ঞ হলাম, খায়রুল আহসান ভাই। প্লাস পেয়ে খুশী দ্বিগুণ। অনেক ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা নিরন্তর।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
আমিও কবিতা লিখি।। !:#P

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

চঞ্চল হরিণী বলেছেন: ওহ সেলিম আনোয়ার ভাই, কেমন আছেন? খুব ভালো লাগলো আপনাকে এখানে পেয়ে। সেদিন ব্লগের মিলনমেলার ছবিতে আপনাকে ভালো করে দেখলাম। আরও অনেককে দেখলাম। পরের বার আমিও যাওয়ার আশা করছি।

হ্যাঁ, আপনার কবিতাগুলোই তো আপনার পরিচয়, সেলিম আনোয়ার ভাই। আমি তো সময়ের সংকটে নাজেহাল। কিন্তু এর মাঝেও এই ছোঁয়াগুলোই আনন্দের। মানসিকভাবে প্রশান্তির।

অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আর নববর্ষের শুভেচ্ছা নেবেন অবশ্যই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.